Realme c53 দাম কত ২০২৪

অতি পরিচিত এবং আশেপাশে খুব বেশি ব্যবহৃত রিয়েল মি ফোন হচ্ছে চিনা একটি কোম্পানি। যা বিবিকে ইলেক্ট্রনিকস এর একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড, যার প্রধান কার্যালয় বেইজিংয়ে অবস্থিত। তবে বাংলাদেশে বহু মানুষ এই ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছেন। এবং যেকোনো মডেলের স্মার্টফোন ব্যবহার করে অনেক সুবিধা পাচ্ছেন।

এর মধ্যে উল্লেখিত অতিক ব্যবহৃত এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ মোবাইল হচ্ছে realme c53, যা ব্যবহারকারীর জন্য রয়েছে চোখ ধাঁধানো ফিচার। তবে এই ফোনটি বাজারে বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে অল্প টাকার ভিতরে ভালো মানের একটি ফোন হিসেবে এটি সংগ্রহ করতে পারেন। তবে তার পূর্বে অবশ্যই সম্পূর্ণ আপডেট Realme c53 দাম কত তা বিস্তারিত জেনে নিন।

Realme c53 দাম কত

প্রতিবারের মতো দুর্দান্ত সব মডেল উপস্থাপন করার পাশাপাশি নতুন একটি ফোন উপস্থাপন করেছে realme ব্র্যান্ড। অর্থাৎ রিয়েল মি ব্র্যান্ডের মধ্যে বর্তমানে জনপ্রিয় অন্যতম মোবাইল হচ্ছে realme c53. অসাধারণ সকল ফিচার এই মোবাইলে উল্লেখ করা হয়েছে।

এই মোবাইলের বাহির থেকে যেমন দেখতে অনেকটা আকর্ষণীয়। ভিতরেও বেশ পরিপাটি এবং দীর্ঘমেয়াদী। সাথে পাচ্ছেন ৫ হাজার এম্পিয়ারের ব্যাটারি। যাতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম। এবং এতে রয়েছে ৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল মেমোরি। এবং রম হিসেবে রয়েছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি র‍্যাম।

রিয়েলমি সি ৫৩ প্রাইস ইন বাংলাদেশ

এ মোবাইলটি প্রথম রিলিজ হয় ২০২৩ সালের ৩১ মে। ৬ জিবি রেম এর এই মোবাইলটির সাথে রয়েছে ৬৪ জিবি রম এবং ১২৮ জিবি রম। অর্থাৎ ব্যবহারকারী অনেক বড় একটি স্টোরেজ পেয়ে যাবেন। বর্তমানে এর দাম রয়েছে ১৬৯৯৯ টাকা। এবং ৬ জিবির সাথে ৬৪ জিবি ram এর মূল্য রয়েছে ১৪৯৯৯ টাকা।

এই দামগুলো ছিল অফিসিয়াল প্রাইস হিসেবে। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ রিয়েল সি ৫৩ ফোনটি আনঅফিসিয়াল ও সংগ্রহ করতে পারবেন। তবে এক্ষেত্রে ১৪ হাজার ৯৯৯ টাকা দিয়ে আনঅফিসিয়াল ৬ জিবির 128gb ক্রয় করতে পারবেন। তবে ভারতের এই ফোনের মূল্য অনেক কম। মাত্র ১০ হাজার টাকা দিয়ে ভারতের এই ফোন ক্রয় করতে পারবেন।

Realme C53 এর স্পেসিফিকেশন

এ মোবাইলের বিশেষ কিছু ফিচার রয়েছে, যা একজন মোবাইল ব্যবহারকারীকে অনেকটা আকর্ষণ করে থাকে। তবে এর মধ্যে উল্লেখিত সব থেকে বেশি আকর্ষণ করে থাকে তার ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা এবং স্টোরেজ। বর্তমানে যে সকল বৈশিষ্ট্য রয়েছে এই ফোনে তা সংক্ষেপে জেনে নিন।

  • এই ফোনের প্রসেসর হচ্ছে Octa core, up to 1.8 GHz
  • এবং এর ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ মিলি এম্পিয়ার।
  • 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে
  • এই ফোন এরম হচ্ছে ৬ জিবি। সাথে দুটি স্টোরেজ রয়েছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।
  • এবং এ ফোনের ভার্সন হচ্ছে Android 13
  • এ মোবাইলের পিছনে ক্যামেরা ৫০ মেগাপিক্সেল
  • এবং সামনে ক্যামেরা 8 মেগা পিক্সেল যার দুর্দান্ত ছবি উঠাতে সক্ষম।
  • এতে রয়েছে 6.74 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে।

Realme C53 এই মোবাইল টির ভালো দিক গুলো

এ রিয়েল C53 ব্যবহারের কয়েকটি ভালো দিক এবং গুণ আপনি লক্ষ্য করবেন। এর মধ্যে উল্লেখিত হচ্ছে এই মোবাইলে ব্যাটারি ক্যাপাসিটি। এবং ফাস্ট ওয়াটের চার্জার। যা দ্রুত আপনার ফোনকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম। অর্থাৎ মাত্র এক ঘন্টায় ১০০% চার্জ সম্পূর্ণ হবে। এছাড়া কিছু এই ফোনে ভালো দিক রয়েছে তা জেনে নিন।

  • ৬ জিবি রেম এবং সর্বোচ্চ ১২৮ জিবি রম।
  • 5000 mAh ব্যাটারি, 33W দ্রুত চার্জিং।
  • 6.74 ইঞ্চি বড় ফুল HD+ 90Hz ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এর ক্যামেরা অন্যান্য মোবাইলের থেকে ভালো।
  • এবং এন্ড্রয়েড ১৩

শেষ কথা

বহুল পরিচিত realme মোবাইল এর মধ্যে  Realme c53 দাম কত তা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করে তা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি এই মোবাইল কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট গুলো থেকে সঠিক দাম জানুন।

কেননা এই সকল মোবাইল গুলোর দাম প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে। তবে আমাদের এই সাইটেও মোবাইল গুলোর দাম আপডেট উল্লেখ করা হয়ে থাকে। এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদের মাঝে শেয়ার করুন।ধন্যবাদ

Leave a Comment