কাতার ভিসা চেক ২০২৪

খুব সহজ কয়েকটি মাধ্যমে যে কোন দেশের জন্য তৈরিকৃত ভিসা চেক করা যায়। তবে এই ভিসা চেক করার জন্য কোন রকম দালাল অথবা কোন এজেন্সির প্রয়োজন পড়বে না। আপনি গুগলে বা যে কোন অনলাইন ব্রাউজারে গিয়ে নিজে নিজে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে কাতারের ভিসা সহ বিশ্বের যে কোন দেশের ভিসা চেক করতে পারবেন।

তবে দেশ অনুযায়ী ভিসা চেক করার ওয়েবসাইট গুলা আলাদা আলাদা হয়ে থাকে। অতএব বর্তমানে যারা কাতারের ভিসা তৈরি করেছেন। এবং আপনার ভিসা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে চাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই এই পোস্ট থেকে খুব সহজে অল্প সময়ের মধ্যে কাতার ভিসা চেক করে নিন। এবং কিভাবে আপনার ভিসা চেক করবেন তার একটি নমুনা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

কাতার ভিসা চেক

এই কাতার পারস্য উপসাগরের একটি উন্নত দেশ। গত 50 বছর পূর্বে কাতারের অবস্থা খুবই নাজেহাল ছিল। কিন্তু 1940 সালে তেল আবিষ্কার করার পর কাতার বিশ্বের অন্যতম উন্নত কয়েকটি দেশের তালিকায় স্থান অর্জন করে। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক নাগরিক কাতারে যাওয়ার জন্য ভিসা তৈরি করে থাকেন। তবে বেশিরভাগ বাংলাদেশী কাতারের জন্য ওয়ার্ক পারমিট ভিসা তৈরি করে থাকেন।

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করা বাংলাদেশের অন্যান্য দেশের মানুষ কাতারে পৌঁছে থাকেন। তবে বেশিরভাগ বাংলাদেশী বিভিন্ন পরিচিত এবং অপরিচিত দালালদের মাধ্যমে ভিসা তৈরি করে থাকেন। আশেপাশের অনেক দালাল রয়েছেন যারা সাধারণ জনগণের কাছ থেকে ভিসা তৈরি করার কথা বলে টাকা হাতিয়ে থাকে।

এমনকি অনেক দালাল রয়েছেন যারা নির্দিষ্ট ভিসার কথা বলে সঠিক ভিসা না দিয়ে অন্য ভিসা দিয়ে থাকেন। এরকম প্রতারণার হাত থেকে খুব সহজে পরিত্রাণ পেতে পারেন। আপনি যখন কাতারের ভিসা হাতে পাবেন ঠিক তখনই অনলাইনে এসে খুব সহজে আপনার ভিসাটি চেক করে নিন। এবং নিশ্চিত হয়ে নিন আপনার বিষয়টি কাতারের ভিসা হয়েছে কিনা। অতএব কাতার ভিসা চেক করতে নিচে প্রবেশ করুন।

কাতার ভিসা চেক অনলাইন

এই কাতারের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ কাতারের বাসিন্দা। আর বাকি ৮৬ শতাংশ লোকই বিদেশী। বর্ধমানের যেমন সকল দেশের যাওয়ার জন্য ভিসা তৈরি করা একটি কঠিন আবার সহজ হয়ে গিয়েছে। তেমনি অনলাইনের মাধ্যমে খুব সহজে কাতার সহ অন্যান্য দেশের ভিসা চেক করাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।

অর্থাৎ অনলাইনের মাধ্যমে কাতার ভিসা চেক করতে চাইলে অবশ্যই আপনাকে এই  (https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome) সাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটে তে প্রবেশ করা ছাড়া আপনি কখনোই কাতারের ভিসা চেক করতে পারবেন না।

আপনার ভিসা সঠিক হয়েছে কিনা তা তা নিশ্চিত করতে একমাত্র পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার অথবা কোম্পানির নাম্বার এর প্রয়োজন হয়। অতএব এই পোস্ট থেকে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে  এবং ভিসা নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

পাসপোর্ট নাম্বার ছাড়া আপনি কখনোই কোন দেশের ভিসা তৈরি করতে পারবেন না। এই পাসপোর্ট একমাত্র আপনার পরিচয় বহন করে। তাই আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে খুব সহজে আপনার তৈরিকৃত কাতার ভিসা খুব সহজে এখান থেকে যাচাই করে নিন।

প্রথম ধাপঃ

সবার পূর্বে এই (https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome) লিংকে প্রবেশ করুন। প্রবেশ করার পর নিচের দেওয়া ছবিটির মত দেখতে পারবেন। অথবা লালবক্স আকারে Inquiries লেখাটিতে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ

এ ধাপ নিচের দেওয়া ছবিটির মতো একটি দৃশ্য দেখতে পারবেন। এবং কোথায় ক্লিক করতে হবে তা আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য লাল বক্স এবং তির চিহ্ন আঁকিয়ে দেখানো হয়েছে। অতঃপর Visa Services লেখাটিতে ক্লিক করুন।

তৃতীয় ধাপঃ

উপরের ধাপে Visa Services অপশনে ক্লিক করার পর নিচের দেওয়া ছবিটির মতো লালবক্স আকারে Visa Inquiry and Printing অপশনে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ

উপরে ধাপে Visa Inquiry and Printing অপশনে ক্লিক করে ধাপটি সম্পন্ন করার পর। নিচের দেওয়া ছবিটির মত একটি দৃশ্য দেখতে পারবেন। অতএব সেখানে পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার উল্লেখিত আছে। যেহেতু এই ধাপটিতে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা হবে। তাই পাসপোর্ট নাম্বার এর জায়গায় টিক দিয়ে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিন।

অর্থাৎ প্রথমে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিন, তারপর আপনার ন্যাশনালিটি অর্থাৎ পাসপোর্টটি কোন দেশের তা উল্লেখ করুন। আপনি বাংলাদেশের বলে সেখানে বাংলাদেশ লিখবেন। এবং পরবর্তীতে 967 নম্বরটি পাশের ফাঁকে করে লিখে দিন। সর্বশেষ নিচে লাল চিহ্ন দিয়ে ৪ নাম্বার অপশনের সাবমিট বাটনে ক্লিক করুন। শেষ আপনার পাসপোর্ট এবং ভিসা সঠিক হলে পরবর্তীতে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন।

ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

যাদের কাছে পাসপোর্ট নাম্বার নেই তারা চাইলে খুব সহজে ভিসা নাম্বার দিয়ে আপনার ভিসাটি চেক করে নিতে পারেন। তো ভালোভাবে খেয়াল করুন। পাসপোর্ট নাম্বার যে ভিসা চেক করার যে প্রক্রিয়াটি ইতিমধ্যে দেখে নিয়েছেন। ঠিক একই প্রক্রিয়ায় চতুর্থ ধাপ পর্যন্ত আসুন। আবার কিভাবে ভিসা নাম্বার দিয়ে চেক করবেন তা সহজে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন।

প্রথমে ভিসা নাম্বার এর ফাঁকা করে আপনার সঠিক ভিসার নাম্বারটি বসিয়ে দিন। তারপর আপনার ন্যাশনালিটি কি তার সঠিকভাবে উল্লেখ করুনঅ সর্বশেষ ভেরিফিকেশন কোড পাশের ফাঁকা করে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার ভিসা তৈরি হলে অবশ্যই সেখানে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।

শেষ কথা

আশা ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে কাতার ভিসা চেক করার নিয়ম একদম বিস্তারিত জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের কাছে উপকৃত মনে হলে অবশ্যই আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিন। যাতে তারা পরবর্তীতে খুব সহজে ভিসা চেক করে নিতে পারে। ধন্যবাদ

Leave a Comment