রডের দাম কত টাকা ২০২৪

নির্মাণ শিল্পের বিভিন্ন কাঁচামালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এর সাথে সাথে নির্মাণ শিল্পের অন্যতম একটি কাঁচামাল হচ্ছে রড। উন্নতমানের ঘরবাড়ি এবং সেতু নির্মাণের ক্ষেত্রে রডের কোন বিকল্প নেই। নির্মাণ মৌসুম শেষের দিকে এসেও বাংলাদেশের প্রায় সকল কোম্পানির বা ব্র্যান্ডের রডের মূল্য অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে প্রায় সকল ব্র্যান্ডের রডের দাম প্রায় 98 হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দুই তিন হাজার টাকা পর্যন্ত প্রতি টন হিসেবে বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশের শীর্ষে থাকা রডের ব্র্যান্ডগুলো আগের তুলনায় কিছু পরিমান মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু বর্তমানের তুলনায় এর আগে কখনোই এত টাকা মূল্য বৃদ্ধি হয় নাই। এসকল রড তৈরির জন্য কাঁচামালের প্রয়োজন হয়। এ সকল কাঁচামালের দাম অর্থাৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রডের দাম এতটা বৃদ্ধি পেয়েছে। যদি আপনি উন্নত মানের বাসা বাড়ি কিংবা সেতু বা ছোট পুল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উন্নত মানের রড দিয়েই তা তৈরি করতে হবে।

দোকান থেকে এ সকল রড কিনতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি চাইলে বর্তমানে রডের বাজার দর সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। তাই আপনাদের মাঝে আজকে একটি রডের দাম নিয়ে সুন্দরতম প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আজকে রডের দাম কত এবং ১ কেজি রড কত টাকায় বিক্রি হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন ব্রান্ডগুলো কত টাকা মূল্য বৃদ্ধি করেছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের রডের মূল্য কত তা আপনাদের মাঝে শেয়ার করব।

রডের দাম ২০২৪

যেহেতু আমরা সকলেই জানি যে নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে রোড একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেহেতু এটির দাম যতই হোক না কেন অবশ্যই তা ক্রয় করতে হবে। পূর্বের অংশ হতে আমরা জেনেছি যে রড তৈরির কাঁচামাল এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে অর্থাৎ কোম্পানির উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে পূর্বের তুলনায় রডের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এখন নির্মাণ সামগ্রীর মধ্যে আপনি যাই কিনতে যান না কেন অবশ্যই আপনাকে বেশ কিছুটা টাকা বেশি গুনতে হচ্ছে।

উন্নত মানের রড কিনতে গেলে আপনাকে অবশ্যই প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি গুনতে হবে। আগের বাজার দর ছিলো ৭৫ থেকে ৮০ টাকায় প্রতি কেজিতে। এখন তা বৃদ্ধি পেয়ে ৯০ টাকা হয়েছে। আগে রড উৎপাদনে যে পরিমাণ খরচ হতো তা এখন প্রায় অনেকটা বেশি হওয়াতে এর মূল্য টাও এতটা বৃদ্ধি পেয়েছে।

আজকে রডের দাম কত ২০২৪

বেশ কিছুদিন আগেও প্রতি কেজি রডের দাম ছিল ৯০ থেকে ৯২ টাকা। কিন্তু দেশের শিল্প বাজার অতিরিক্ত বাড়ার কারণে রোড উৎপাদনের খরচটা অনেকটাই বেড়েছে। এতে বাংলাদেশের অন্যতম রড কোম্পানিগুলো রডের দাম অনেকটাই বাড়িয়েছে। শিল্প কারখানাগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে শিল্পের জন্য কাঁচামালের দাম আগের থেকেও অনেকটাই বেড়েছে এবং বিদেশে পণ্য আমদানিতেও বেশ খরচ পড়ে যাচ্ছে।

গত এক বছর আগে প্রতি কেজি রডের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। অনেকেই অনলাইনে আজকের রডের দাম কত ২০২৪ এই সম্পর্কে জানতে চান। আজকে এক কেজি রডের দাম বিক্রি করা হচ্ছে, ৯০ থেকে ৯১ টাকা কেজি। তিন থেকে চার মাস আগেও এক কেজি রডের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা মাত্র। গত এক বছরে মিনিমাম ২০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রতি কেজিতে।

১ কেজি রডের দাম কত

বাংলাদেশে বেশ কয়েকটি উন্নত মানের রড কোম্পানি রয়েছে। তবে এদের প্রত্যেকটা ব্র্যান্ডের কোম্পানির রডের মূল্য আলাদা আলাদা। যে রড যত উন্নত এবং টেকসই মজবুত সে কোম্পানির রড তুলনামূলকভাবে দাম কিছুটা বেশিই। তবে সব ব্র্যান্ডের রডের মূল্য ১০ থেকে ২০ টাকা এর আশে পাশেই কমবেশি হয়ে থাকে। রডের বাজার দর হিসেবে সর্বচ্চ দামে এম এস রড বিক্রি করা হয়। এই রডের প্রতি কেজিতে দাম হয় ৯২ টাকা। এবং ১ টন রডের দাম ৯২০০০ টাকা। যা আগে ৮৬০০০ টাকায় কিনতে পাওয়া যেতো। বিএস আর এম এক কেজি রডের দাম ৮৯.৫ টাকা। সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে আর আর এম রড, যার প্রতি কেজির দাম ৮২ টাকা। এবং ১ টন রডের দাম ৮২০০০ টাকা।

A K S রডের আজকের দাম

যদি আপনি ভালো মানের রড খুলে থাকেন তাহলে আপনাকে অবশ্যই A K S রোডের খোঁজ করতে হবে। কেননা বাংলাদেশের অন্যতম সেরা এই কোম্পানির রড। আবুল খায়ের স্টিল বাংলাদেশের রড শিল্পে অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি। A K S রডের প্রতি কেজি মূল্য ৯২ টাকা, ১ সংগ্রহ এর মূল্য ৯২ হাজার টাকা। ১০০ কেজি রডের দাম ৯২০০ টাকা।

যোগাযোগের ঠিকানাঃ 
ঠিকানাঃ Navana FS Cosmo,Level11, Plot 4/B Rd 94, Dhaka 1212
মোবাইলঃ 01981-309077
ফেসবুকঃ  https://web.facebook.com/people/AKS-TMT-STEEL
ওয়েবসাইটঃ  abulkhairsteel.com

G P H রডের আজকের দাম

G P H ইস্পাত, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে খুবই পরিচিত একটি ব্র্যান্ড। GPH রড প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি করা হয়। ১০০ কেজি রডের দাম ৮৫০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তবে সময়ের ব্যবধানে দাম কিছুটা কম বেশি হতে পারে।GPH ইস্পাত রডের বর্তমান দাম প্রতি টন ৮৫০০০ থেকে ৯০০০০ টাকা।

যোগাযোগের ঠিকানাঃ 
ঠিকানাঃ Hamid Tower, 24 Gulshan C/A, Circle- 2 3rd & 11th floor Dhaka, 1212
মোবাইলঃ 02-9840177
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ https://www.gphispat.com.bd/

K S R M রডের আজকের দাম

রডের মধ্যে আরেকটি অন্যতম ব্র্যান্ড হচ্ছে KSRM ব্র্যান্ড। এই ব্রান্ডের ১ টন রডের দাম ৯১,৫০০ টাকা, কেজি রডের দাম ৯১.৫ টাকা, এবং ১০০ কেজি রডের দাম ৯১০০ টাকা।

যোগাযোগের ঠিকানাঃ  
ঠিকানাঃ  Land View Commercial Tower (5th Floor, Gulshan North Ave, Dhaka 1212
মোবাইলঃ 02-8881831
ওয়েবসাইটঃ  https://www.ksrm.com.bd/

B S R M রডের বর্তমান মূল্য কত

বাংলাদেশের রড কোম্পানির গুলোর মধ্যে সবথেকে সেরা এবং অন্যতম কোম্পানি হলো বিএসআরএম। বিএসআরএম রডের মূল্য অন্য সকল কোম্পানি থেকে একটু বেশি। কারণ এটি বড় বড় বিল্ডিং দালান এবং সেতু নির্মাণের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে থাকে, এবং এই রোডটিকে নির্ভরতার প্রতীক বলা হয় নির্মাণ অধিকার ক্ষেত্রে।

BSRM ১ কেজি রডের দাম ৫ থেকে ৭ টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। কিছুদিন আগে ১ টন BSRM রডের দাম ছিলো ৯৮,০০০ টাকা। এখন দাম বৃদ্ধি হয়ে ১ টন BSRM রডের দাম ১০২০০০ টাকা । ১ কেজি রডের দাম ১০২ টাকা। বাংলাদেশে বি এস আর এম এর বেশ কয়েকটি শাখা অফিস রয়েছে, নিচে তার ঠিকানা উল্লেখ করা হলো।

যোগাযোগের ঠিকানাঃ  
ঠিকানাঃ Ali Mansion, 1207/ 1099, Sadarghat Road, Chattogram, Bangladesh
মোবাইলঃ +88 02 3333 54901 – 10
ইমেইলঃ [email protected]
ফেসবুকঃ https://web.facebook.com/bsrmbangladesh
ওয়েবসাইটঃ https://bsrm.com/

রডের বাজার দরের তালিকা

যেহেতু বাংলাদেশে বেশ কিছু কোম্পানির রড কিনতে পাওয়া যায় সুতরাং বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কত টাকা তা অনেকেই খুঁজে বেড়ায়। আপনাদের সুবিধার্থে নিচের একটি টেবিলের মাধ্যমে বর্তমান রডের বাজার দরের তালিকাটি উপস্থাপন করা হয়েছে। আশা করি রড কিনতে যাওয়ার আগে আপনি এই টেবিল থেকে বর্তমান রডের বাজার সম্পর্কে বেস্ট গুরুত্বপূর্ণ তথ্য বা আইডিয়া সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ কথা

প্রত্যেকটা রড কোম্পানির মূল্য পরিবর্তনশীল, যে কোন সময় যেকোনো পরিস্থিতিতে সকল কোম্পানির রোড গুলোর দাম ওঠানামা করতে পারে। আজকের এ প্রতিবেদনে রডের দাম কত ২০২৪ কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যেই আপনি এই পোস্ট এর মাধ্যমে বর্তমানে ১ কেজি রডের দাম সম্পর্কে জানতে পেরেছেন। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সকল কোম্পানির রডের সঠিক মূল্যটি জানতে পেরেছেন।

শেষ কথা

উপরে বাংলাদেশের অন্যতম ব্র্যান্ডগুলোর নাম সহ রডের মূল্য তালিকা দেয়া হয়েছে, আপনারা যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন বাজার দর এবং বিভিন্ন পণ্যের মূল্য তালিকা পেয়ে থাকবেন। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোলের মাঝে শেয়ার করে কোন ব্র্যান্ডের রডের মূল্য কত টাকা তা জানার জন্য সহায়তা করবেন, এতে সকলেই সঠিক মূল্যটি জেনে সঠিক নির্মাণ কাজে ব্যবহার করতে পারবে, ধন্যবাদ।

Leave a Comment