নীলা পাথরের দাম কত ২০২৪

শ্রীলংকা, ভারত, মায়ানমার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং জার্মানিতে এই নীলা পাথর প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। তবে ভারতের কাশ্মীরেও এই নীলা পাথর পাওয়া যায়। এই নীলা পাথরের মধ্যে আবার কয়েক প্রকার হয়ে থাকে। এর মধ্যে উল্লেখিত সেই নীলা পাথরগুলি হচ্ছে ইন্দ্রনীলা পাথর, রক্তমুখী নীলা, সিলনি ইন্দ্র নীলা আরো ইত্যাদি।

তবে এই নীলা পাথর ব্যবহারের জন্য বিভিন্ন জ্যোতিষীরা উপকারিতা এবং গুনাগুন সম্পর্কে বলে থাকেন। তবে প্রকৃতপক্ষে এইসব নীলা পাথর মানুষের কোন উন্নতি এবং উন্নয়নে কাজ করতে পারে না। সকল এই ভ্রান্ত ধারণা গুলো কুসংস্কার। তবে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে নীলা পাথরের দাম কত টাকা তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তাই বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত দেখুন।

নীলা পাথরের দাম কত

দেশ অনুযায়ী নীলা পাথরের দাম কম অথবা বেশি হয়ে থাকে। যেমন ভারতের নীলা পাথরের দাম নিম্নতম ২০০০ টাকা। এবং শ্রীলংকার নীলা পাথরের দাম একটু বেশি হয়ে থাকে। অর্থাৎ পার ক্যারেট শ্রীলংকান নিরাপত্তা ন্যূনতম ২০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকা। এবং ক্যারেট অনুযায়ী এই নীলা পাথরের দাম কয়েক কোটি এবং লক্ষ টাকা হতে পারে।

যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরির নীলা পাথর পাওয়া যায়। প্রত্যেক ক্যাটাগরির চাহিদা এবং সৌন্দর্য বৃদ্ধির উপরে নীলা পাথরের দাম নির্ধারিত হয়। এবং জ্যোতিষ শাস্ত্রে নীলা পাথর বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তবে আপনি চাইলে আপনার জুয়েলারিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এ সকল পাথর ব্যবহার করতে পারেন। অতএব বিস্তারিত দাম জানতে নিচে প্রবেশ করুন।

ইন্দ্রনীলা পাথরের দাম কত

নীলা পাথরের কয়েকটি প্রকারের মধ্যে ইন্দ্রনীলা পাথর অন্যতম। এই ইন্দ্রনীলা পাথরের দাম ওদের প্রতি ক্যারেট বা পার ক্যারেট ন্যূনতম মূল্য ২৫০০ থেকে ৩ হাজার টাকা। ভালো এবং মানের উপর ভিত্তি করে এই ইন্দ্রনীলা পাথরের দাম বেশি হতে পারে এবং কম হতে পারে।

তবে কিছু কিছু ইন্দ্র নীলা পাথর সহ অন্যান্য প্রকারের নীলা পাথরের দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা হয়। এবং ১০ ক্যারেট ইন্দ্রনীলা পাথরের দাম ন্যূনতম ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা হতে পারে। তবে অবশ্যই এ সকল ইন্দ্র নীলা পাথর ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করবেন।

সিলনি ইন্দ্র নীলা পাথরের দাম কত টাকা

কয়েক হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকায় সিলনি ইন্দ্র নীলা পাথর পাওয়া যায়। আবার খারাপ কোয়ালিটির সিলনি ইন্দ্র নীলা পাথরের দাম ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পার ক্যারেট পাওয়া যায়। আবার ১০ ক্যারেট সিলনি ইন্দ্র নীলা পাথরের দাম ৫০০০০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

আসল রত্ন ইন্দ্র নীলা পাথরের দাম কত

অরিজিনাল শ্রীলঙ্কান নীলা পাথরের দাম একটু বেশি হয়ে থাকে। অর্থাৎ নূন্যতম ৩০০০ থেকে ৫০০০ টাকা পার ক্যারেট নীলা পাথর পাওয়া যায়। এবং ইন্দ্র নীলা পাথর পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য যত ভালো মানের পাথর হবে তত দাম বেশি হবে। এবং ভালো কালারের উপরে ভালো দাম নির্ধারিত হয়।

এসব আসল রত্ন ইন্দ্র নীলা পাথর আফ্রিকার গুলো ন্যূনতম কোয়ালিটির ভিত্তি করে কয়েক হাজার টাকা দিয়ে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত পার ক্যারেট হতে পারে। আবার ২ হাজার থেকে থেকে ৫ হাজার টাকা পার ক্যারেট পাওয়া যায়।

নীলা পাথরের আংটির দাম কত

এই নীলা পাথরের আংটির দাম কত টাকা হবে তার সম্পূর্ণ নির্ভর করছে আংটিতে ব্যবহৃত কতটুকু নীলা পাথর লেগেছে এবং কত রত্নের। তবে আমরা জানি ন্যূনতম নীলা পাথর পার ক্যারেট হিসেবে পেতে পারি ১০০০ থেকে ২ হাজার টাকা। এবং ভালো মানের হিসেবে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত।

নূন্যতম একটি আংটিতে নীলা পাথর কোয়ালিটির উপর ভিত্তি করে ৭ থেকে ৮ হাজার টাকার নীলা পাথর ব্যবহৃত হতে পারে। এবং কয়েক ক্যারেট পর্যন্ত নীলা পাথর ব্যবহার করতে পারেন। যেটা ছোট বড় বিভিন্ন ডিজাইন অনুযায়ী নিরাপত্তা ব্যবহার করা যেতে পারে। তাই নীলা পাথরের আংটির দাম কত টাকা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে এই আলোচনা থেকে আপনারা বিস্তারিতভাবে নীলা পাথরের দাম কত টাকা হয় জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ 

Leave a Comment