বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪

বাংলাদেশের প্রায় সব ছেলেদেরই বাইকের প্রতি একটা আসক্তি আছে। বাইক চালানো একটি শখ বলতেই চলে। বাইকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং উন্নত মানের বাইক হচ্ছে বাজাজ ডিসকভার। কারণ এই ডিসকভার বাইকগুলো ছোট থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত লোকেরাও চালাতে পারে। এবং সব ধরনের লোকেদের সাথে বাজাজ ডিসকভার বাইক মানান সই হয়। 

অনেকেই কম টাকার মধ্যে একটি বাজাজ ডিসকভার বাইক কিনতে চায়। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন বাইকের দাম হঠাৎ করে বেড়েই চলেছে। এবং আগের তুলনায় বর্তমানে বাইকের চাহিদা অনেকটাই বেশি। সবারই উচিত বাইক কেনার আগে বর্তমান সঠিক দাম জেনে নেওয়া। আপনি দোকানে কিনতে গেলে যেন সঠিক দামটি বলে বাইকটি কিনতে পারেন। তাহলে এই পোস্টটি পড়ে বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম কত জেনে নিন।

বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম

কিছুদিন পরপর এই শোনা যায় বাজাজ কোম্পানির বাইকগুলোর দাম বৃদ্ধি হচ্ছে। কারণ বাংলাদেশে প্রতিনিয়ত বাজাজ কোম্পানির বাইকের চাহিদা বেড়েই চলেছে। বাজাজ ডিসকভার মোটরসাইকেল সব দিকেই ভালো সার্ভিস দিয়ে থাকে এবং মাইলেজ অন্যান্য বাইকের থেকে অনেকটাই বেশি। এই বাইকটি ব্যবহার করে অফিস আদালত এবং বিভিন্ন দরকারি কাজে যেতে পারবেন। বর্তমানে ১২৫ সিসি ডিসকভার বাইক এর দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। অর্থাৎ বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের মূল্য ১ লক্ষ ৫৩ হাজার টাকা।

ডিসকভার 125 বাংলাদেশ প্রাইস

বাংলাদেশ ডিসকভার ১২৫ সিসি বাইকের চাহিদা অনেকটাই বেশি। অনেক মানুষ আছে তারা ডিসকভার ১২৫ সিসি বাইক কেনার আগে অনলাইনে দাম জানার চেষ্টা করে। বাংলাদেশের কিছু দোকানদার আছে বেশি লাভবান হওয়ার জন্য অনেকটাই দাম বেশি চায়। এই জন্য আপনাকে সঠিক দাম জানতে হবে। বর্তমান বাংলাদেশ ডিসকভার ১২৫ সিসি প্রাইস ১,৫৩,০০০ টাকা।

১২৫ সিসি বাইকের ইন্জিন এর বিবারণ

আপনি বাইক কেনার আগে অবশ্যই আগে ইন্জিন এর তথ্য টা দেখবেন। কারণ একটা বাইক এর মূল যন্ত্র হলো ইন্জিন। সবাই বাইক কেনার আগে ইন্জিন এর তথ্য খুঁজে থাকে। তাহলে দেখুুন ১২৫ সিসি বাইকের ইন্জিন এর তথ্য গুলোঃ

  1. ইঞ্জিনটি 7,500 rpm-এ 11.5 bhp-এর সর্বাধিক পাওয়ার আউটপুট এবং 5,500 rpm-এ 11 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম ।
  2. ইঞ্জিনটি একটি 5-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত।
  3. Bajaj Discover 125 একটি 124.5cc একক-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত।
  4. ইন্জিন এর ক্ষমতা সর্বোচ্চ ১২৪.৫ সিসি। 
  5. একক-সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-কুলড, ডিটিএস-আই ইঞ্জিন।
  6. সর্বোচ্চ টর্ক 11 Nm @ 5,500 rpm.
  7. সর্বোচ্চ শক্তি 11.5 bhp @ 7,500 rpm.
  8. কম্প্রেশন অনুপাত 10.2:1.
  9. স্টার্টিং সিস্টেম ইলেকট্রিক স্টার্ট এবং কিক স্টার্ট।
  10. জ্বালানী সিস্টেম কার্বুরেটর।
  11. বোর এক্স স্ট্রোক 56 মিমি x 50.7 মিমি।

বাজাজ ডিসকভার ১০০ সিসি দাম

যাদের একটু কম টাকা বাজেট তাদের জন্য বাজাজ ডিসকভার ১০০ সিসি বাইক উপযোগী। এই ১০০ সিসি ডিসকভার বাইক সাধারণ মানুষ বেশি ব্যবহার করে। অন্যান্য বাইক এর তুলনায় ১০০ সিসি বাইকের দাম আগের বছরের থেকে অনেকটাই বেড়ে গেছে। সোরুম থেকে বর্তমান বাজাজ ডিসকভার ১০০ সিসি বাইক কিনতে চাইলে আপনার খরচ পরবে ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা। কিছু সময় কম্পানি থেকে অফার দিলে দাম কম বেশি হতে পারে।

বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৪

অনেক মানুষ আছে প্রয়োজনীয় কাজের জন্য অথবা শখের বসে বাইক চালানোর জন্য বাজাজ ডিসকভার বাইক কিনতে চায়। কিছু মানুষের পছন্দ ১১০ সিসির বাজাজ ডিসকভার বাইক। কিন্তু ১১০ সিসি বাইকের দাম কত সে সম্পর্কে অনেকের ধারণা নাই। বর্তমান বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের দাম হলো ১,২৬,০০০ থেকে ১,৩৭,০০০ টাকা। অনেক সময় দাম বিভিন্ন কারণে উঠানামা করে। এবং এই বাজার 110 সিসি বাইকের মাইলেজ পাওয়া যাবে ৬৫ থেকে ৭৫ কিলো পর্যন্ত।

বাংলাদেশে ডিসকভার ১২৫ বাইকের মাইলেজ কত

ডিসকভার গাড়ি গুলো সবসময়ই অন্যান্য বাইক এর থেকে অনেক টাই বেশি মাইলেজ পাওয়া যায়। বিশেষ করে ডিসকাভার বাইক এ ফুয়েল একেবারেই কম খরচ হয়। অর্থাৎ ডিসকভার ১২৫ সিসি ১লিটার তৈল এ মাইলেজ পাওয়া যাবে ৭৫ থেকে ৮২ কি.মি. পর্যন্ত। অনেক সময় বিভিন্ন কারণে মাইলেজ কম বেশি হতে পারে। 

বাংলাদেশে ডিসকভার ১২৫ বাইকের জ্বালনী ট্যাংকের ক্ষমতা কত লিটার ?

বাংলাদেশের ডিসকভার ১২৫ সিসি বাইকের সর্বোচ্চ জ্বালানি ট্যাংকের ক্ষমতা থাকে ১০ লিটার। আপনি তেলের পাম্প থেকে একবারে ফুল ট্যাংকি করতে চাইলে ১০ লিটার পর্যন্ত তেল তুলতে পারবেন।

শেষ কথা

বাজাজ ডিসকাভার বাইক প্রেমিদের জন্য আমাদের এই পোষ্ট অনেক উপকারি ছিল। কারণ আমরা এই পোষ্টের মাধ্যমে কয়েকটি বাজাজ মোটরসাইকেল এর বর্তমান দাম উল্লেখ করে দিয়েছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ন পোষ্টটি পড়ে বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম কত জানতে পেরেছেন। এই রকম আরো বিভিন্ন জিনিসের দাম জানতে চাইলে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন। ধন্যবাদ

Leave a Comment