অর্গানিক হেয়ার অয়েল দাম কত

চুল মানুষের সৌন্দর্যের অন্যতম একটি উপাদান। নারী কিংবা পুরুষ সকলের সৌন্দর্যের প্রতীক হচ্ছে এই চুল। অনেকেই নানান ভাবে এই চুলের যত্ন নিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যত্ন নেওয়ার পরেও অকালে চুল ঝরে যায়। এরকম ঝরতে থাকলে একসময় মাথা টাক হয়ে যেতে পারে। এটি অনেক বড় একটি দুশ্চিন্তার কারণও বটে। এ কারণে অনেকেই বিভিন্ন তেল বা উপাদানের সাহায্যে চুলের যত্ন নিয়ে থাকে।

আমাদের চুলকে যত্ন নেওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তেল। বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের চুলের তেল কিনতে পাওয়া গেলেও অনেকেই নিজ হাতে বানানো তেল ব্যবহার করতে চায়। হ্যাঁ আমরা চাইলে আমাদের মাথার চুলে অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করতে পারি। এজন্য ইন্টারনেটে অনেকেই অর্গানিক হেয়ার অয়েল দাম কত টাকা তা সার্চ করে থাকে। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে অর্গানিক হেয়ার অয়েলের দাম কত এবং এর উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব।

অর্গানিক হেয়ার অয়েল দাম কত

বর্তমান বাজারে বেশ কয়েকটি কোম্পানির তৈরি ছোট থেকে মাঝারি এবং বড় আকৃতির অর্গানিক হেয়ার অয়েল কিনতে পাওয়া যায়। পণ্যের আকার আকৃতি ও গুণগতমান এর উপর ভিত্তি করে এ সকল অর্গানিক হেয়ার অয়েল তেলের দাম নির্ধারণ করা হয়ে থাকে। বাজারে আপনি চাইলে ডাবুর আমলা, হাওয়া ও কেশ কিং সহ আরো অনেক উন্নত উন্নত কোম্পানির অর্গানিক হেয়ার অয়েল কিনতে পারবেন। 

সাধারণত অর্গানিক হেয়ার ওয়েল তেলটি প্রাকৃতিক কিছু উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে। আপনি চাইলে আপনার বাড়িতে ঘরে বসেই এই তেলটি তৈরি করে নিতে পারেন। কিন্তু অনেকেই এ সমস্ত উপকরণ দিয়ে বাড়িতে এই তেল তৈরি করতে স্বাচ্ছন্দ বোধ করেন না। এ কারণে তারা বাজারে পাওয়া যায় এরকম কোম্পানির হেয়ার অয়েল কিনতে চায়। আপনাদের জানার সুবিধার্থে নিচের একটি টেবিলের মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এরকম কয়েকটি কোম্পানির হেয়ার অয়েল এর দাম উল্লেখ করেছি।

Dabur Amla Hair Oil100ml85/-
Dabur Vatika Enriched Coconut Hair Oil150ml140/-
Hawaa Hair Fall Avenger Oil120ml196/-
Kesh King Plus Herbal Hair Oil100ml215/-
Kesh King Plus Herbal Hair Oil200ml390/-

অর্গানিক হেয়ার অয়েল ৩০০ মিলি দাম কত

বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি ৩০০ মিলি অর্গানিক হেয়ার ওয়েল কিনতে পাওয়া যায়। কোম্পানি ভেদে এ সকল তেলের দাম কম বেশি হয়। তবে আপনি যদি ভালো মানের অর্গানিক হেয়ার অয়েল কিনতে চান তাহলে প্রায় ১২০০ টাকা লাগতে পারে।

শেষ কথা

আমাদের মানব দেহের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। বিশেষ করে চুলের ক্ষেত্রে মেয়েরা একটু বেশিই যত্ন নিয়ে থাকে। অর্গানিক হেয়ার অয়েল মাথায় ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আরো একটা চুলের যত্ন নিতে পারেন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে অর্গানিক হেয়ার অয়েল দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যে আপনি এই পোষ্টের মাধ্যমে দাম জানার পাশাপাশি এর উপকারিতা সম্পর্কেও জানতে পেরেছেন।

Leave a Comment