নেবুলাইজার মেশিনের দাম কত ২০২৪

নেবুলাইজার কোন ঔষধ নয়, এটি ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। যা কৃত্রিমভাবে আপনার শ্বাস প্রশ্বাসকে চালনা করতে সহায়তা করে। এবং এর শ্বাস-প্রশ্বাস কে নেবুলাইজার মেশিন ব্যবহার করে বিভিন্ন ঔষধ রোগীকে প্রয়োগ করা হয়। তবে সাধারণত এই মেশিন গুলো ১৫০০ থেকে ১৬০০ টাকা পেয়ে যাবেন। একজন হাঁপানি রোগীর এবং শ্বাসকষ্ট জনিত ব্যক্তির জন্য এই নেবুলাইজার মেশিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশেষ করে শীতের মৌসুমে শিশুদের এবং বয়স্কদের বিভিন্ন শ্বাসকষ্টের জন্য তো সমস্যায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সাবধানতার সহীত রোগীকে সুস্থ করতে নেবুলাইজার মেশিন ব্যবহার করা অনেক বেশি প্রয়োজনীয়। অতঃপর এই মেশিন যদি ক্রয় করতে চান তাহলে আপনার জন্য নেবুলাইজার মেশিনের দাম কত বিষয়টি জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই পোস্টের মাধ্যমে নেবুলাইজার মেশিনের দাম জানানোর পাশাপাশি এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব।

নেবুলাইজার মেশিনের দাম কত

আপনি বর্তমানে তিন ধরনের নেবুলাইজার মেশিন কিনতে পারবেন এবং বাজারে পাওয়া যায়। তবে প্রত্যেকটি দাম আলাদা আলাদা, এবং কার্যকারিতার দিক দিয়েও এর দাম আলাদা নির্ধারণ করা। সে তিনটি নেবুলাইজার এর মধ্যে প্রথম হচ্ছে জেট নেবুলাইজার মেশিন। যা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এবং এই নেবুলাইজার মেশিনগুলো ১৬০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।

এরপরে রয়েছে আল্ট্রাসনিক নেবুলাইজার মেশিন। যেখানে উচ্চ শব্দশক্তি বা আলট্রা সাউন্ড ব্যবহার করে তরল মেডিসিনকে শ্বসনালিতে পাঠানো হয়। আর এজন্যই এই আল্ট্রাসনিক নেবুলাইজার মেশিন কে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে মেশ নেবুলাইজার মেশিন। এই মেশিন দিয়ে ওষুধকে বায়ু এবং অক্সিজেনের তরল করে শ্বাসে পাঠানো হয়। তবে সব নেবুলাইজার মেশিনগুলোর দাম ৫ থেকে ১০ হাজার টাকা হয়।

জেট নেবুলাইজার মেশিনের দাম কত

সাধারণত প্রত্যেক ব্যক্তির বা বাসা বাড়িতে ব্যবহারের জন্য নেবুলাইজার ব্যবহার করা হয় সে নেবুলাইজার কে জেট নেবুলাইজার বলা হয়। যে তিনি দাম ১৭০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। অতঃপর বাসা বাড়ির জন্য সব সময় প্রয়োজনীয় Handheld mesh nebulizer ক্রয় করতে পারেন।

তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দ্বারা এই নেবুলাইজার গুলো তৈরি হয়ে থাকে এবং তা বাজারজাত করা হয়। এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে এসব পণ্যগুলো আমদানি করা হয়। সর্বনিম্ন ১৭০০ টাকা থেকে শুরু করে আপনি প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে একটি নেবুলাইজার মেশিন ক্রয় করতে পারবেন।

সেরা মানের নেবুলাইজার মেশিন

যেসব নেবুলাইজার মেশিন গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। সেসব মেশিনগুলো সেরা তালিকায় নিচে উল্লেখ করা হয়েছে। অল্প দাম থেকে শুরু করে অনেক বেশি দামের এই নেবুলাইজার মেশিন রয়েছে। তাই নির্দিষ্ট বাজেট অনুযায়ী আপনি যে কোন ক্যাটাগরির এবং যে কোন ধরনের নেবুলাইজার মেশিন ক্রয় করতে পারবেন। অর্থাৎ কোন নেবুলাইজার মেশিন ক্রয় করবেন সেটা আপনার বাজেটের উপর নির্ভর করছে। নিচে সেরা মানের নেবুলাইজার মেশিন গুলোর তালিকা দেখে নিন।

  • প্রডিজি গোল্ড নেবুলাইজার মেশিন এর দাম ৩২০০ টাকা মাত্র। 
  • Philips Respironics Nebulizer Compressor System এর দাম ৪,৫০০ টাকা মাত্র।
  • রিচার্জেবল পকেট নেবুলাইজার মেশিন এর দাম ৩৭০০ টাকা মাত্র।
  • Elite Aero Family Active Noise Reduction Nebulizer Machine  এর দাম ৳ ৫,২০০
  • NTI Automic Nebulizer Machine এর দাম ১,৫৯৯ টাকা মাত্র।
  • Omran NE-C28P Best Kids Nebulizer Compressor Machine এর দাম ৮,০০০ টাকা মাত্র।

একটি নেবুলাইজার মেশিনের দাম কত?

যদি অনলাইন থেকে একটি নেবুলাইজার কিনতে চান তবে সর্বনিম্ন ১৬০০ টাকা দিয়ে একটি নেবুলাইজার কিনতে পারবেন। এছাড়া দারাজে লক্ষ্য করলে দেখবেন এই Nulife Plus Compressor Nebulizer মেশিনটির দাম ১৭৪০ টাকা।

এছাড়াও একটি নেবুলাইজার মেশিনের দাম সাধারণত ভালো মানের  গুলো ১০ থেকে ১৫ হাজার টাকা হয়। আর যদি আপনার কাছে নেবুলাইজার ক্রয় করার জন্য বাজেট বেশি হয়ে থাকে তাহলে omran এর অসাধারণ নেবুলাইজার মেশিনটি কিনতে পারেন। এর মূল্য ৬ হাজার থেকে ৭ হাজার টাকা।

সেরা ৫ টি নেবুলাইজার দাম

হাঁপানিজনিত সমস্যা, শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং যাদের এজমা রয়েছে তাদের জন্য নেবুলাইজার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মেশিন। এ সকল রোগীদের ভালো মানের নেবুলাইজার দিয়ে বিভিন্ন ঔষধ প্রদান করা হয় বা প্রয়োগ করা হয়। অতএব নিচে সেরা পাঁচটি নেবুলাইজারের মডেল সহ দাম উল্লেখ করা হলো।

  • অ্যারো ফ্যামিলি এই নেবুলাইজার মেশিন এর দাম ৫৫০০ টাকা মাত্র।
  • ওমরন এই নেবুলাইজার মেশিন এর দাম ৪৫০০ টাকা মাত্র।
  • মেডিটেক এই নেবুলাইজার মেশিন এর দাম ২২৫০ টাকা মাত্র।
  • ইবিএল মিনি কেয়ার এই নেবুলাইজার মেশিন এর দাম ২৭০০ টাকা মাত্র।
  • লিভেন এই নেবুলাইজার মেশিন এর দাম ২২০০ টাকা মাত্র।

কোন নেবুলাইজার ভালো

২০১৮ সালের দিক দিয়ে DuLife Plus নেবুলাইজার মেশিন টা সাধারণ মানুষ ব্যবহার করত। এবং এটি অনেক ভালো ছিল। এবং দাম ও তুলনামূলকভাবে একটু কম ছিল। এছাড়া নেবুলাইজার ভালোর মধ্যে রয়েছে সুপার কেয়ার নেবুলাইজার। লাইফ কেয়ার এই নেবুলাইজার অনেকটা ভালো।

এছাড়া আপনি যদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন, তাহলে এমন সব নেবুলাইজার মেশিন কিনুন যা আপনার ভ্রমণের সঙ্গী হতে পারে। এজন্য স্প্রিং কম্প্রেসার নেবুলাইজার গুলো সিসি এবং বয়স্কদের জন্য ভালো উপকার করে থাকে। অর্থাৎ এই ক্যাটাগরির নেবুলাইজার গুলো সব থেকে ভালো হতে পারে।

নেবুলাইজার কি কাশির জন্য ভালো

এই নেবুলাইজার আপনাকে সহজে শ্বাস নিতে সাহায্য করে। বিভিন্ন রোগ কাশি, থুতনি এবং বুকের আঁটসাঁটতা হ্রাস করে। তবে এ নেবুলাইজার ব্যবহারে আপনার শ্লেষমা জেলের প্রদাহকে শান্ত করে। এবং এই নেবুলাইজার আপনাকে সহজে শ্বাস নিতে সহায়তা করে।

নেবুলাইজার কি বাচ্চাদের জন্য ক্ষতিকর

শ্বাসকষ্ট জনিত সমস্যা বা হাঁপানি শিশুদের এবং বয়স্কদের সবথেকে বেশি হয়ে থাকে। বিশেষ করে প্রত্যেকটিতে প্রায় ৮০% লোকেদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়। বিশেষ করে শিশুদের জন্য যে এই রোগ গুলো অনেক কষ্টদায়ক।

তবে এক্ষেত্রে শ্বাসকষ্টজনিত রোগে ইনহেলার এবং নেবুলাইজারের মাধ্যমে ওষুধ ব্যবহার সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসা। তবে সাধারণত এটি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে শিশুদের জন্য ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে এই নেবুলাইজার ব্যবহার করা হয়। অর্থাৎ এটি ক্ষতিকর নয়। তবে ইনহেলার শেষে বাচ্চার মুখ পানি দিয়ে পরিষ্কার করে দিন।

বাংলাদেশে নেবুলাইজার মেশিন কোথায় পাওয়া যায় ?

বাংলাদেশের অধিকাংশ সার্জিক্যাল স্টোর এবং ফার্মেসির দোকানগুলোতে পাওয়া যায়। তবে আপনার এলাকার এসব দোকানে যদি না পেয়ে থাকেন তাহলে আপনার উপজেলার কোন সার্জিক্যাল ফার্মেসির দোকানে অনুসন্ধান করুন।

আর যদি সেখানে না পেয়ে থাকেন তাহলে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে  এই নেবুলাইজার সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম  দারাজ থেকে আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

আশা করি এই পোস্ট থেকে আপনাদের অনুসন্ধান করার তথ্যটি জানতে পেরেছেন। অতঃপর  নেবুলাইজার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পরামর্শ নিয়ে ব্যবহার করুন। অতঃপর নেবুলাইজার মেশিনের দাম কত বিষয়টি যদি বিস্তারিত জানতে পারেন এখান থেকে। তাহলে আপনার আশেপাশেও বেক্তিদের কে জানার সুযোগ করে দিন এই পোস্ট শেয়ার করে। ধন্যবাদ

Leave a Comment