দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত ২০২৪

প্রতিনিয়ত অনেক মানুষ দুবাই থেকে স্বর্ণ কিনে ব্যবসা করে থাকে। কারণ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে দুবাইয়ে স্বর্ণের দাম কম পাওয়া যায়। দুবাই তারা নিজস্ব কারখানায় স্বর্ণ উৎপাদন করে থাকে। সবাই স্বর্ণ কেনার আগে বর্তমান মূল্য জানার চেষ্টা করে। কারণ কত কিছুদিন আগে স্বর্ণের দাম নতুন করে আবার বৃদ্ধি হয়েছে।

দুবাই থেকে আপনি কয়েকটি ক্যারেটের স্বর্ণ সংগ্রহ করতে পারবেন। ১৮ ক্যারেট থেকে শুরু করে ২২ ক্যারেট স্বর্ণ পাওয়া যায়। বাংলাদেশের থেকে অনেক কম দামে দুবাই থেকে স্বর্ণ ক্রয় করতে পারবেন। এই কারণে অনেকেই দুবাই থেকে স্বর্ণ কিনতে চাচ্ছেন। কিন্তু বর্তমান মূল্য জানেন না। দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত জানতে চাইলে আমাদের সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত

বিশেষ করে স্বর্ণ সবাইরে হিসাব করেই কিনে থাকে। স্বর্ণ অতি মূল্যবান ধাতু। মেয়েরা শখ করে এখন স্বর্ণের বিভিন্ন অলংকার তৈরি করে থাকে। এবং বিয়ের অনুষ্ঠানে অথবা জন্মদিনের অনুষ্ঠানে স্বর্ণের অলংকার তৈরি করার প্রয়োজন পড়ে। দুবাই থেকে স্বর্ণ কম দামে পাওয়া যায়। স্বর্ণের মধ্যে সবচেয়ে অলংকার তৈরির জন্য হলো ২২ ক্যারেট স্বর্ণ অনেক উপযোগী। আমাদের সুবিধার্থে বিভিন্ন ক্যারেটের দুবাইয়ের 1 ভরি স্বর্ণের দাম উল্লেখ করেছি।

  • দুবাই 1 ভরি ২৪ ক্যারেট স্বর্ণের দাম ২৯১৮.৯১ AED. বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে ৮৭,২২৬ টাকা। 
  • দুবাই 1 ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২৭০৩.১৩ AED. বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে ৮০,৭৭৮ টাকা। 
  • দুবাই 1 ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২২৪২.৪০ AED. বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে ৬৭,০১০ টাকা।

২২ ক্যারেট গোল্ড রেট দুবাই

সবাই অলংকার তৈরির জন্য ২২ ক্যারেট স্বর্ণ কিনে থাকে। কারণ ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করলে অনেকদিন টেকসই হয়। এবং অন্যান্য ক্যারেটের তুলনায় 22 ক্যারেট স্বর্ণের মধ্যে শতভাগ খাঁটি সোনা থাকে। দুবাই থেকে ২২ ক্যারেট স্বর্ণ কিনতে চাইলে অনেক কম খরচ হবে। বাংলাদেশের প্রায় সকল স্বর্ণের ব্যবসায়ীরা থেকে স্বর্ণ কেনার আগে আপডেট মূল্য জানার চেষ্টা করেন। প্রতিনিয়ত স্বর্ণের দাম আপডেট হওয়ার কারণে আজকের মূল্য জানা থাকে না। আজকের গোল্ড রেট অনুযায়ী

  • ২২ ক্যারেট 1 আনা দুবাই গোল্ড রেট ১৬৮.৯৪ AED. বাংলাদেশের টাকায় হবে ৫,০৪৮ টাকা।
  • ২২ ক্যারেট 1 গ্রাম দুবাই গোল্ড রেট ২৩১.৭৫ AED. বাংলাদেশের টাকায় হবে ৬,৯২৫ টাকা। 
  • ২২ ক্যারেট 1 ভরি দুবাই গোল্ড রেট ২৭০৩.১৩ AED. বাংলাদেশের টাকায় হবে ৮০,৭৭৮ টাকা।

আজকের সোনার দাম কত দুবাই

যারা দুবাইয়ে বসবাস করেন তারা স্বর্ণ কেনার আগে আজকের দান সম্পর্কে জানার চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা দেশে এই স্বর্ণের দাম উঠা নামা করে। দুবাই থেকে স্বর্ণ গেলে অনেক কম দামে কেনা যায়। দুবাইয়ের সবসময় মুদ্রাকে দিরহাম বলে থাকে। আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে ব্যবসায়ের ক্ষেত্রে অথবা অলংকার তৈরির জন্য দুবাই থেকে স্বর্ণ কিনতে চাচ্ছেন।

আমরা আপনাদের সুবিধার্থে আজকের দুবাইয়ের স্বর্ণের দাম উল্লেখ করেছি। আপনি আমাদের দেওয়া দেরহাম দেখেই স্বর্ণ কিনতে পারবেন। সর্বশেষ দাম অনুযায়ী দুবাই এক ভরির স্বর্ণের দাম ২২৪২.৪০ AED. থেকে শুরু করে সর্বোচ্চ ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়ে থাকে ২৯১৮.৯১ AED.

1 গ্রাম সোনার দাম কত দুবাই

দুবাইয়ের স্বর্ণ সবসময়ই গ্রাম হিসাব করে বেশি কেনাবেচা করে থাকে। আপনারা যারা এক গ্রাম দুবাই থেকে স্বর্ণ কিনতে চাচ্ছেন কিন্তু বর্তমান মূল্য জানেন না। অনেকেই স্বর্ণ কিনতে গিয়ে প্রতারিত হতে হয়। কারণ কিছু ব্যবসায়ীরা আছে তারা স্বর্ণের দাম বেশি নিয়ে থাকে। দুবাইয়ে বিভিন্ন ক্যারেটের স্বর্ণ পাওয়া যায়। আজকে আমরা দুবাইয়ের সর্বশেষ সোনার দাম অনুযায়ী সবগুলো ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম উল্লেখ করেছি। 

  • ২৪ ক্যারেট দুবাই 1 গ্রাম গোল্ডের দাম ২৫০.২৫ AED.
  • ২২ ক্যারেট দুবাই 1 গ্রাম গোল্ডের দাম ২৩১.৭৫ AED.
  • ১৮ ক্যারেট দুবাই 1 গ্রাম গোল্ডের দাম ১৯২.২৫ AED.

শেষ কথা

অনেকেই দুবাই থেকে স্বর্ণ কেনার আগে আজকের সোনার রেট জানার চেষ্টা করেন।  অনেক সময় অনলাইনে মাধ্যমে সঠিক আপডেট খবর পাওয়া যায় না। ইতিমধ্যেই আমরা এই পোষ্টের মাধ্যমে দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে দুবাইয়ের বিভিন্ন ক্যারেটের সোনার দাম জানতে পেরেছেন এবং আপনার ভালো লেগেছে। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করে রাখুন। ধন্যবাদ

Leave a Comment