ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪

বর্তমান বিশ্বে ফ্রিজ অতি প্রয়োজনীয় একটি পণ্য। বাসা বাড়ির বিভিন্ন খাবার এবং শাকসবজিকে সতেজ রাখতে ফ্রিজ ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন দোকানগুলিতে এই ফ্রিজ ব্যবহার করা হয়। বাংলাদেশি বিভিন্ন কোম্পানি দ্বারা ফ্রিজ উৎপাদিত হয় এবং তা জনগণের জন্য বাজারজাত করা হয়। বাংলাদেশে অবস্থিত ওয়ালটন একটি স্বনামধন্য কোম্পানি।

আপনার পরিবারের জন্য অত্যন্ত টেকসই এবং ভালো মানের ফ্রিজ হিসেবে ওয়ালটন ফ্রিজ বেছে নিতে পারেন। সব থেকে কম দামের মধ্যে অত্যন্ত টেকসই এবং শক্তিশালী বডি ওয়ালটন ফ্রিজ আপনি কিনতে পারবেন। অর্থাৎ ১২ হাজার টাকা দিয়ে আপনি একটি ওয়ালটন ফ্রিজ কিনতে পারবেন। এবং এ ওয়ালটন ফ্রিজ দাম সর্বোচ্চ ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। বা এর বৈশিষ্ট্য উপর ভিত্তি করে এর থেকেও এই ফ্রিজের দাম বেশি হতে পারে।

ওয়ালটন ফ্রিজ দাম

এই ওয়ালটন হচ্ছে বাংলাদেশের একটি ইলেকট্রনিক ব্র্যান্ড কোম্পানি। এবং এই ওয়ালটন কোম্পানির সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। এছাড়াও এই কোম্পানিটির মূল কারখানা গাজীপুর জেলার চন্দ্রাতে অবস্থিত। বাংলাদেশে অবহ নাগরিক আজ এই কোম্পানিতে কাজ করে থাকেন। এই কোম্পানির বিভিন্ন সেক্টরে ভাগ করা। এবং প্রতি সেক্টর আলাদা আলাদা পণ্য তৈরি করে থাকে।

অনেকটা সাশ্রয়ী মূল্যে ওয়ালটন ফ্রিজ এখান থেকে কিনতে পারবেন। এবং ওয়ালটন ১৭সেফটি ফ্রিজের দাম ৫৩,২৯০ টাকা মাত্র। অর্থাৎ যাদের অনেক বেশি বাজেট রয়েছে তারা এই ফ্রিজ কিনতে পারেন। এবং WFC-3F5-GDNE-XX এই মডেলের বর্তমান ফ্রিজের মূল্য ৪০ হাজার টাকা।

এবং এই ফ্রিজ ৩৮০ লিটার এর ক্যাপাসিটি। এবং অল্প বাজেটের মধ্যে WFA-2A3-GDEL-XX এই মডেলের ফ্রিজটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। বর্তমান বাজার মূল্য ২৫৩০০ টাকা। এবং এ ফ্রিজের ক্যাপাসিটি ২১৩ লিটার।

ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪

আপনি ওয়ালটন কোম্পানির ফ্রিজ গুলোকে বিভিন্ন সেফটি অনুযায়ী ক্রয় করতে পারবেন। ৬ সেফটি থেকে শুরু করে আপনি ওয়ালটন 15 সেফটি ফ্রিজ ক্রয় করতে পারবেন। এবং এই ফ্রিজের ক্যাপাসিটি বা লিটার অনুযায়ী ফ্রিজের মূল্য তালিকা নির্ধারণ করা হয়।

যেমন এই ওয়ালটন ১৭০ লিটার ফ্রিজের দাম হচ্ছে ২৫,৬৯০ টাকা মাত্র। বা এর থেকেও কিছুটা বেশি হতে পারে। এবং এই ফ্রিজগুলোর বডি অনেকটা শক্তিশালী হয়ে থাকে। অর্থাৎ ওয়ালটন ফ্রিজ ১২ হাজার থেকে ৪০ হাজার টাকায় সেরা বাজেট অনুযায়ী ভালো মানের ফ্রিজ রয়েছে।

আজকের ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪

ওয়ালটন ফ্রিজ ক্রয় করলে নূন্যতম ১২ বছরের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে গ্রাহককে। এবং বিভিন্ন ধরনের সুবিধা এ কোম্পানি থেকে একজন গ্রাহক পেয়ে থাকেন। ছোট ফ্রিজ গুলো ১২০০০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এবং বড় ফ্রিজ গুলো প্রায় ২৫ থেকে ৬০-৭০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

ওয়ালটন ফ্রিজের মূল্য দারাজ

বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্লাটফর্ম হচ্ছে দারাজ। নিঃসন্দেহে এখান থেকে আপনি ভালো মানের একটি ওয়ালটন ফ্রিজ ক্রয় করতে পারেন। তবে এই অনলাইন থেকে ফ্রিজ না করাই ভালো। আপনার এলাকার নিকটস্থ দোকান থেকে নিজে দেখিয়ে ভালো মানের ওয়ালটন ফ্রিজ ক্রয় করুন।

ওয়ালটন ফ্রিজ ২২৭ লিটারের দাম ২০২৪

কম দামের মধ্যে ১১৫ লিটার ওয়ালটন ফ্রিজের দাম ১৪ হাজার টাকা। এবং ১৩২ লিটার ওয়ালটন ফ্রিজের দাম ১৯৫০০ হাজার টাকা। এবং ১৭৬ লিটার এটা ওয়ালটন ফ্রিজের দাম ২১ হাজার ৫০০ টাকা। এছাড়াও ২২৩ লিটার ওয়ালটন ফ্রিজের দাম ২৭ হাজার টাকা।

অতঃপর ২২৭ লিটার ওয়ালটন ফ্রিজের অরজিনাল দাম হচ্ছে ২৭,৪৯০ টাকা। এবং এ ফ্রিজটি অনেক শক্তিশালী এবং টেকসই বডি। নিশ্চিন্তে ওয়ালটনের এই ২২৭ লিটার ফ্রিজ কিনে নিতে পারেন। অনেকদিন পর্যন্ত নিশ্চিন্তে এই ফ্রিজ ব্যবহার করতে পারবেন।

ওয়ালটন ছোট ফ্রিজের দাম

এই ওয়ালটন ছোট ফ্রিজ গুলোর দাম অনেকটা কম হয়ে থাকে। তবে এই ওয়ালটন ফ্রিজ আপনাকে ভালো মানের সেবা প্রদান করবে। অর্থাৎ সর্বনিম্ন আপনি ১২৯০০ টাকা দিয়ে একটি ওয়ালটন ফ্রিজ ক্রয় করতে পারবেন। এছাড়া ছোট ওয়ালটন ফ্রিজের মধ্যে এই WFO-1A5-RXXX-XX  মডেলটির বর্তমান দাম ১৪ হাজার ৫০০ টাকা।

এবং এ ফ্রিজের ক্যাপাসিটি ১১৫ লিটার। এবং এর ওজন মাত্র ২৬ কেজি। এবং ছোট Walton ফ্রিজের মধ্যে এই WFD-1B6-GDEL-XX মডেলটির দাম ১৯ হাজার টাকা। এবং এর ক্যাপাসিটি ১৩২ লিটার। এবং এর ওজন ৪২ কেজি। এই ফ্রিজ এর বডি অনেকটা শক্ত এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক।

কম দামে ওয়ালটন ফ্রিজ এর মূল্য তালিকা ২০২৪

এই ওয়ালটন কোম্পানি কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামের ওয়ালটন ফ্রিজ উৎপাদন করে থাকে। গ্রাহক তার বাজেট অনুযায়ী যেকোনো ধরনের এবং যেকোনো বৈশিষ্ট্যের ওয়ালটন ফ্রিজ ক্রয় করতে পারবে। সর্বনিম্ন ১২০০০ টাকার একটি ওয়ালটন ফ্রিজ হয়েছে। এবং সর্বোচ্চ প্রায় লক্ষ টাকার কাছাকাছি। কম দামের ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা নিচে উল্লেখ করা হয়েছে।

  • WFO-JET-RXXX এই মডেলের ফ্রিজের দাম ১৪,৯৯০/- টাকা।
  • WFS-TN3-RBXX এই মডেলের ফ্রিজের দাম ১৭,৪৯০/- টাকা।
  • WFO-1X1-RXXX এই মডেলের ফ্রিজের দাম ১৭,৯৯০/- টাকা।
  • WFO-1A5-RXXX এই মডেলের ফ্রিজের দাম ১৮,৮৯০/- টাকা।

তবে এই সকল মডেলের ফ্রিজের দাম গুলোর দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৪

এই Walton ৮ সেফটি ফ্রিজের অরজিনাল দাম হচ্ছে ২৪,৪৯০ টাকা বা এর থেকেও কিছুটা বেশি হতে পারে। বর্তমানে Walton কোম্পানির বিভিন্ন পণের দাম একটু যদি বৃদ্ধি পেয়েছে। এই ৮ সেফটি ফ্রিজ এর বর্তমান মূল্য ২৩ হাজার থেকে ২৬ হাজার টাকা। এই ফ্রিজ অনেকটা শক্তিশালী এবং টেকসই বডি।

ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি দাম

এই ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের তালিকার মধ্যে WFE-2H2-GDEL-XX Inverter এই মডেলের ফ্রিজটি কিনতে পারেন। তবে এর বাজেট একটু বেশি। মডেলের ১০ সেফটি ফ্রিজের দাম ৪৩,৯৯০ টাকা। এবং এই WFE-2H2-GDXX-XX মডেলের ১০ সেফটি ফ্রিজের দাম ৪১,৪৯০ টাকা। তবে ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের ন্যূনতম দাম ২৬ হাজার টাকা।

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম ২০২৪

এই জনপ্রিয় ওয়ালটন কোম্পানির ১১ সেফটি ফ্রিজের দাম ২৮,৩৯০ টাকা মাত্র। তবে কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে।  এখান থেকে আপনি পছন্দ করে কিনতে পারেন। যেমন এই WFE-3X9-GDXX-XX মডেলের ১১ সেফটি ফ্রিজের দাম ৪৫,৯৯০ টাকা।

এছাড়াও ওয়ালটন ১১ সেফটি এই WFC-3X7-GDEH-DD মডেলের ফ্রিজের দাম ৪৭,৯৯০ টাকা। এবং  এই WFC-3X7-GDEH-DD মডেলের ফ্রিজের দাম ৪৮ হাজার টাকা। ওয়ালটন ১১ সেফটি ফ্রিজের দাম গুলো একটি বেশি। তবে ব্যবহার অনেকটা ভালো সার্ভিস পাবেন।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৪

এই ওয়ালটন ১২ সেফটি  ফ্রিজের দাম ৪৪,৯৯০ টাকা। এছাড়াও এই ১২ সেফটি ফ্রিজ গুলোর বিভিন্ন মডেল রয়েছে। এবং বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে এই ফ্রিজ গুলোর দাম ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। যেমন এই WFE-3B0-GDEL-XX মডেলের ফ্রিজের দাম ৪৭ হাজার টাকা।

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম ২০২৪

১৩ সেফটি Walton ফ্রিজের দাম ২৯,১৯০ টাকা। তবে এটা সেফটির Walton ফ্রিজের বৈশিষ্ট্যতার কারণে এর দাম কম হতে পারে এবং বেশি হতে পারে। তবে ন্যূনতম দাম ২৯ হাজার ১৯০ টাকা। তাই এ সকল ফ্রিজ গুলো কিনা পড়বে অবশ্যই আপনার নিকটস্থ দোকান থেকে সঠিক তথ্য জানুন। কেননা এই ফ্রিজ গুলোর দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়।

ওয়ালটন ১৫ সেফটি ফ্রিজের দাম

আপনি নিশ্চিন্তে এই Walton ১৫ সেফটি ফ্রিজ কিনতে পারেন। এই ওয়ালটন ১৫ সেফটি ফ্রিজের অরজিনাল দাম হচ্ছে ৩৬,৫৯০ টাকা। তবে এর দাম পরিবর্তন হয়ে আপনার এলাকার দোকানে ৩৬ থেকে ৩৭ হাজার টাকা হতে পারে।

শেষ কথা

আশা করতেছি এই পোস্ট থেকে আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ওয়ালটন ফ্রিজ দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার। অনলাইনের সাথে আপনার এলাকার নিকটস্থ দোকানের ফ্রিজের দাম কখনই মিলবে না।

তারা নির্দিষ্ট মূল্য থেকে কিছুটা বেশি রেখে এই ফ্রিজ গুলো বিক্রি করে থাকে। তাই এখান থেকে ফ্রিজের দাম গুলো সম্পর্কে ধারণা নিন। অতঃপর এই পোস্ট থেকে উপকৃত হলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment