RFL পানির ফিল্টার দাম ২০২৪

পানির অপর নাম জীবন হলেও, দূষিত পানির অপর নাম মরণ হতে পারে। তাই খাবার পানি কতটা বিশুদ্ধ হওয়া জরুরী তা আমরা সবাই জেনে থাকি। বিশুদ্ধ পানির অভাবে পানি বাহিত রোগ, টাইফয়েড জ্বরসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে। তবে বর্তমান সময়ে মানুষ অনেক বেশি সচেতন। তাইতো পানিকে বিশুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে থাকেন।

তবে দূষিত পানিকে জীবাণু মুক্ত করতে বাংলাদেশের অন্যতম এক জনপ্রিয় ওয়াটার ফিল্টার ব্র্যান্ড হচ্ছে আরএফএল কোম্পানি। প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে এই কোম্পানির আওতাধীন বর্তমানে ক্ষুদ্র পরিসরে আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

তাদের কোম্পানি দ্বারা উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে কৃষি জাতীয়, গার্মেন্টস জাতীয়, ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন প্রকার খাদ্য জাতীয় পণ্য। তাই পানিকে একদম জীবাণুমুক্ত করতে এই বিশ্বস্ত RFL কোম্পানির পানির ফিল্টার দাম কত টাকা তা এই পোস্ট থেকে বিস্তারিত জেনে নিন।

RFL পানির ফিল্টার দাম

আমাদের খাবার পানি যথেষ্ট পরিমাণ জীবাণুমুক্ত হওয়া উচিত। তা না হলে আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কোম্পানি দ্বারা পানির ফিল্টার উৎপাদিত হয় এবং তৈরি হয়। এর মধ্যে উল্লেখিত সব থেকে বিশুদ্ধ পানি ফিল্টার করতে আরএফএল কোম্পানির পানির ফিল্টারের অনেকটা সুনাম নাম রয়েছে।

তবে ন্যূনতম আর এফ এল কোম্পানির পানির ফিল্টারের দাম ১৮০০ থেকে ২৫০০ টাকায় পেয়ে যাবেন। তবে ক্যাপাসিটির উপর ভিত্তি করে ২০ লিটার ২৪ লিটার অথবা ২৮ লিটার পর্যন্ত আর এফ এল কোম্পানির পানির ফিল্টার পাওয়া যায়। তাই অবিশুদ্ধ পানিতে থাকা পরজীবী, ব্যাকটেরিয়া, শেওলা, ভাইরাস, ছত্রাকসহ বিভিন্ন ধরনের বস্তুকণার ঘনত্ব কমাতে আরএফএল পানির ফিল্টার ব্যবহার করুন।

rfl পানির ফিল্টার দাম বাংলাদেশ ২০২৪

RFL কোম্পানি দ্বারা বিভিন্ন মডেলের পানির ফিল্টার পাওয়া যায়। যেগুলোর দাম ন্যূনতম ১৭০০ থেকে ১৮০০ টাকা হয়ে থাকে। এছাড়াও মডেলের উপর ভিত্তি করে আরএফএল পানির ফিল্টারের দাম ২৪০০ টাকা ২৮০০ টাকা এবং ৪০০০ টাকা পর্যন্ত হয়। যেহেতু বিভিন্ন মডেলের এবং মানের আরএফএল পানি ফিল্টার পাওয়া যায়। তাই নিচ থেকে কয়েকটি পানির ফিল্টারের দাম বিস্তারিত জেনে নিন।

আরএফএল পানির ফিল্টার ২০ লিটার দাম

এই কোম্পানি পানি ফিল্টার অনেক বেশি মজবুত এবং ভালো মানের হয়ে থাকে। তবে ২০ লিটার পানি ধারণকৃত এই আরএফএল পানির ফিল্টারের দাম ২২০০ টাকা থেকে ২৪০০ টাকা। অল্প ধারণকৃত এই পানির ফিল্টার এর দাম কম টাকা হলেও দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও মানের উপর ভিত্তি করে ২০ লিটার আরএফএল ওয়াটার পানির ফিল্টারের দাম ৩৫০০ থেকে ৪ হাজার টাকা।

আরএফএল ওয়াটার ফিল্টার ২৪ লিটারের দাম কত

শুধুমাত্র আর এফ এল কোম্পানির ২৪ লিটার ক্যাপাসিটি সমৃদ্ধ ওয়াটার ফিল্টারের দাম মাত্র ২৬০০ থেকে ২৭০০ টাকা। যেখানে অন্যান্য কোম্পানির ২৪ লিটার ওয়াটার ফিল্টারের দাম ৩০০০ থেকে ৩৫০০ অথবা এ থেকে বেশি। তাই অল্প দামের মধ্যে ভালো মানের ওয়াটার ফিল্টার করতে rfl ওয়াটার ফিল্টার ক্রয় করুন।

আরএফএল পানির ফিল্টার ২৮ লিটারের দাম

ক্যাপাসিটির উপর ভিত্তি করে এবং মানের উপর ভিত্তি করে rfl কোম্পানির পানির ফিল্টারের দামের পার্থক্য হয়। যেমন ২৮ লিটারের দাম ২৬৫০ থেকে ৩০০০ টাকায় পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু আরএফএল পানির ফিল্টার পাওয়া যায় 3500 থেকে 4000 টাকা দিয়ে। তবে আপনার নিকটস্থ দোকানে আর এফ এল কোম্পানির 28 লিটার পেয়ে যাবেন মাত্র ২৬০০ থেকে ৩৫০০ টাকায়।

শেষ কথা

আরএফএল কোম্পানির পানির ফিল্টার মোটামুটি ভালো মানের ক্রয় করতে হলে আপনার বাজেট রাখতে হবে ৩০০০ থেকে ৩৫০০ টাকা। আশা করতেছি ইতিমধ্যে এই RFL পানির ফিল্টার দাম এই পোস্ট থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment