আজকে টিনের দাম ২০২৪

গত কয়েক মাস পূর্বে প্রতিবান টিনের দাম ৮ থেকে ১০ হাজার টাকার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির টিন পাওয়া যায়। যা এই ঢেউটিন আপনার ঘরকে সৌন্দর্যসহ মজবুত করতে সহায়তা করবে। টিনের মূল্য নির্ধারিত করা হয় বান হিসেবে। এবং এর পুরুত্ব নির্বাচন করে তিনের মূল্য নির্ধারণ করা হয়।

ঘরের বেড়া সহ টিনের চাল বিভিন্ন ফিট অনুযায়ী আপনি বাংলাদেশের যেকোন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রতিবান টিনের দাম সর্বনিম্ন ২৭০০ টাকা থেকে শুরু করে ১২০০০ টাকায় পেয়ে যাবেন। তবে আরো উন্নত মানের টিনের থেকেও বেশি মূল্য। তবে পূর্বের থেকে আজকে টিনের দাম অনেকটা বেশি।

আজকে টিনের দাম

বাংলাদেশের উপরে বিশ্বেই এই টিনের কদর রয়েছে অনেক। ঘর তৈরীর জন্য মানুষ বিভিন্ন ধরনের টিন ব্যবহার করে থাকেন। আর বাংলাদেশে কয়েকটি টিন কোম্পানি। যে টিন গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় ঘর তৈরির জন্য। আবুল খায়ের গরু মার্কা টিন পেয়ে যাবেন। এবং এরাবিয়ান হর্স টিন পেয়ে যাবেন।

তবে প্রত্যেক কোম্পানির আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে টিন তৈরি করে থাকে। যেমন আবুল খায়ের গরু মার্কা টিনের দাম সাইজ এবং পুরুত্তরের উপর ভিত্তি করে ২৭০০ টাকা থেকে শুরু করে প্রায় আট হাজার টাকা। এবং ৯ হাজার থেকে ১০ হাজার টাকা দিয়েও প্রতিবান টিন আপনি ক্রয় করতে পারবেন।

এক বান টিনের দাম কত ২০২৪

টিন ক্রয় করার সময় লক্ষ্য রাখবেন এবং দোকানে কে জিজ্ঞেস করবেন এতে জিংকের প্রলেপ দেওয়া আছে কিনা। যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে আপনারা রান্নার ঘরের চালের জন্য ব্যবহার করতে পারবেন বহুদিন। আর একটি বিষয় অবশ্যই লক্ষ্য করুন আপনার ক্রয় কৃত টিনের গুরুত্ব কতটুকু।

যেমন পুরুত্ব অনুযায়ী 0.12 মিমি আবুল খায়ের টিনের দাম ২৭৫০ টাকা। এবং 0.50 মিমি আবুল খায়ের টিনের দাম ৮৫০০ টাকা। এছাড়াও বহু জনপ্রিয় কোম্পানির 0.260mm Php আরিয়ান হর্স সুপার কালার ১ বান ঢেউটিন মূল্য ৬০০০ টাকা। এবং ০.১৬ MM সাইজের আবুল খায়ের  রঙিন টিনের দাম ৩৪০০ টাকা।

১ বান ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম কত?

এই ইন্ডাস্ট্রিয়াল টিন মূলত স্কয়ার ফিট হিসেবে বিক্রি করা হয়। এমনকি এই টিন গুলো বিভিন্ন কারখানাতৈরি করতে ব্যবহার করা হয়। এবং প্রতি বর্গফুট ইন্ডাস্ট্রিয়াল টিমের মূল্য এই পুরত্ব এবং সাইজ অনুযায়ী আলাদা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল টিন সাধারণত 36 mm থেকে 50 mm পর্যন্ত মোটা বা চিকন হয়ে থাকে। এবং এই টিন গুলো চওড়া বা প্রস্থ প্রায়  33, 36, 43,  45 ইঞ্চি হয়ে থাকে।

  • ০.৩৬ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৪৮ টাকা।
  • ০.৩৮ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫০ টাকা।
  • 0.৪০ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫৬টাকা।
  • ০.৪২ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫২ টাকা।
  • ০.৪৫ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫৯ টাকা।
  • ০.৪৬ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৬৪ টাকা।
  • ০.৪৭ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৬৭ টাকা।
  • ০.৫০ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৭২ টাকা।

এই ইন্ডাস্ট্রিয়াল দিনগুলোর মধ্যে সবচেয়ে মোটা টিন হলো ০.৫০ MM যার প্রতি স্কয়ার ফিটের দাম ৭২ টাকা।

পিএইচপি এরাবিয়ান হর্স টিনের দাম কত

বাংলাদেশে এই পিএইচপি এরাবিয়ান হর্স টিনের প্রচুর চাহিদা রয়েছে। এবং দাম পূর্ব থেকে একটি পরিবর্তন হয়েছে। যেমন পুরত্বের দিক ৫০০ মিলিমিটার মোটা পিএইচপি এরাবিয়ান হর্স ১ বান টিনের দাম ৮৯০০ টাকা। এবং ৪৬০ মিলিমিটার পিএইচপি এরাবিয়ান হর্স ১ বান টিনের দাম ৮০০০ টাকা, ৪২০ মিলিমিটার মোটা পিএইচপি এরাবিয়ান হর্স ১ বান টিনের দাম ৭৫০০ টাকা। অতঃপর আজকে টিনের দাম  কত তা বিস্তারিত জানুন।

  • ৩৪০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৬৮০০ টাকা
  • ৩২০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৬৩০০ টাকা
  • ২৬০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৫৮০০ টাকা
  • ২২০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৫৫৫০ টাকা
  • ১৯০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৪৪০০ টাকা
  • ১৫০ মি:মি: মোটা ১ বান টিনের দাম ৩৭০০ টাকা

এই Php এরাবিয়ান হর্স টিনের মধ্যে ১৫০ মিলিমিটার এক বান টিনের দাম ৩৫০০ থেকে ৩৭০০ টাকা। এবং ৬০০০ হাজার থেকে ৭ হাজার টাকার টাকার মধ্যেও সাধারণ মানের পিএইচপি টিন পাওয়া যায়। এমনকি ৬ ফিট থেকে শুরু করে ১২ ফিট পর্যন্ত পিএইচপি টিন পাওয়া যায়। এবং সর্বোচ্চ 0.৪২০ mm পিএইচপি ১ বান কালার টিনের মূল্য ৯৫০০ টাকা।

আবুল খায়ের রঙিন টিনের দাম কত

এই আবুল খায়ের কোম্পানির বিভিন্ন ধরনের টিন বাংলাদেশের পাওয়া যায়। সাধারণ টিন থেকে শুরু করে বিভিন্ন রঙিন টিন পাওয়া যায়। তাই আপনি কোন ধরনের টিন ক্রয় করবেন তা সবার পূর্বে নির্বাচন করুন। যেমন গুরুত্ব বা সাইজের দিক বিবেচনা করলে এই আবুল খায়ের রঙ্গিন টিনের দাম ৩০০০ থেকে প্রায় ৯০০০ টাকা। অর্থাৎ ৬ থেকে ১০ ফিট আবুল খায়ের টিনের দাম নির্ধারিত ৯০০০ টাকা পর্যন্ত। বা কিছু কিছু দোকানীতে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

  • 0.320 মিমি আবুল খায়ের 1 বান রঙিন টিনের দাম ৭০৫০ টাকা।
  • 0.420 মিমি আবুল খায়ের 1 বান রঙিন টিনের দাম ৬৯০০ টাকা।
  • 0.320 মিমি আবুল খায়ের 1 বান রঙিন টিনের দাম ৫৮৫০ টাকা।
  • 0.260 মিমি আবুল খায়ের 1 বান রঙিন টিনের দাম ৫৪০০ টাকা।

৮ ফুট টিনের দাম কত

এই আবুল খায়ের ৬ থেকে ১০ ফিট টিনের এর দাম ০৯ থেকে ১০ হাজার টাকা। তবে ৮ ফিট টিন যে কোন কোম্পানির আপনি সর্বনিম্ন ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। ৬ ফিট টিনে ১০ টিতে ১ বান ধরা হয়। প্রত্যেক কোম্পানিতে উৎপন্ন ৬ থেকে শুরু করে প্রায় ১২ ফিট পর্যন্ত টিন রয়েছে। অর্থাৎ ৮ ফুট টিনের দাম ৩৭০০ থেকে ৪ হাজার টাকা। 

টালি টিনের দাম কত ২০২৪

এই টালি টিন গুলো ৩৪ থেকে ৩৬ ইঞ্চি চওড়া এবং ৩০ থেকে ৩৫ ফুট লম্বা হয়। টিনের আকারের উপর নির্ভর করে এই সকল টিনের দাম। এই টিন গুলো আর পাতলা এবং বেশি পুরু সব ধরনের পাওয়া যায়। তবে সকল ধরনের তালি টিনের দাম সর্বনিম্ন ৩০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত। নিচে বিস্তারিত দেওয়া হল।

  • ০.৩৬ মিমি. টালি টিনের মূল্য ৩৮-৪২ টাকা।
  • ০.৪২ মিমি. টালি টিনের মূল্য ৪২-৪৫ টাকা।
  • ০.৪৫ মিমি. টালি টিনের মূল্য ৫১ টাকা।
  • ০.৪৬ মিমি. টালি টিনের মূল্য ৫৫ টাকা।
  • ০.৪৭ মিমি. টালি টিনের মূল্য ৫৯ টাকা।
  • ০.৫০ মিমি. টালি টিনের মূল্য ৬৫ টাকা।

প্লাস্টিকের টিনের দাম কত ২০২৪

প্লাস্টিকের টিন গুলো সর্বোচ্চ উচ্চতা ছয় থেকে আবার ফুট পর্যন্ত হয়। এবং এর প্রশ্নটা অর্থাৎ পাশে ২৬ থেকে ৩৬ ইঞ্চি হয়। এবং মোটা হয়ে থাকে এক থেকে চার মিলিমিটার পর্যন্ত। বাংলাদেশের মূলত তিন ধরনের প্লাস্টিকের টিন পাওয়া যায়। প্রথমত চায়না টিন পাওয়া যায়, সিঙ্গাপুরের রিজেন্ট, এবং বেশি টিন পাওয়া যায়। এই দিনগুলো কখনোই বান হিসেবে বিক্রি করা হয় না। এই টিন গুলো আপনি প্রতি স্কয়ার ফিট হিসেবে পেয়ে যাবেন।

  • 1mm মিমি চায়না প্লাস্টিকের টিনের মূল্য ৩৮-৪২ টাকা।
  • 1.5 টালি টিনের মূল্য ৪২-৪৫ টাকা।
  • 2mm চায়না প্লাস্টিকেরটিনের মূল্য ৫১-৫২ টাকা।
  • 3mm চায়না প্লাস্টিকেরটিনের মূল্য ৫৬ টাকা।

তবে এই প্লাস্টিকের টিনের দাম গুলোর কিছুটা পরিবর্তন হতে পারে। তবে বাংলাদেশের বাজারে বর্তমানে সকল টিনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে।

জালালাবাদ রঙিন টিনের দাম কত

এই জালালাবাদ রঙিন টিন বান হিসেবে পাওয়া যায়। বাংলাদেশে এই টিনের চাহিদা প্রচুর। বিশেষ করে যে কোন ধরনের রঙিন টিনের চাহিদা বাংলাদেশের প্রচুর রয়েছে। এটিনের ফুট এবং সাইজের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। ১২০ মিলিমিটার থেকে ৫২০ মিলিমিটার দূরত্বের জালালাবাদ রঙিন টিন ক্রয় করতে পারবেন। যেমন নিচে এর মূল্য তালিকা উল্লেখ করা হলো।

  • ১২০ মিলিমিটার প্রতি ১বান জালালাবাদ এর রঙিন টিনের দাম ৩৯৫০ টাকা।
  • ১৯০ মিলিমিটার জালালাবাদ রঙিন টিনের দাম প্রতি বান ৫৩০০ টাকা।
  • ২২০ মিলিমিটার মোটা ১ বান জালালাবাদের রঙিন টিনের দাম ৫৮৫০ টাকা।
  • ২৬০ মিলিমিটার মোটা জালালাবাদের রঙিন টিন প্রতি ১ বান দাম ৬৭০০ টাকা।
  • ৩২০ মিলিমিটার মোটা জালালাবাদ এর রঙিন টিন প্রতি ১ বানের দাম ৭১৫০ টাকা।
  • ৩৬০ মিলিমিটার মোটা জালালাবাদের রঙিন টিন প্রতি বান ৭৯০০ টাকা।
  • ৪২০ মিলিমিটার মোটা ১ বান জালালাবাদ এর রঙিন টিনের দাম ৮৬০০ টাকা।
  • ৪৬০ মিলিমিটার মোটা প্রতি বান জালালাবাদ এর রঙিন টিনের দাম ৯৫০০ টাকা।
  • ৫২০ মিলিমিটার পুরু জালালাবাদ এর রঙিন টিনের দাম ১০৫০০ টাকা।

শেষ কথা

প্রতিনিয়ত এ সকল পণ্যের দাম পরিবর্তন হয়। তাই একজন ব্যক্তির জন্য সঠিক এবং নির্ভুল দাম জেনে নেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টিন ক্রয় করার পূর্বে অবশ্যই আজকে টিনের দাম  কত তা বিস্তারিত জেনে নেওয়া উচিত। যদি এই পোস্ট থেকে আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment