আজকের হলমার্ক সোনার দাম ২০২৪

যারা নির্ভুল এবং প্রমাণস্বরূপ বিশুদ্ধ খাঁটি সোনাক্রয় করে বিভিন্ন অলংকার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের হলমার্ক সোনার দাম কত বিস্তারিত আলোচনা করেছি। কেননা আজকের এই আর্টিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক হলমার্ক সোনার দাম এখানে উল্লেখ করেছি। এই সোনা অতি মূল্যবান একটি ধাতু তাই বিশ্বের যে কোন জায়গায় অলংকার তৈরি করতে সোনার ব্যবহার সব থেকে বেশি।

বিশেষ করে বাংলাদেশের মেয়েরা সোনা দিয়ে অলংকার তৈরি করতে অনেক বেশি পছন্দ করে থাকে। তো সোনা প্রথমত ক্রয় করার ক্ষেত্রে একটি জিনিস নতুনদের অবশ্যই লক্ষ্য করতে হয়। সেই জিনিসটি হচ্ছে আপনার ক্রয়-কৃত সোনা হলমার্ক করা কিনা অর্থাৎ বি আই এস কর্তৃক একটি চিহ্ন দেওয়া আছে কিনা।

হলমার্ক দ্বারা বুঝায় আপনার সোনা কতটুকু পরিমাণ বিশুদ্ধতা এবং আসল স্বর্ণ কিনা তা চিনতে সাহায্য করে। অবশ্যই প্রত্যেক ব্যক্তির উচিত হলমার্ক করা সোনা ক্রয় করা। কেউ নিশ্চয়ই চাইবে না তার ক্রয় কৃত সোনায়  ভেজাল মিশ্রিত থাকুক বা অন্য কোন ধাতু নিশ্চিত থাকুক। তাই আপনি সোনা ক্রয় করছেন অথচ জানবেন না আপনার সোনা কতটুকু বিশুদ্ধতা এবং কতটুকু খাঁটি। তাই যারা সোনা বা স্বর্ণ কিনতে আগ্রহী তারা অবশ্যই এই আর্টিকেল থেকে আজকের হলমার্ক সোনার দাম বিস্তারিত জেনে নিবেন।

আজকের হলমার্ক সোনার দাম

বাংলাদেশ সহ পুরো বিশ্বের সব জায়গায় অসাধু ব্যবসায়ী রয়েছে। যারা ক্রেতাদেরকে সবসময়ই ঠকিয়ে থাকেন। ক্রেতা সোনা ক্রয় করছেন অথচ বুঝতে পারছেন না ঘাঁটি সোনার ভিতরে অন্যান্য ধাতু মিশ্রিত করছে অথবা নকল সোনা বিক্রি করছে। তবে কেউ যদি হলমার্ক শোনাক্রয় করে তাহলে শতভাগ সে শোনার বিশুদ্ধতা নিশ্চিত হতে পারবে। তাই যখনই সোনা ক্রয় করবেন অবশ্যই হলমার্ক করা সোনা ক্রয় করবেন। যাতে আপনার সোনার দাম এবং সোনার খাঁটি বিশুদ্ধতা নিশ্চিত হতে পারেন।

আর এই সোনা ক্রয় করার জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের হলমার্ক সোনার দাম সঠিক এবং আপডেট জানার জন্য অনেক ক্রেতা অনলাইনে এসে বিশেষভাবে অনুসন্ধান করে থাকে। তাই আপনাদের জন্য আজকের এই আর্টিকেলে হল মার্ক করা সোনার দাম উল্লেখ করেছি। অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক যে রেট আপডেট করেছে সে রেট নির্ভুলভাবে এখানে উল্লেখ করেছি। তাই সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।

স্বর্ণের হলমার্ক কি

আপনাদের কি সহজ ভাবে বোঝাতে গেলে হলমার্ক হচ্ছে আপনার সোনা বা গয়নাতে কতটুকু পরিমাণ খাঁটি সোনা রয়েছে সেটার প্রমাণ। আর এই মানদন্ড বা এর উপযুক্ত কর্তৃপক্ষ হচ্ছে ভারতের একমাত্র সরকারি সংস্থা বিআইএস (BIS) অর্থাৎ “ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড”। শুধুমাত্র বাংলাদেশে ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনা দিয়ে সবথেকে বেশি অলংকার তৈরি করা হয়।

আর ভারতে ব্যবহৃত সকল সোনাতে হলমার্ক বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশে ব্যবহৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক ছিল না। কিন্তু গত বছরে বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক সোনার অলংকার ক্রয়-বিক্রয়ে হলমার্কের পাশাপাশি ক্যাশ মেমো বাধ্যতামূলক করেছে।

আর এই হলমার্কিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি স্বীকৃত স্বর্ণ মূল্যায়নকারী সংস্থা দ্বারা সোনার বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। আর ভারত সরকার এই প্রকল্প পরিচালনার জন্য সংস্থা হিসাবে (বিআইএস)-কে নির্ধারিত করেছে। আপনি যখনই হলমার্ক সোনা ক্রয় করতে যাবেন তখন (বিআইএস) এর আইনসংগত লোগো থাকবে।

আরও দেখুনঃ 22 ক্যারেট সোনার দাম কত টাকা

আজ হলমার্ক সোনার দাম কত

জেনে নিন আজকের হলমার্ক সোনার দাম  কত। বাংলাদেশের সর্বশেষ ১০০% সঠিক সোনার মূল্য তালিকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রকাশ করে থাকে। তো বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক বা বাজুস কর্তৃক হলমার্ক করা সোনার আপডেট দাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সে হিসেবে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ৯৭ হাজার ৪৪ টাকা। তবে এই দাম কিছুদিন পূর্বেও ১ লক্ষ ১ হাজার টাকা ছিল। এবং ২১ ক্যারেট হলমার্ক সোনার দাম ৯২ হাজার ৫৮০ টাকা। এবং ১৮ ক্যারেট হলমার্ক এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৪০৪ টাকা।

  • ২২ ক্যারেট হলমার্ক ১ ভরি সোনার দাম : ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা।
  • ২১ ক্যারেট ১ ভরি হলমার্ক সোনার দাম : ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা।
  • ১৮ ক্যারেট ১ ভরি হলমার্ক সোনার দাম : ৮৭ হাজার ১৩ টাকা।

১ ভরি হলমার্ক সোনার দাম কত

উল্লেখিত ২০২৪ এর বাজুস কর্তৃক নির্ধারিত ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ এটি হলমার্ক করা সোনার দাম। বর্তমানে যে কোন দোকানে গিয়ে এই সোনার রেট দেখিয়ে আপনি স্বর্ণ ক্রয়করতে পারবেন। কিন্তু বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম উল্লেখ করেছে ৯১২০ টাকা।

আবার ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা বৃদ্ধি পেয়ে হলমার্ক সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ পেয়েছে। অর্থাৎ হলমার্ক করা ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা। এবং প্রতি গ্রাম হলমার্ক করা ২১ ক্যারেট সোনার মূল্য ৮৭০৫ টাকা।

এবং হলমার্ক করা ১৮ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ৮৭ হাজার ১৩ টাকা। এবং বাজুস কর্তৃক ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার মূল্য ৭৪৬০ টাকা। এ সোনার রেট একদম নিখুত এবং আপডেট। তাই যারা নতুন সোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশই সোনার বিশুদ্ধতা যাচাই ক্ষেত্রে হলমার্ক করা স্বর্ণ ক্রয় করুন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত

বাংলাদেশে অলংকার তৈরির জন্য মেয়েরা সব থেকে ২২ ক্যারেট স্বর্ণ বেশি ব্যবহার করতে পছন্দ করেন। তবে এই ২২ ক্যারেট স্বর্ণের দাম অন্যান্য ক্যারেটের থেকে অনেক বেশি। এ ২২ ক্যারেট স্বর্ণে ৯১ দশমিক ৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। আর বাকি প্রায় নয় শতাংশ অন্যান্য ধাতু মিশ্রিত। অতঃপর নিচে ২২ ক্যারেট হলমার্ক করা সোনার বিস্তারিত মূল্যে করেছি।

  • ২২ ক্যারেট ১ ভরি হলমার্ক সোনার দাম : ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা।
  • ২২ ক্যারেট ১ আনা হলমার্ক সোনার দাম : ৬৬৪৮ টাকা
  • ২২ ক্যারেট চার আনা হলমার্ক সোনার দাম : ২৬৫৯৪ টাকা
  • ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম : ৯১২০ টাকা

২১ ক্যারেট হলমার্ক সোনার দাম

সোনা সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। পূর্বে যেমন এই সোনাকে বিভিন্নভাবে অলংকার তৈরি সহ বিভিন্ন মুদ্রার প্রচলন ছিল। তবে বর্তমানে মুদ্রা প্রচলন না থাকলে অলংকার তৈরীর ব্যাপক চাহিদা রয়েছে। অলংকার তৈরি করার ক্ষেত্রে 21 ক্যারেট স্বর্ণ অনেক বেশি উপযোগী। এই ২১ ক্যারেট স্বর্ণের মধ্যে ৮৭ দশমিক ৫ বিশুদ্ধ সোনার পাওয়া যায়। অতঃপর নিচে বাংলাদেশ জুয়েলারি সমিতি অ্যাসোসিয়েশন কর্তৃক হলমার্ক করা ২১ ক্যারেট সোনার মূল্য তালিকা নিচে উল্লেখ করা হলো।

  • ২১ ক্যারেট ১ ভরি হলমার্ক সোনার দাম : ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা।
  • ২১ ক্যারেট ১ আনা হলমার্ক সোনার দাম : ৬৩৪৫ টাকা
  • ২১ ক্যারেট ৪ আনা হলমার্ক সোনার দাম : ২৫৩৮৩ টাকা
  • ২১ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম : ৮৭০৫ টাকা।

১৮ ক্যারেট হলমার্ক সোনার দাম

বাংলাদেশের অধিক ব্যবহৃত সোনার ক্যারেটের ভিতরে ১৮ ক্যারেট সোনা অনেক বেশি ব্যবহৃত। এই ১৮ ক্যারেট সোনা অনেক বেশি মজবুত এবং শক্ত হয়ে থাকে, তাই বিভিন্ন ধরনের অলংকার তৈরির জন্য এই ১৮ ক্যারেট সোনা একদম খাঁটি এবং সঠিক। তবে নিচে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক আজকের আপডেট তথ্য অনুযায়ী নিজে হলমার্ক করা ১৮ ক্যারেট সোনার দাম উল্লেখ করেছি। বিশেষ করে এই তথ্য বিস্তারিত করেছি, যা আপনার জন্য অনেক বেশি উপকার হবে।

  • ১৮ ক্যারেট ১ ভরি হলমার্ক সোনার দাম : ৮৭ হাজার ১৩ টাকা।
  • ১৮ ক্যারেট ১ আনা হলমার্ক সোনার দাম : ৫৪৩৮ টাকা
  • ১৮ ক্যারেট ৪ আনা হলমার্ক সোনার দাম : ২১৭৫৩ টাকা
  • ১৮ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম : ৭৪৬০ টাকা

আজকের হলমার্ক সোনার দাম কলকাতা

আজকের তথ্য অনুযায়ী কলকাতার ২৪ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ৬৭৩৫৯ টাকা। এবং ২৪ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ৫৭৭৫ টাকা। এবং ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৬৪ হাজার ৩৮৫ টাকা। এছাড়াও যে ২১ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি ভরি মূল্য ৬৯০৫৬ টাকা। ও ১৮ ক্যারেট হলমার্ক প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫২,২৫৪ টাকা।

হলমার্ক সোনা চেনার উপায়

হলমার্ক করা সোনা চেনার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে এর হলমার্কিং চিহ্ন দেখে নেওয়া বা হলমার্কিং। এটি দ্বারা আপনার সোনা কতটুকু বিশুদ্ধতা এবং খাঁটি তা খুব সহজেই বুঝতে পারবেন। আর বাংলাদেশ জুয়েলারি সমিতি গত বছর প্রত্যেক প্রত্যেক সোনায় এই হলমার্ক বাধ্যতামূলক করেছে। অর্থাৎ হলমার্ক সোনা চেনার আরো একটি সহজ উপায় হচ্ছে  ভারতের সংস্থা বিআইএস কর্তৃক সোনায় একটি ত্রিভুজাকার চিহ্ন থাকে। অর্থাৎ এই চিহ্নের সাথে সোনা কতটুকু বিশুদ্ধতা তা লেখা থাকে। যা একজন বিক্রেতা খুব সহজেই হলমার্ক করা সোনা চিনতে পারে।

শেষ কথা

হলমার্ক সোনা ক্রয় করা অবশ্যই বাঞ্ছনীয়। এতে আপনি সোনা বিশুদ্ধতা ক্রয় করতে পারবেন এবং আপনি নকল সোনা ক্রয় করা থেকে বেঁচে থাকবেন। এজন্য হলমার্ক সোনা চেনার উপায় সহ আজকের হলমার্ক সোনার দাম বিস্তারিতভাবে আজকের এই পোস্টে ইতিমধ্যে উল্লেখ করেছি। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

আরও দেখুনঃ

আজকে দুবাই সোনার দাম কত ২০২৪

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে

Leave a Comment