ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪

আধুনিকতার যুগে সব থেকে অত্যাধুনিক ইলেকট্রনিক একটি যন্ত্র হচ্ছে ড্রোন ক্যামেরা। এ ড্রোন ক্যামেরা নিয়ে অনেকের আগ্রহ। এই ছোট ইলেকট্রনিক যন্ত্রটি ফটোগ্রাফার, ভ্রমণকারী, ভিডিও শ্যুটার, ডকুমেন্টারি তৈরিতে অনেক সাহায্য করে। তবে আপনি বাজারে আমি খেলনা ড্রোন থেকে শুরু করে প্রফেশনাল ড্রোন ক্যামেরা পেয়ে যাবেন। যেগুলো দ্বারা ভিডিও শুট,ফটোগ্রাফার ইত্যাদি সম্পন্ন করা হয়। এখন আপনি যদি ড্রোন কিনতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই ড্রোন ক্যামেরা দাম কত জেনে নিতে হবে।

অতঃপর আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছেই এই ড্রোন ক্যামেরার সঠিক মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। তাই যারা অনলাইনে এসে ড্রোন ক্যামেরার সঠিক মূল্য সমূহ জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট থেকেই জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন ছোট বাচ্চাদের খেলার ড্রোন ক্যামেরা গুলো কত টাকায় বিক্রি করা হয়।

এমনকি যেকোনো ধরনের মুভি,সিনেমা ও হাই রেজুলেশন ভিডিও শুটিং করার জন্য যে ড্রোন ক্যামেরা রয়েছে। সেই ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪ এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া শেষে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে বাংলাদেশের কোথায় ড্রোন ক্যামেরা গুলো পাওয়া যায়। অতএব সম্পূর্ণ পোস্ট বিস্তারিত একবার পড়ে নিন।

ড্রোন ক্যামেরা দাম কত

এই ড্রন হচ্ছে মনুষ্যবিহীন সাধারণ একটি ক্যামেরা দিয়ে সজ্জিত করা ছোট্ট একটি ইলেকট্রনিক যন্ত্র। এই ইলেকট্রনিক যন্ত্র কে ছোট্ট একটি রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। অতঃপর আকাশে উড়িয়ে তার ভিডিও শুট,ফটোগ্রাফার ইত্যাদি কার্যসম্পন্ন করা হয়।

এখন আপনাকে যদি বলি ছোটদের ড্রোন ক্যামেরার দাম সম্পর্কে তাহলে বলব আপনি সর্বনিম্ন ১৫০০ টাকায় একটি ছোট বাচ্চাদের জন্য ড্রোন ক্যামেরা কিনতে পারবেন। আর যদি বলি প্রফেশনাল ভিডিও সুট করার ড্রোন ক্যামেরা।

তাহলে এ সকল ড্রোন ক্যামেরার মূল্য হবে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ২৫ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত। তাই ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪ বিস্তারিত আপনাদের সামনে আজকের আলোচনায় উল্লেখ করা হয়েছে। তাই সকল ক্যামেরার সঠিক মূল্য জানতে একটু নিচে প্রবেশ করুন। 

ড্রোনের দাম বাংলাদেশে কত

জানা গিয়েছে বাংলাদেশের ড্রোন নিষিদ্ধ। তাই চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের ড্রোনের মূল্য অনেকটা বেড়ে গিয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রায় মানুষেরই ড্রোন ক্যামেরা নিয়ে অনেক আগ্রহ। যারা খেলা হিসেবে একজন ক্যামেরা কিনতে চান তারা সর্বনিম্ন ভালো মানের একটি ড্রোন ক্যামেরা ৪০০০ টাকা এমনকি ৭ হাজার টাকা ক্রয় করতে পারবেন।

আর যারা একদম প্রফেশনাল, অর্থাৎ প্রফেশনাল ভিডিও তৈরি, ফটোগ্রাফার, একজন ব্লগার তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের একটি ড্রোন ক্যামেরা ক্রয় করতে হবে। তবে বাংলাদেশে এসে সকল ড্রোন ক্যামেরা দাম কত অনেক বেশি। এ ড্রোন ক্যামেরা গুলোর দাম ২৫ হাজার, ৫০ হাজার, এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে ১ লক্ষ টাকারও বেশি এই ড্রোন ক্যামেরা পাওয়া যায়।

কম দামে ক্যামেরা ড্রোন

ক্যামেরা সহ ড্রোন কিনবেন অথচ এর ব্যবহার বিধি পূর্বেই জেনে রাখবেন না তা কি করে হয়। অনেকে বিভিন্ন প্রফেশনাল কাজ করার জন্য গ্রহণ কিনে থাকেন। আবার অনেকে টয় অর্থাৎ খেলা করার জন্য কম দামের ড্রোন ক্রয় করে থাকে। এখানে শুধুমাত্র আপনাদেরকে জানাবো কয়েকটি ভালো মানের কম দামের ড্রোন ক্যামেরা।

যেগুলো একজন বাচ্চার খেলার জন্য তৈরি করা হয়ে থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি এ সকল কম দামের খেলনা ড্রোন ক্যামেরা গুলোর মূল্য সর্বনিম্ন ২৫০০ টাকা থেকে শুরু হয়। আর সর্বোচ্চ ১৫০০০ টাকা হয়ে থাকে এই খেলনা ড্রোন গুলোর মূল্য। নিচে কয়েকটি মডেলের খেলনা ড্রোন ক্যামেরা দাম কত মূল্য তালিকা উল্লেখ করা হলো।

XIAO KEKE R16 Mini ড্রোন ক্যামেরা দাম 

এই ক্যামেরা বর্তমান মূল্য ৫৬০০ টাকা। এর সাথে রয়েছে 4k একটি ক্যামেরা। এ ড্রোন ক্যামেরার মডেল হচ্ছে R16 Mini । এই ড্রোন ক্যামেরার যে ব্যাটারি রয়েছে সেটি ৭০ মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। এবং এ ড্রোন ক্যামেরা নিয়ন্ত্রণ ১০০ মিটারের মধ্যে হয়।

HURC R16 Mini Toy ড্রোন ক্যামেরা দাম

এ ড্রোন ক্যামেরা দাম ৬০০০ টাকা। এটি অনেক ভালো চার্জার নিয়ে ৭০ মিনিটেই ফুল চার্জ হয়। ড্রোন ক্যামেরা নিয়ন্ত্রণ হার প্রায় ৮০-১০০ মিটারের মধ্যে। ছোটদের জন্য অনেক ভালো একটি খেলনা ড্রোন।

মিনি ড্রোন ক্যামেরার দাম কত

ছোট ড্রোন ক্যামেরা গুলো আপনি বাজারে অনেক পেয়ে যাবেন।  তবে এই ছোট ড্রোন ক্যামেরা গুলো স্বাভাবিকভাবে আপনার কাছে দোকানদার দাম চাইবেন ৫০০০,৬ হাজার এমনকি ১০০০০ টাকা। তবে অবশ্যই এই ক্যামেরা গুলো আপনাকে ভালোভাবে দেখে ক্রয় করে আনতে হবে। অনলাইন শপ তাকে কখনো এগুলো অর্ডার করবেন না। অর্থাৎ মিনি ড্রোন ক্যামেরা গুলো ৫-১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

ছোট বাচ্চাদের খেলনা ড্রোন ক্যামেরা দাম কত

নিচে কয়েকটি একটু ভালো মানের বাচ্চাদের খেলনা ড্রোন ক্যামেরার মডেল উল্লেখ করেছি। পাশাপাশি এই মডেলের ড্রোন ক্যামেরা গুলোর দাম কত টাকা তা বিস্তারিত এখানে উল্লেখ করেছি। যারা ছোট বাচ্চাদের জন্য ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন।

বাজেট একটু নিম্নমানের হলেও ভালো ড্রোন ক্যামেরা ক্রয় করতে পারবেন। বাচ্চাদের জন্য সর্বনিম্ন ৪০০০ টাকায় আর সর্বোচ্চ প্রায় ১০ হাজার টাকায় ভালো ড্রোন পেয়ে যাবেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি কম দামের ছোট বাচ্চাদের খেলনা ড্রোন উল্লেখ করা হলো।

998 Micro Foldable Wide Angle HD Drone:

এই মডেলের ড্রোন লিখে অনলাইন সার্চ করলে আপনি এই ড্রোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এ ড্রোনের মূল্য ৪২৯০ টাকা। এটি সর্বোচ্চ ১০ থেকে ১২ মিনিট আকাশে উড়তে পারে। এবং ফুল চার্জ নিতে সময় লাগে ৬০ থেকে ৭০ মিনিট। এই ড্রোনের টপ স্পিড হচ্ছে 3 Level Flight Speed । ১০০ মিটারের মধ্যে  নিয়ন্ত্রণ করা যায়।

998 Pro 4K Dual Camera Drone

এই ড্রোন ক্যামেরা দাম ৬৯৬০ টাকা। এ ড্রোন ক্যামেরা ১৫-২০ মিনিট আকাশে উড়তে হতে পারে। এবং ৬০ থেকে ৭০ মিনিটের মধ্যে ফুল চার্জ। ৩০০ মিটারের মধ্যে নিয়ন্ত্রণ করা যায়।

God of War CD1804 V.2 HD Camera WIFI FPV Drone

কম দামের মধ্যে এই মডেলের ক্যামেরা অনেক ভালো।  এর অনলাইন প্রাইস হচ্ছে ৫৩৫০ টাকা। এটি আকাশে মোটামুটি ১৭ থেকে ২০ মিনিট হতে পারে।  এবং চার্জ হতে সময় লাগে প্রায় ১০০ মিনিটের উপরে। এবং এর ব্যাটারি ক্যাপাসিটি 3.7V 1200mAh Lithium Battery।

Vivo ড্রোন ক্যামেরার দাম কত

এই ভিভো ড্রোন ক্যামেরা এখনো বাংলাদেশে এভেলেবল না। তবে এই ভিভো ড্রোন ক্যামেরা দাম বাংলাদেশ প্রায় ১ লক্ষ টাকার উপরে। তবে বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই বিবেক ড্রোন ক্যামেরার দাম প্রায় $1170 ডলার।

প্রফেশনাল ক্যামেরা ড্রোনের দাম কত

যারা প্রফেশনাল ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের বাজেট একটু বেশি হবে। সাথে আরও একটি ব্যাকআপ হিসেবে ব্যাটারি আলাদা  ক্রয় করে নিতে হবে। তাই সকল ড্রোন ক্রয় করার পূর্বে অবশ্যই আপনার বাজেট মোটামুটি ঠিক করে রাখতে হবে।

প্রফেশনাল ক্যামেরা ড্রোন বলতে ভিডিওটি সিনেমা নাটক ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এ সকল ক্যামেরা ড্রোন এর দাম সর্বনিম্ন ৩০ হাজার থেকে প্রায় লক্ষাধিক টাকা হয়ে থাকে। নিচে কয়েকটি  এপ্রোভেশনাল ড্রোন ক্যামেরার মডেল সহ এর দাম উল্লেখ করা হলো।

  • DJI Mini 2 Standard এর দাম ৫০ হাজার টাকা।
  • DJI Mavic Mini Standard এর দাম ৪৯ হাজার টাকা।
  • Xiaomi Fimi X8 SE 4K Drone এই ক্যামেরা দাম ৫১ হাজার ৫০০ টাকা।
  • DJI FPV Combo First-Person 4K এই ক্যামেরার দাম ১ লক্ষ ৪৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

বাংলাদেশের কোথায় ড্রোন পাওয়া যায়

আর যারা বাংলাদেশের ড্রোন ক্যামেরা কিনবেন এবং কোথায় কিনবেন জানতে চাচ্ছেন তাদের জন্য কিছু জায়গার নাম এবং অনলাইন প্লাটফর্ম উল্লেখ করা হলো। কতগুলো জায়গার নাম হচ্ছে মাল্টিপ্লান, ঢাকার স্টেডিয়াম মার্কেট,সোনারগাঁও রোডে ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি ও আইডিবি ভবনে পেশাদার ড্রোন কিনতে পাওয়া যায়। এছাড়া  অনলাইন মার্কেটপ্লেস থেকে ড্রোন কেনা যায়। সেই অনলাইন মার্কেটপ্লেস গুলো হচ্ছে

  • Nextgear
  • Startech
  • Bdstall.com
  • Drone Bangladesh

শেষ কথা

আজকের আলোচনায়  বাংলাদেশের বিভিন্ন ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪ উল্লেখ করেছি। ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন ড্রোনের দাম সম্পর্কে জানতে পেরেছেন। আর উপরিউক্ত সঠিক এবং নির্ভুল দামগুলো আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে। যদি এই পোস্ট করে আপনারা উপকৃত হয়ে থাকেন  তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment