সয়াবিন তেলের দাম ২০২৪ – ১ লিটার কত টাকা?

রান্না করার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে তেল। বিশেষ করে ভাজি পোড়া রান্না করার ক্ষেত্রে তেলের কোন বিকল্প নেই। বাংলাদেশে অন্যান্য তেলের তুলনায় সয়াবিন তেল রান্নার কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সয়াবিন তেল ছাড়াও অনেকেই আবার সরিষার তেল দিয়েও রান্না করে থাকেন। যেহেতু রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সয়াবিন তেল তাই এটার দাম অনেকাংশে বৃদ্ধি পেলেও এটি ছাড়া কেউ চলতে পারে না।

আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্যের দাম হু হু করে বেড়েই চলেছে। ঠিক তেমনি সয়াবিন তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্বে ১ লিটার শপিং তেলের দাম ১০০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে এই এক লিটার সয়াবিন তেলের দাম প্রায় ২০০ টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে এক লিটার ক্রয় করতে আগের তুলনায় প্রায় দ্বিঘুন টাকা খরচ করতে হচ্ছে। ইন্টারনেটে অনেকেই সয়াবিন তেলের দাম কত বা বর্তমানে দর কত টাকা তা খুঁজে থাকে।

সয়াবিন তেলের দাম ২০২৪

আমরা জানি যে সয়াবিন তেল উৎপাদন করার জন্য কাঁচামাল প্রয়োজন। বর্তমানে তেল উৎপাদনের কাঁচামাল এর সংকট হওয়ার কারণে বর্তমানে আগের তুলনায় সয়াবিন তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্বে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা হারে বিক্রি করা হতো। কিন্তু বর্তমান বাজারে প্রতি ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা দরে বিক্রি হচ্ছে। তবুও কিছুদিন আগের তুলনায় বর্তমানে ১৮৯ টাকা থেকে ১০ টাকা কমিয়ে এই দামটি নির্ধারণ করা হয়।

আপনার নিকটস্থ সকল প্রকার মুদি দোকান থেকে প্রতি ১ লিটার ২ লিটার বা ৫ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। বোতল জাত সয়াবিন তেল ক্রয় করার পাশাপাশি আপনি চাইলে মুদি দোকানগুলো থেকেও লুস বা খোলা সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনার জেলা শহরের সুপারশপ গুলোতেও সকল ধরনের সয়াবিন তেল সহজেই ক্রয় করতে পারবেন। বর্তমানে সয়াবিন তেলের বাজার মূল্য সম্পর্কে আরো জানতে হলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

১ কেজি সয়াবিন তেলের দাম কত

বর্তমানে সয়াবিন তেলের দাম অধিক বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সকলেই প্রতি এক লিটার করে সয়াবিন তেল ক্রয় করে থাকে। বাজারে প্রতি এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে প্রতি ১ লিটার করে খোলা সয়াবিন তেলও ক্রয় করতে পারবেন। কিন্তু আপনি কি জানেন বর্তমানে ১ কেজি সয়াবিন তেলের দাম কত টাকা? অবশ্যই বাজার করার পূর্বে আপনাকে বর্তমান তেলের বাজার সম্পর্কে জেনে রাখা দরকার।

আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে প্রতি এক লিটার বর্তমান সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে ১০ টাকা কমিয়ে তা ১৭৯ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। অর্থাৎ বর্তমানে বোতলজাত 1 কেজি সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা। অপরদিকে প্রতি এক লিটার খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে তা বর্তমানে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সুতরাং বাজার করার ক্ষেত্রে বর্তমানে কিছুটা সাশ্রয়ী হবে।

২ কেজি সয়াবিন তেলের দাম কত

ইতোমধ্যেই আমরা এক লিটার সয়াবিন তেলের দাম কত টাকা তা জেনেছিলাম। এখন আমরা জানব ২ কেজি সয়াবিন তেলের দাম কত টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারে সাধারণত 1 লিটার বোতলের পাশাপাশি ২ লিটার এর সয়াবিন তেলের বোতল কিনতে পাওয়া যায়। আবার আপনি চাইলে এক লিটারের দুটি বোতল ক্রয় করেও আপনি দুই কেজি সয়াবিন তেল কিনতে পারবেন। যেহেতু প্রতি এক লিটার সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা।  সুতরাং আপনি যদি ২ কেজি সয়াবিন তেল ক্রয় করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে ৩৫৮ টাকা খরচ করতে হবে।

সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য

গত জুন মাসে বাংলাদেশ সরকার কর্তৃক সয়াবিন তেলের দাম কিছুটা কমানো হয়েছে। মে মাসেও প্রতি ১ লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৮৯ টাকা। এই মূল্য থেকে ১০ টাকা কমিয়ে বর্তমানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র বোতলজাত তেলের দাম কমেছে এরকম নয়। এর পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে। বর্তমানে প্রতি এক লিটার খোলা সয়াবিন তেলের মূল্য ১৫৯ টাকা।

যাদের ফ্যামিলি একটু বড় এবং সর্বনিম্ন ৫ লিটার করে সয়াবিন তেল ক্রয় করে থাকেন তাদের জন্যও সুখবর রয়েছে। প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৪৩ টাকা কমিয়ে বর্তমানে তা ৮৭৩ টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনার নিত্য প্রয়োজনীয় বাজার থেকে কিছুটা হলেও অল্প পরিমাণ টাকা বেঁচে যাচ্ছে। বোতলজার তেল বা খোলা তেলের পাশাপাশি পাম তেলের দামও অনেক কমানো হয়েছে। বর্তমানে প্রতি ১ লিটার পাম তেলের দাম ৫ টাকা কমিয়ে তা ১২৮ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

রূপচাঁদা সয়াবিন তেলের দাম কত ২০২৪

আমরা সকলে জানি যে বাজারে বেশ কয়েক কোম্পানির তৈরি সয়াবিন তেল কিনতে পাওয়া যায়। এর মধ্যে রূপচাঁদা সয়াবিন তেল বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য অনেকেই রূপচাঁদা সয়াবিন তেলের দাম কত টাকা তা খুঁজে বেড়ায়। বর্তমানে ১ লিটার রূপচাঁদা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা থেকে ১৯০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে আপনি যদি পাঁচ লিটারের এক বোতল রূপচাঁদা সয়াবিন তেল কিনতে চান তাহলে আপনাকে ৮৮০ টাকা থেকে ৯২০ টাকা খরচ করতে হবে।

বসুন্ধরা সয়াবিন তেল ৫ লিটার দাম ২০২৪

ধরতে গেলে বসুন্ধরা কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট বাজারে বেশ চলমান রয়েছে। অন্যান্য পণ্যের মতোই বসুন্ধরা সয়াবিন তেলের চাহিদা বাজারে বেশি ব্যাপক। অনেকেই ৫ লিটার করে সয়াবিন তেল ক্রয় করে থাকে। তাই তারা বসুন্ধরা সয়াবিন তেল ৫ লিটার কত টাকা তা খুঁজে বেড়াচ্ছে। বর্তমানে যেহেতু পূর্বের তুলনায় সয়াবিন তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে তাই বর্তমানে বসুন্ধরা পাঁচ সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা থেকে ৯২০ টাকা দরে বিক্রি করা হয়।

পুষ্টি সয়াবিন তেল ৫ লিটার দাম

সয়াবিন তেলের মধ্যে অন্যতম বিখ্যাত একটি কোম্পানি হচ্ছে পুষ্টি। সকল ধরনের মুদি দোকানগুলোতে পুষ্টি কোম্পানির সয়াবিন তেল কিনতে পাওয়া যায়। বর্তমানে পুষ্টি সয়াবিন তেল ৫ লিটারের দাম ৮৮০ টাকা থেকে ৯৩০ টাকা পর্যন্ত কিনতে পাওয়া যায়। তবে আপনি যাচাই-বাছাই করে কিনলে এর চাইতে কম দামে হয়তো কিনতে পারবেন।

ফ্রেশ সয়াবিন তেলের দাম কত

সকল ধরনের মুদি দোকান এবং সুপার সবগুলোতে ফ্রেশ কোম্পানির তৈরি সয়াবিন তেল কিনতে পাওয়া যায়। অন্যান্য পণ্যের পাশাপাশি ফ্রেশ কোম্পানির তেল এর অনেক চাহিদা রয়েছে। প্রতি এক লিটার ফ্রেশ এর সয়াবিন তেলের দাম ১৮০ টাকা থেকে ১৯০ টাকা এবং প্রতি ৫ লিটারের তাবিন দলের দাম ৮৭০ টাকা থেকে ৯৩০ টাকা দরে বিক্রি করা হয়।

তীর সয়াবিন তেলের দাম কত

বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি হচ্ছে তীর কোম্পানি। এই কোম্পানির তৈরি বেশ কয়েক ধরনের পণ্য বর্তমান বাজারে চলমান রয়েছে। প্রতি ১ লিটার তীর কোম্পানির সয়াবিন তেলের দাম ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। অর্থাৎ আপনি যদি পাঁচ লিটারের তেল ক্রয় করতে ইচ্ছে হয়ে থাকেন তাহলে আপনাকে ৮৭০ টাকা থেকে ৯৪০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

আজকের তেলের দাম কত ২০২৪

যেহেতু সয়াবিন তেল সয়াবিন নামে এক প্রকার উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে সুতরাং এর দাম প্রতিনিয়তই কম বেশি হয়। কাঁচামালের সংকটের কারণে পূর্বের তুলনায় সয়াবিন তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়তই বাজারে এই তেলের দাম ওঠানামা করে থাকে। এজন্য যে সকল ক্রেতারা তেল কিনতে যাবে তারা ইন্টারনেটে আজকের তেলের দাম কত টাকা খুঁজে থাকে।

ইতোমধ্যেই আমি আপনার সাথে বর্তমানে সকল ধরনের সয়াবিন তেলের দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আজকে প্রতি ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা। খোলা প্রতি ১ লিটার সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা, এবং প্রতি এক লিটার পাম তেলের দাম খোলা ১২৮ টাকা লিটার এবং বোতলজাত এক লিটার ১৪৮ টাকা ধরে বিক্রয় হচ্ছে।

খোলা সয়াবিন তেলের দাম

বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেক মধ্যবিত্ত পরিবার খোলা সয়াবিন তেল ক্রয় করে থাকে। ইন্টারনেটে অনেকেই খোলা সয়াবিন তেলের দাম কত টাকা তা খুঁজে বেড়ায়। গত জুন মাসে মে মাসের তুলনায় সকল তেলে প্রতি লিটারে কিছুটা মূল্য কমানো হয়েছিল। পূর্বে প্রতি ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা প্রতি লিটার। বর্তমানে তা লিটারে ৮ টাকা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ বর্তমানে ১ লিটার খোলা দাম ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।

সয়াবিন তেলের পাইকারি দাম

মুদি দোকান বা সুপার সবগুলোতে যে ধরনের সয়াবিন তেল বিক্রি করা হয়ে থাকে তা তারা অবশ্যই পাইকারি দামে কিনে থাকে। আমরা সকলেই জানি যে সকল ধরনের পণ্যে খুচরা দামের তুলনায় পাইকারি দাম কিছুটা কম হয়ে থাকে। অনেক ব্যবসায়ী ভাইয়েরা ইন্টারনেটে সয়াবিন তেলের পাইকারি দাম কত তা খুঁজে বেড়ায়। সাধারণত একেক জায়গায় বা এক এক ডিলারের কাছে সয়াবিন তেলের পাইকারি দাম এক এক রকম হয়ে থাকে। সুতরাং আপনি যদি সয়াবিন তেলের পাইকারি দাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডিলারের সাথে যোগাযোগ করুন।

শেষ কথা

তেল ছাড়া যেমন রান্নার কাজ করা সম্ভব নয়, ঠিক তেমনি অতিরিক্ত তেল খাওয়া শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। এজন্য সব সময় ভালো মানের সয়াবিন তেল ক্রয় করার চেষ্টা করবেন। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনার সাথে সয়াবিন তেলের দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যেই আপনি এই পোষ্টের মাধ্যমে ১ লিটার দুই লিটার এবং পাঁচ লিটার সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য কত টাকা এবং কোন কোম্পানির তেল কত টাকা দরে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

Leave a Comment