টিপি লিংক রাউটার দাম ২০২৪

আধুনিক প্রযুক্তির ব্রডব্র‌্যান্ড ব্যবহার করতে চাইলে আপনাকে রাউটারের মাধ্যমে সংযোগ দিতে হবে। কারণ রাউটার দিয়ে ওয়াইফাই ব্যবহার করলে কয়েকটি ডিভাইস একসাথে কানেক্ট করে ইউজ করা যায়। প্রতিনিয়ত অনলাইন কাজের জন্য ব্রড ব্যান্ড লাইন লাগানোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই নতুন রাউটার কেনার কথা ভাবতেছেন। বাংলাদেশের মধ্যে অন্যতম রাউটার হলো টিপি লিংক রাউটার। 

টিপি লিংক রাউটার ব্যবহারে অনেকগুলো সুযোগ-সুবিধা রয়েছে। এ রাউটারগুলো এক বছরের ওয়ারেন্টি সহ বিক্রি করে। এবং অন্যান্য রাউটারের অনেকটাই হাই কোয়ালিটি থাকে। সবার কাছে এইটিপি লিংক রাউটার অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। ইলেকট্রনিক্স পণ্যের দাম অনেকটা বৃদ্ধি হওয়ার কারণে টিপি লিংক রাউটারের দাম আগের বছরের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। বর্তমান টিপি লিংক রাউটার দাম জানতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

টিপি লিংক রাউটার দাম

অনেকগুলো কোয়ালিটির টিপি লিংক রাউটার রয়েছে। ভালো কোয়ালিটি টিপি লিংক রাউটার কিনতে চাইলে বাজেট একটু বেশি রাখতে হবে। এবং মিডিয়াম কোয়ালিটির টিপি লিংক রাউটার কিনলে একটু কম খরচে কেনা সম্ভব। এই টিপি লিংক রাউটার অন্যান্য রাউটার থেকে অনেকটাই ভালো সার্ভিস দেয়। এবং এক বছর ওয়ারেন্টি সহ বাজারে বিক্রি করে। এক বছরের মধ্যে আপনার টিপি লিংক রাউটার যদি কোন সমস্যা হয়ে থাকে যে দোকান থেকে কিনেছেন ওই দোকানে নিয়ে গেলেই তারা সার্ভিস করে এনে দিবে। টিপি লিংক রাউটারের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এবং আরো ভালো কোয়ালিটির tp-link রাউডার কিনতে চাইলে আপনাকে আরো বেশি টাকা বাজেট রাখতে হবে।

টিপি লিংক রাউটার প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশে অ্যাভেইলেবল টিপি লিংক রাউটার পাওয়া যায়। রাউটার ছাড়া কখনো ব্রডব্র্যান্ডের লাইন চালিয়ে ভালো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। এজন্য অনেকেরই ব্রডব্র্যান্ড লাইন নেওয়ার জন্য টিপি লিংক রাউটার পছন্দ। বাংলাদেশে পকেট রাউটার সহ বিভিন্ন টিপি লিংক রাউটার পাওয়া যায়। মিডিয়াম কোয়ালিটির কমের মধ্যে টিপি লিংক রাউটার বাংলাদেশ থেকে কিনতে চাইলে ৭০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এবং আরো ভালো কোয়ালিটির টিপি লিংক রাউটার ৪ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

রাউটার দাম কত ২০২৪

রাউটার দুই অ্যান্টেনা থেকে শুরু করে পাঁচটা বা ছয়টা অ্যান্টেনা পর্যন্ত রয়েছে। আপনাকে রাউটার কেনার আগে কোন রাউটার কিনবেন সেটা সিলেক্ট করতে হবে। কারণ কোয়ালিটি অনুযায়ী রাউটারের দাম নির্ধারণ করেছে। শুধু কম মোবাইল অথবা কম্পিউটারের ছোট কাজে ওয়াইফাই ব্যবহার করলে ১০০০ থেকে দুই হাজার টাকার মধ্যে রাউটার কিনলেই চলবে। অনেকে আছে গেমিং অথবা বিভিন্ন বাড়ি কাজের জন্য ভালো মানের রাউটার খুঁজে থাকে। বর্তমান সময়ে একটি ভালো মানের রাউটার দাম ৩৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।

৫০০ টাকার রাউটার

কিছু দোকানে অফার এর সময় ৫০০ টাকার রাউটার পাওয়া যায়। এ কম দামি রাউটার গুলো কোয়ালিটি খারাপ হয়। আপনি কয়েকটি ডিভাইস এবং কম্পিউটার রাউটার দিয়ে চালাতে পারবেন। এই রাউটারদের সর্বোচ্চ ৩০ ফিট পর্যন্ত ওয়াইফাই জোন এরিয়া দিতে পারবেন। অর্থাৎ কোন দোকানে ডিসকাউন্ট এর অফারে ৫০০ টাকা দামের রাউটার পাওয়া যাবে।

১০০০ টাকার মধ্যে রাউটার

একবারে কমের মধ্যে ১০০০ টাকার রাউটার পাওয়া যায়। সব দোকানেই আপনি এত কম দামের রাউটার পাবেন না। কারণ কম টাকায় রাউটার কিনলে সার্ভিস অনেকটাই খারাপ হয়। এবং কি বেশি দূর পর্যন্ত এরিয়া দেওয়া যায় না ও ভালো স্পিড পাওয়া যায় না। এজন্য সবাই একটু ভালো মানের রাউটার কেনার চেষ্টা করে। অনেকেরই বাজেট কম থাকার জন্য ১০০০ টাকা দামের রাউটার খুঁজে থাকে। আপনি কোন দোকানে একবারে নিম্নমানের কোয়ালিটি ১০০০ টাকা দিয়ে রাউটার কিনতে পারবেন।

বাংলাদেশের সেরা টিপি-লিংক রাউটারের মূল্য তালিকা ২০২৪

টিপি লিংক রাউটার বাংলাদেশের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। সবাই এখন বিভিন্ন কোয়ালিটির টিপি লিংক রাউটার খুঁজে থাকে। অনেকেই টিপি লিংক রাউটারের দাম কত এ সম্পর্কে কোন তথ্য জানেনা। অবশ্যই তাদেরকে রাউটার কেনার আগে সঠিক দাম জেনে নেওয়া উচিত। তাহলে দেখে নিন বাংলাদেশের সেরা টিপি লিংক রাউটারের নাম ও বর্তমান মূল্য তালিকাঃ

ক্রমিক নংটিপি লিংক রাউটারের নাম টাকা 
০১TP-Link TL-WR840N 300Mbps Firewall Wi-Fi Router১,২৮০ টাকা 
০২TP-Link TL-WR841N 300Mbps Wi-Fi N Brand Width Control Router১,৩৮০ টাকা 
০৩TP-Link TL-WR940N 450Mbps HD Video Streaming Wireless Router১,৭৪৫ টাকা 
০৪TP-Link Archer C24 AC750 Dual Band WIFI Router২,১০০ টাকা 
০৫Tp-Link Archer C54 AC1200 Beamforming Wi-Fi Router২,৩৮০ টাকা 
০৬TP-Link Archer C60 AC1350 Wireless Dual Band Router৩,০০০ টাকা 
০৭TP-Link Archer C6 V4.0 Gigabit Mesh Wi-Fi Router৩,৪৯০ টাকা 
০৮TP-Link M7350 4G LTE-Advanced Mobile Wi-Fi Wireless Router৫,৫০০ টাকা 
০৯TP-Link TL-MR6400 Wireless N 4G LTE SIM Card Slot Router৬,৮০০ টাকা 
১০TP-Link Deco M4 3-Pack Whole Home Mesh Wi-Fi System৭,১০০ টাকা 

টিপি-লিংক রাউটারের সুবিধা কী কী

অন্যান্য রাউটারের তুলনায় টিপি লিংক রাউটারের সুযোগ সুবিধা অনেকটাই বেশি। কারণ এই টিপি লিংক রাউটার একটু কম টাকার মধ্যে ভালো মানের রাউটার পাওয়া যায়। এবং কি গেমিং রাউটারসহ অন্যান্য কাজের জন্য টিপি লিংক রাউটার ব্যবহার করলে অনেকটা স্পিড ভালো পাওয়া যায়। 

  1. টিপি লিংক রাউটার গেমিং এর জন্য খুব কম ল্যাটেনসি দিয়ে তৈরি করে। 
  2. এই টিপি লিংক রাউটার গুলোতে রিপিটার সুবিধা রয়েছে। 
  3. টিপি লিংক কোম্পানি নেটওয়ার্কং তৈরি করার ফলে রাউটার হার্ডওয়ার বিশেষ অভিজ্ঞ রয়েছে। 
  4. টিপি লিংক রাউটার অনেক ভালো মানের সিকিউরিটি সুবিধা দিয়েছে। 
  5. এর রাউটারগুলোতে ওয়াইফাই এর পাশাপাশি ল্যানপোর্ট সুবিধা দিয়েছে। 
  6. টিপি লিংক রাউটার এক বছরের ওয়ারেন্টি রয়েছে। যদি কোন সমস্যা হয় যেকোন দোকান থেকে কিনেছেন সে দোকানে নিয়ে গেলেই আপনি ফ্রিতে সার্ভিসিং করে দিবে।
  7. খুব সহজে টিপি লিংক রাউটার সেটআপ করা যায়। 
  8. টিপি লিংক রাউটার ব্যবহার করে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়।

কম দামের টিপি লিংক ২ অ্যান্টেনা রাউটারের স্পীড কেমন

কম দামে রাউটারে কিনলে স্পিড অনেকটাই কম পাবেন। অন্যান্য রাউটারের তুলনায় ২ এন্টেনা রাউটারের স্পিড একটু কম পাওয়া যায়। টিপি লিংক ২ অ্যান্টেনা রাউটার বর্তমান সময়ে বাজার থেকে কিনতে চাইলে ১,০২০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং টিপি লিংক ২ অ্যান্টেনা রাইটার নেটওয়ার্ক স্পিড ৩০০ এমবিপিএস পর্যন্ত পাওয়া যায় ও ৪ থেকে ৫টি মোবাইল ডিভাইস, কম্পিউটার ল্যাপটপ, ব্যবহার করা যাবে।

বিডিতে টিপি লিঙ্ক ৩ অ্যান্টেনা রাউটারের দাম কত

টিপি লিংক ৩ অ্যান্টেনা রাউটার কিনতে চাইলে আপনাকে একটু বেশি টাকা বাজেট রাখতে হবে। কারণ এই টিপি লিংক রাউটার কয়েকটি ডিভাইস ও কম্পিউটার ভালো স্পিড এ নেট চালানো যায়। বিডিতে টিপি লিংক ৩ অ্যান্টিনা রাউটার কিনতে চাইলে ১,৪০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

টিপি লিঙ্ক ৪ অ্যান্টেনার রাউটার দিয়ে কি কি করা যাবে

আপনি টিপি লিঙ্ক ৪ অ্যান্টেনার রাউটার দিয়ে ফ্রিল্যান্সিং, অন্যান্য ভারি কাজ গেমিং, লাইভ স্ট্রিম আরো বিভিন্ন কাজ করতে পারবেন। এ রাউটারের রেন্জ অনেকটাই বেশি। এই রাউটার ২,০০০ বর্গফুট পর্যন্ত রেন্জ কভাবের ক্ষমতা দেওয়া হইছে। এবং সিঙ্গেল কোর প্রসেসর ৮৬৭ এমবিপিএস পর্যন্ত গতি রয়েছে। এই টিপি লিংক ৪ এন্টেনা রাউটার কিনতে হলে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে।

টিপি লিংক ওয়াইফাই রাউটার দিয়ে কি ৫০০ মিটার রেন্জ কভার করা সম্ভব

বড় ফ্যাক্টেরি বা কম্পানির জন্য বেশি রেন্জর রাউটার কেনার দরকার পড়ে। টিপি লিংক রাউটার দিয়ে ৫০০ মিটার রেন্জ পর্যন্ত পাওয়া সম্ভব। সেজন্য আপনাকে ডেকো বা মেশ সিরিজের রাউটার কিনতে হবে। বাংলাদেশ থেকে আপনি বড় কোন দেকান থেকে ৫০০ মিটার রেন্জ এর টিপি লিংক রাউটার সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

আশা করি, আপনি আমাদের সম্পূর্ন পোষ্ট পড়ে টিপি লিংক রাউটার দাম জানতে পেরেছেন। আমরা এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ সঠিক মূল্য প্রদান করছি। ইতিমধ্যেই আপনি আমাদের সম্পূর্ন পোষ্টটি পড়ে অনেক টাই উপকৃত হয়েছেন। আপনার যদি আমাদের এই পোষ্ট পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশে পাশের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ

Leave a Comment