BRB তারের মূল্য তালিকা ২০২৪ – ১ কয়েল তারের দাম বিআরবি

বাসা বাড়িতে বা মিলকারখানায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার অন্যতম একটি উপাদান হচ্ছে বিআরবি কোম্পানির তৈরি কেবল বা তার। এই তার ছাড়া আমরা কোনভাবেই আমাদের বাসস্থান অথবা অফিস আদালতে বিদ্যুতের সংযোগ স্থাপন করতে পারবো না। যদিও বা বাংলাদেশে অনেকগুলো কোম্পানির তৈরি তার বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে বিআরবি কোম্পানি বেশ জনপ্রিয়।

দীর্ঘদিন যাবত বিআরবি কোম্পানিটি বাংলাদেশে সুনামের সাথে তারের ব্যবসা করে আসতেছে। বিশ্বস্ততা এবং গুণগত মানের কারণে অনেকেই বিআরবি কোম্পানির তৈরি তার বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজে ব্যবহার করে থাকে। বর্তমানে প্রায় সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্যের দাম হুহু করে বেড়ে চলেছে। ঠিক তেমনি বিআরবি তারের দামও অনেক বৃদ্ধি পেয়েছে।

ইন্টারনেটে অনেকেই বিআরবি তারের মূল্য তালিকা খুঁজে বেড়ায়। অনেকেই জানতে চায় বাসা বাড়ির জন্য ১ কয়েল বিআরবি কোম্পানির তারের দাম কত টাকা। সুতরাং আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনার সাথে BRB কোম্পানির তারের সকল প্রকার তথ্য এবং এটি এক গজ বা এক কয়েল তারের দাম কত টাকা তাও জানানোর চেষ্টা করব। এর সাথে সাথে আপনি খুব সহজেই এই পোষ্টের মাধ্যমে বিআরবি ক্যাবল প্রাইস লিস্ট ২০২৪ সম্পর্কেও জানতে পারবেন।

BRB তারের মূল্য তালিকা ২০২৪

বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই সকল ধরনের পণ্যের দাম ওঠানামা করে থাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঠিক তেমনি আগের তুলনায় বর্তমানে বিআরবি কোম্পানির ইলেকট্রিক কেবল এর দাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনি যদি নতুন করে আপনার বাসা বাড়ি বা অফিসে বৈদ্যুতিক সংযোগ নিতে চান তাহলে বিআরবি কোম্পানির তার ব্যবহার করতে পারেন।

ইন্টারনেটে অনেকেই বর্তমানে বিআরবি তারের দাম কেমন তার ধারণা পেতে চায়। তাই পোষ্টের এই অংশে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বিআরবি তারের মূল্য তালিকাটি শেয়ার করব। আশা করি এই প্রাইস লিস্ট থেকে আপনি বিআরবি কোম্পানির বর্তমান তারের দাম সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। নিজের দেওয়া লিস্ট হতে বর্তমান প্রাইস লিস্টটি জেনে নিতে পারেন।

BRB Cable TypePrice
PVC Single Core Cable 450/750V Price (Per 100 Meter)1267 to 1,155,641 Taka
FRLS PVC Single Core Cable 450/750V Price (Per 100 Meter)2,255 to 278,446 Taka
FR PVC Single Core Cable 450/750V Price (Per 100 Meter)1,267 to 32,375 Taka
BHA LSZH-FR Skin Coated Cable 450/750V Price (Per 100 Meter)1,474 to 34,064 Taka
PVC Multi Core Cable 300/500V Price (Per 100 Meter)2,888 to 24,579 Taka
PVC Flat Cable Core 300/500V Price (Per 100 Meter)6,113 to 109,937 Taka
PVC Single Aluminum Cable 450/750V Price (Per 100 Meter)664 to 4,487 Taka
PVC Flexible Cord 300/500V Price (Per 100 Meter)4,047 to 42,890 Taka
Coaxial Cables Coaxial Cables5,490 to 8,643 Taka

বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগের জন্য সাধারণত পিভিসি ইনসুলটেট সিঙ্গেল কোর ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে। যা বর্তমানে ১৩০০ টাকা থেকে শুরু করে এক লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত প্রতি কয়েল বা ১০০ মিটার তার বিক্রয় করা হয়ে থাকে। আপনি যদি বিআরবি তারের মূল্য তালিকা আরও বিস্তারিতভাবে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের অংশ পড়ার অনুরোধ রইল।

১ কয়েল তারের দাম BRB

সাধারণত বাসা বাড়িতে বা অফিস আদালতে বৈদ্যুতিক সংযোগের জন্য ১ কয়েল আকারে বিআরবি কোম্পানির তার ক্রয় করে থাকে। ১০০ মিটার তারে সাধারণত ১ কয়েল হয়। আমরা যদি এই এক কয়েল তারকে গজে হিসাব করে থাকি তাহলে ১০৯ গজ সমান এক কয়েল তার। বাজারে বিআরবি কোম্পানির পিভিসি ইন্সুলেটেড সিঙ্গেল কোর এর কয়েক ধরনের তার কিনতে পাওয়া যায়।

সংযোগের উপর নির্ভর করে ইলেকট্রিশিয়ান কর্তৃক শুরুতে জেনে নিতে হবে যে কি ধরনের পিভিসি ইনসুলেটেড সিঙ্গেল কোর তার আপনাকে ক্রয় করতে হবে। সাধারণত সিঙ্গেল কোরে ১ আরএম অর্থাৎ এক কোর সম্পন্ন এক কয়েল বিআরবি তারের দাম ২৩০০ টাকা। ১.৩ আরএম এর তিন কোর ১ কয়েল বিআরবি ক্যাবলের দাম ২৯২০ টাকা। এভাবেই ১.৩ আরএম বা টু আরএম এর তার বর্তমান বাজারে কিনতে পাওয়া যায়।

বিআরবি ক্যাবল প্রাইস লিস্ট ২০২৪

ইতোমধ্যে আমরা বিআরবি তারের কোয়ালিটি কেমন বা এর দাম কেমন তার একটি প্রাথমিক ধারণা অর্জন করেছিলাম। এ পর্যায়ে আপনি যদি বিআরবি কেবল প্রাইস লিস্ট সম্পর্কে বিস্তারিত ধারনা পেতে চান তাহলে এই মুহূর্তে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। বিআরবি কোম্পানি বেশ কয়েক ধরনের তার তৈরি করে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুতিক সংযোগের তার, মিল ফ্যাক্টরি, ওয়াইফাই বা ডিস লাইনের তার সহ আরো বেশ কয়েক ধরনের তার বিআরবি কোম্পানি করতে তৈরি হয়ে থাকে।

যেহেতু ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রতিনিয়তই বাড়তে থাকে তাই বিআরবি কোম্পানি কর্তৃক তৈরিকৃত সকল ইলেকট্রিক তার বা ওয়্যার এর দাম অধিক বৃদ্ধি পেয়েছে। এখন আমি আপনাদের সাথে বিআরবি ক্যাবল এর যে প্রাইস লিস্ট শেয়ার করব তা হতে আপনারা সর্বোচ্চ ১০ থেকে ১২% কমে তার গুলো ক্রয় করতে পারবেন। বর্তমান বাজারে বিআরবি কোম্পানির মাধ্যমে ১৩০০ টাকা থেকে ১১৫০০০ হাজার টাকা পর্যন্ত প্রতি এক কয়েল তার কিনতে পাওয়া যায়।

১ গজ বিআরবি তারের দাম

বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগের জন্য যেরকম অনেক তারের প্রয়োজন হয়ে থাকে ঠিক তেমনি বাসা বাড়িতে ছোটখাটো অল্প কাজের জন্য কয়েক গজ তারের প্রয়োজন হতে পারে। এ কারণে অনেকেই ইন্টারনেটে এক গজ বিআরবি তারের দাম কত টাকা তা খুঁজে বেড়ায়। পোষ্টের এই অংশে আমরা জেনেছিলাম যে ১০৯ গজ তার সমান এক কয়েল হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এক গজ বিআরবি তার ক্রয় করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে শুরুতেই আপনাকে এক কয়েল বিআরবি তারের দাম কত টাকা তা জেনে নিতে হবে। তারপর উল্লেখিত দাম কে ১০৯ দ্বারা ভাগ করার মাধ্যমেই আপনি ১ গজ বিআরবি তারের দাম জানতে পারবেন।

শেষ কথা

নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাসা বাড়িতে ভালো মানের বৈদ্যুতিক তার ব্যবহার করা উচিত। বাংলাদেশে বিশ্বস্ততার সাথে বহু বছর ধরে বিআরবি কোম্পানি এটি বৈদ্যুতিক তারের সাপ্লাই দিয়ে আসছে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বিআরবি তারের মূল্য তালিকাটি শেয়ার করার চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যেই আপনি এই পোষ্টের মাধ্যমে তারের প্রাইস লিস্ট সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। সুতরাং পোস্টটি ভাল লেগে থাকলে অন্যদের উপকারার্থে লিংকটি শেয়ার করার অনুরোধ রইলো।

2 thoughts on “BRB তারের মূল্য তালিকা ২০২৪ – ১ কয়েল তারের দাম বিআরবি”

  1. Power Cable 4Cx35MM, NYY MTR 50 for Main power
    Power Cable 4Cx25MM, NYY MTR 20 for Compressor
    Power Cable 4Cx10MM, NYY MTR 20 for Tire Machine
    Power Cable 3Cx2.5MM, NYY MTR 50 for Lighting & Fan
    Earthing Cable 1Cx25mm, G/Y PVC MTR 70

    Reply

Leave a Comment