প্রিন্টার মেশিনের দাম কত ২০২৪

প্রয়োজনীয় বিভিন্ন অফিস আদালতের কাগজপত্র ডকুমেন্ট হিসেবে রাখার জন্য আমাদের প্রিন্ট করার প্রয়োজন পড়ে। এবং দোকানে কাস্টমারদের দরকারী কাগজপত্র ফটোকপি অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে হয়। প্রতিনিয়ত প্রিন্টারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে কম্পিউটারের দোকান অথবা অফিস আদালতে প্রিন্টারের চাহিদা বেশি।

আপনারা যারা নতুন দোকান এর জন্য প্রিন্টার কিনতে চাচ্ছেন। অথবা অফিস আদালতের জন্য বিভিন্ন উন্নত মানের প্রিন্টার খুঁজতেছেন। অনেকেই আছেন বর্তমান প্রিন্টার মেশিনের দাম কত এই তথ্য জানেন না। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেট প্রিন্টার মেশিনের মূল্য উল্লেখ করেছি। আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রিন্টারের দাম জানতে পারবেন।

প্রিন্টার মেশিনের দাম কত

বর্তমান সময়ে আপনি প্রিন্টার কিনতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক মূল্য জেনে নেওয়া উচিত। কারণ কিছু দোকানদার আছে তারা প্রিন্টারের দাম অনেকটাই বেশি নিয়ে থাকে। আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ সঠিক মূল্য জানতে পারবেন। কোয়ালিটি অনুযায়ী প্রিন্টারের দাম কম বেশি হয়ে থাকে।

বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের প্রিন্টার পাওয়া যায়। নতুন আপডেট প্রিন্টার গুলো কিনতে আপনার খরচ অনেকটাই বেশি পড়বে। বর্তমান সময়ে একটি প্রিন্টার কিনতে চাইলে আপনার ৮ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৯৫ হাজার টাকার উপরে বাজেট রাখতে হবে। এবং আরো ভালো কোয়ালিটির প্রিন্টার কিনতে চাইলে আরো বেশি টাকা খরচ হবে।

স্ক্যানার সহ প্রিন্টার দাম

বাংলাদেশে এখন বিভিন্ন কোম্পানি আপডেট করে স্ক্যানার সহ প্রিন্টার তৈরি করেছে। আপনি একটি প্রিন্টারের মধ্যে ফটোকপি সহ স্ক্যানার এবং প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারের কোয়ালিটি অনুযায়ী দাম অনেকটাই কম বেশি হয়। ভালো কোম্পানির স্ক্যানার সহ প্রিন্টার কিনতে চাইলে আপনাকে বেশি টাকা বাজেট রাখতে হবে। আগের তুলনায় প্রত্যেকটা প্রিন্টারের দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি হয়েছে। দেখে নিন কয়েকটি স্ক্যানার সহ প্রিন্টারের বর্তমান মূল্যঃ

  • HP Smart Tank 500 All-in-One Printer দাম ১৫,৫০০ টাকা। 
  • HP Smart Tank 515 Wireless All-in-One Printer দাম ১৬,০০০ টাকা। 
  • Brother DCP-T720DW Printer দাম ২৮,৫০০ টাকা। 
  • Xerox B230 A4 Mono Laser Printer ২৯,৫০০ টাকা। 
  • Epson L805 Wireless Photo Ink Tank Printer দাম ৩৮,৩০০ টাকা। 
  • Epson EcoTank L18050 Wi-Fi Photo Printer ৬৭,৭০০ টাকা।

সাদা কালো প্রিন্টার দাম

বিশেষ করে ছোট প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত কাজ করার জন্য সাদাকালো প্রিন্টার প্রয়োজন পড়ে। সাদা কালো প্রিন্টে অনেকটাই খরচ কম হয়। এবং প্রিন্টারের দাম অন্যান্য প্রিন্টারের থেকে তুলনায় কম। আপনারা অনেকেই আছেন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজ করার জন্য সাদাকালো প্রিন্টারের দাম খুঁজতেছেন। বর্তমান সময়ে সাদা কালো প্রিন্টারের দাম আগের তুলনায় একটু বৃদ্ধি হয়েছে। আপনি যদি বর্তমান সময়ে একটি সাদা কালো প্রিন্টার কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে সর্বনিম্ন ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা।

ইপসন প্রিন্টারের দাম

বাংলাদেশে অনেক আগে থেকে ইপসন প্রিন্টারের চাহিদা অনেক বেশি। বিভিন্ন অফিস আদালতে ও দোকানের জন্য ইপসন প্রিন্টার পছন্দ করে থাকে। কারণ এপসন প্রিন্টার দিয়ে ছবি, ফটোকপি এবং স্ক্যান খুব ভালো এবং কি পরিষ্কার হয়। এজন্য সবাই পছন্দের তালিকায় ইপসন প্রিন্টার রাখে। বর্তমানে অনেকেই ইপসন প্রিন্টার কিনতে চাচ্ছেন কিন্তু সঠিক মূল্য জানেন না। আগের তুলনায় বর্তমান প্রত্যেকটা ইপসন প্রিন্টার এর দাম প্রায় ২ হাজার টাকা বৃদ্ধি হয়েছে। দেখে নিন বর্তমান কয়েক ইপসন প্রিন্টারের মূল্য তালিকাঃ 

ইপসন প্রিন্টারের নাম দাম 
Epson EcoTank L3215 Printer১৭,৫০০ টাকা। 
Epson EcoTank L3250 Wi-Fi Printer১৮,৯০০ টাকা। 
Epson EcoTank Monochrome M2170 Wi-Fi Printer২৯,৫০০ টাকা। 
Epson EcoTank L8050 6-Color A4 Photo Printer with Wi-Fi৩১,০০০ টাকা। 
Epson EcoTank L6270 Wi-Fi Printer৪৩,২০০ টাকা। 
Epson EcoTank L14150 Wi-Fi Wide-Format Printer৬৮,০০০ টাকা। 

ক্যানন প্রিন্টার দাম কত

প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেক প্রতিনিয়ত প্রিন্টারের চাহিদা বেড়েই চলেছে। প্রিন্টারের মধ্যে canon প্রিন্টার অন্যতম। এই প্রিন্টার অনেক দিন টেক সই হয় এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। আপনারা যারা ক্যানন প্রিন্টারের দাম খুঁজতেছেন। তারা আমাদের এই লেখাটির মাধ্যমে বর্তমান ক্যানন প্রিন্টারের আপডেট মূল্য জানতে পারবেন। canon প্রিন্টার ৭,৮০০ টাকা থেকে শুরু করে ৯৭,০০০ টাকা পর্যন্ত রয়েছে।

ক্যানন প্রিন্টারের দামটাকা
Canon Pixma iP2770 Color Inkjet Printer৭,৮০০ টাকা। 
Canon Pixma G1010 Ink Tank Color Printer১৩,৫০০ টাকা। 
Canon Pixma G1810 Ink Efficient Printer১৪,০০০ টাকা। 
Canon Pixma G2010 Refillable Ink Tank All-In-One Printer১৫,৩০০ টাকা। 
Canon Pixma G3010 All-In-One Wi-Fi Printer১৯,৫০০ টাকা। 
Canon Pixma G4010 All-In-One Wireless Printer২৮,৫০০ টাকা।
Canon LBP 6230dn imageCLASS A4 Black Laser Printer৩৯,৫০০ টাকা। 
Canon imageRUNNER 2206 3-In-1 Laser Printer৯৭,০০০ টাকা। 

পুরাতন প্রিন্টারের দাম

কিছু শোরুমে অথবা প্রিন্টারের দোকানে পুরাতন প্রিন্টার পাওয়া যায়। অনেকেই আছে প্রিন্টার প্রয়োজন পড়ে না। এবং কি পুরাতন হয়েছে এই প্রিন্টার গুলো তারা এক্সচেঞ্জ করে নতুন প্রিন্টার নিয়ে যায়। আবার কিছু মানুষ আছে অল্প কিছুদিন ব্যবহার করে প্রিন্টার বিক্রি করে দেয়। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে পুরাতন প্রিন্টারের মূল্য উল্লেখ করেছি।

আসলে পুরাতন প্রিন্টারের ব্যবহারের কন্ডিশন অনুযায়ী দাম হয়ে থাকে। ভালো মানের প্রিন্টার অল্প কিছুদিন ব্যবহার করা হয়ে থাকলে তাহলে দাম অনেকটাই বেশি হবে। আপনি যদি বর্তমানে একটি পুরাতন প্রিন্টার কিনতে চান তাহলে সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মত লাগবে। এবং ভালো মানের প্রিন্টার কিনতে চাইলে বেশি টাকা বাজেট থাকতে হবে।

কোন প্রিন্টার সবচেয়ে ভালো

প্রিন্টার কেনার আগে প্রায় শতভাগ মানুষের মনে প্রশ্ন থাকে সবচেয়ে কোন প্রিন্টারটি ভালো। এটা মূলত ব্যবহারের উপর ভালো-মন্দ ডিপেন্ড করে। সবার পছন্দই এক রকম হয় না। বাংলাদেশের উন্নত মানের ব্র্যান্ডগুলোর মধ্যে  canon, hp, brothers, Epson বর্তমান এই চারটি কোম্পানির প্রত্যেকটা মানুষের কাছে অনেক জনপ্রিয়।

প্রত্যেকটা কোম্পানির  প্রিন্টার আলাদা আলাদা ভালো দিক রয়েছে। আপনারা এই চারটি কোম্পানি থেকে যে কোন একটি কোম্পানির প্রিন্টার কিনলে অনেকটাই ভালো সার্ভিস পাবেন। এবং  প্রিন্টার যদি ভালো করে যত্নসহ করে ব্যবহার করেন, তাহলে অনেক দিন টেকসই হবে।

শেষ কথা

আপনারা যারা বিভিন্ন অফিস আদালত এবং প্রতিষ্ঠানের জন্য প্রিন্টার কেনার কথা ভাবতেছেন। এবং অনেকেই ব্যক্তিগত কাজের জন্য ঘরে প্রিন্টার কিনে থাকেন। সবাই প্রিন্টার কেনার আগে অনলাইনের মাধ্যমে সঠিক দাম জানার চেষ্টা করে। ইতিমধ্যেই আমরা এই পোস্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রিন্টারের আপডেট মূল্য জানিয়েছি। আশা করি, আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে প্রিন্টার মেশিনের দাম কত জানতে পেরেছেন। ধন্যবাদ

Leave a Comment