বিজলি কেবল এর দাম কত ২০২৪

বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য বিজলি কোম্পানির তৈরি তারগুলো বেশ উপযোগী। দীর্ঘদিন ধরে এই কোম্পানিটি বাংলাদেশে ইলেকট্রিক ওয়্যার এর সাপ্লাই দিয়ে আসছে। আপনি যদি বাসা বাড়িতে নিরাপদ বৈদ্যুতিক লাইন স্থাপন করতে চান তাহলে বিজলি কোম্পানির তৈরি কেবলগুলো ব্যবহার করতে পারেন। বর্তমানে প্রায় সকল ইলেকট্রনিক্স পণ্যের দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। ঠিক তেমনি বিজলি কোম্পানি সহ অন্যান্য সকল কোম্পানির বৈদ্যুতিক তারের দাম পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

যে সকল লোকজন সম্প্রতি নতুন বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করতে যাচ্ছে তারা ইন্টারনেটে বিজলী ক্যাবল এর দাম কত টাকা বা ১ কয়েল বিজলি কোম্পানির তারের দাম কত তা খুঁজে বেড়ায়। সুতরাং আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনার সাথে বিজলি কেবল প্রাইস লিস্ট সহ আপনার বাসা বাড়ির জন্য কোন তারটি উপযোগী এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করার চেষ্টা করব।

বিজলি কেবল এর দাম কত ২০২৪

আমরা সকলেই জানি যে বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগের জন্য পিভিসি ইন্সুলেটেড সিঙ্গেল কোর কেবল বেশ উপযোগী। অনেকেই বাসা বাড়ির জন্য বিজলী ক্যাবল এর দাম কত টাকা তা খুঁজে থাকে। বর্তমান বাজারে বিজলি কোম্পানি কর্তৃক বাসা বাড়িতে বৈদ্যুতিক সম্পর্ক স্থাপনের জন্য প্রতি ১ কয়েল তারের দাম ২৩০০ টাকা থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করেছে।

আপনার সংযোগের ধরন অনুযায়ী আপনি চাইলে বিজলি কোম্পানির তৈরি বিভিন্ন ক্যাটাগরির বৈদ্যুতিক তার ব্যবহার করতে পারেন। আপনি যদি সাধারণত লাইট বা ফ্যানের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করতে চান তাহলে বিজলি 1.3 RM  অথবা 1.5rm তার এর জন্য যথেষ্ট। বর্তমান বাজারে ১.৩ আরএম এর বিজলী কোম্পানির তারের দাম ২৭০০ টাকা। আপনি যদি বিভিন্ন দোকান যাচাই-বাছাই করে এই তার ক্রয় করে থাকেন তাহলে হয়তো কিছুটা কমে কিনতে পারবেন। তবে সবসময় চেষ্টা করবেন বিজলি কোম্পানির অফিসিয়াল শোরুম থেকে সকল ইলেকট্রিক ওয়ার ক্রয় করার জন্য।

বিজলি কেবল দাম

বাংলাদেশে বিজলি কোম্পানির তার গুলো স্বাভাবিকভাবে বাসা বাড়িতে বা মিল ফ্যাক্টরিতে বৈদ্যুতিক সংযোগের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। অপরদিকে আপনি যদি চান তাহলে ইন্টারনেট সংযোগের জন্য অথবা ডিস সংযোগের জন্যেও বিজলী কোম্পানির তৈরি তার ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে যে সকল কোম্পানির ইলেকট্রিক তার কিনতে পাওয়া যায় তার মধ্যে বিজলি কোম্পানিটি অন্যতম। আপনারা যারা ইন্টারনেটে বিজলি কেবল দাম সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এই পোস্টে ইতিমধ্যেই তারের দাম সম্পর্কে আপডেট করা হয়েছে।

বিজক ১ কয়েল তারের দাম

বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য অথবা মিল ফ্যাক্টরিতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য যে সকল ইলেকট্রিক তার ক্রয় করা হয় তা সাধারণত ১ এক কয়েল হিসেবে বিক্রি করা হয়ে থাকে। আমরা জানি যে ১০০ মিটার অথবা ১০৯ গজ সমান ১ কয়েল তার। বিজলী কোম্পানি কর্তৃক যেহেতু বিভিন্ন ক্যাটাগরির তার তৈরি করা হয়ে থাকে তাই এর দামও বিভিন্ন ক্যাটাগরির উপর বিভিন্ন রকমের হয়ে থাকে।

বাসা বাড়িতে যে সকল ইলেকট্রিক তার ব্যবহার করা হয় তা বর্তমানে সর্বনিম্ন এক কয়েল তারের দাম হচ্ছে ২৩০০ টাকা। এভাবে তারের আরএম যতো বাড়তে থাকবে এর দামও তত বাড়তে থাকবে। বর্তমানে বিজলি কোম্পানি কর্তৃক বাসা বাড়িতে বৈদ্যুতিক স্থাপনের জন্য সর্বোচ্চ ১৬ আরএম এর তার তৈরি করা হয়। বর্তমান সময়ে ১৬ আরএম এক কয়েল বিজলি কোম্পানির তার এর দাম প্রায় ৩২ হাজার টাকা।

বিজলী ক্যাবল প্রাইস লিস্ট ২০২৪

বিশেষ করে বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য বিজলি কোম্পানির কেবল ব্যবহার বেশি করা হয়ে থাকে। অনেকেই এ কারণে নতুন বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের পূর্বে বিজলি কেবল প্রাইস লিস্ট খুঁজে থাকেন। সুতরাং আপনাদের সুবিধার্থে নিচের একটি টেবিলের মাধ্যমে বাসা বাড়িতে যে সকল ইলেকট্রিক তার ব্যবহার করা হয় তার একটি পূর্ণাঙ্গ প্রাইস লিস্ট শেয়ার করা হয়েছে।

বাসা বাড়ির কাজের জন্য সর্বনিম্ন ১ আর এম সিঙ্গেল কোর পিভিসি ইনসুলেটর কেবল ব্যবহার করা হয়। বর্তমানে এক আরএম ক্ষমতা সম্পন্ন বিজলি কোম্পানির ক্যাবলের দাম ২৩০০ টাকা। এবং বর্তমানে 16 আর এম এর এক কয়েল বিজলি কোম্পানি ক্যাবলের দাম প্রায় ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। নিচের দেওয়া টেবিল থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সকল কেবলের আপডেট প্রাইস লিস্ট টি সংগ্রহ করতে পারেন।

CapacityPer Coil Price in Bangladesh (Approx. in BYA Category)
1.0 rm2,300 BDT
1.3 rm2,900 BDT (This is 3/22)
1.5 rm3,280 BDT (It’s 3/20)
2.0 rm4,410 BDT (Also 3/20)
2.5 rm5,240 BDT
3.0 rm6,400 BDT (For 7/22)
4.0 rm8,200 BDT
4.5 rm9,360 BDT (Of, 7/20)
6 rm12,100 BDT (Extra BYA FR)
7 rm14,310 BDT (This is 7/18)
10 rm20,000 BDT
14.5 rm29,400 BDT (7/16)
16 rm32,000 BDT

শেষ কথা

আপনি যদি বাসা বাড়িতে কোন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার হাত হতে রক্ষা করতে চান তাহলে অবশ্যই বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে ভালো মানের বৈদ্যুতিক তার ব্যবহার করুন। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনার সাথে বিজলি কেবল এর দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতোমধ্যেই এই পোস্টের মাধ্যমে আপনি বিজলী কেবল প্রাইস লিস্ট সহ অন্যান্য যাবতীয় সকল তথ্য জানতে পেরেছেন। সুতরাং আপনার যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন।

Leave a Comment