এলপিজি গ্যাসের দাম ২০২৪

বর্তমান যুগ জ্বালানির যুগ। এখন কোন সিঙ্গেল পরিবার নেই যারা এলপিজি গ্যাস ব্যবহার করে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে এলপিজি গ্যাস ও অন্যতম ভূমিকা পালন করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এলপিজি গ্যাসের দামও দিন দিন অনেকটা বেড়েছে চলছে। তাই এলপিজি গ্যাস এই কয়েক মাসের মধ্যে কতটা বেড়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রতিবেদনে আপনাদেরকে এলপিজি গ্যাসের দাম কত তা নিয়ে বিস্তারিত জানাবো। প্রতি বোতল এলপিজি গ্যাসের মূল্য ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বেশ কিছুদিন আগেও ১ বোতল এলপিজি গ্যাসের দাম ছিল ১০৭০ টাকা, তা এখন বৃদ্ধি পেয়ে ১১৫০ টাকা হয়েছে। যারা এলপিজি গ্যাসের দাম সম্পর্কে অবগত নন বা দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে তাই এখনো জানেন না তারা এ প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

এলপিজি গ্যাসের দাম ২০২৪

এমনিতেই দেশের সকল জিনিসপত্রের দাম খুবই অস্বাভাবিক। এর মধ্যে এলপিজি গ্যাসের দাম আরো বাড়ায় জনগণ একটা হয়রানির মধ্যে পড়েছে। জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ছিল ১১৫০ টাকা বর্তমানে এখন ১২কেজি একটি এলপিজি গ্যাসের দাম ১২০০ টাকার উপরে। ১২ কেজি , ৩০ কেজি এবং ৪৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। তবে এর দাম এক একটা একেক রকমের যত বেশি ওজন দাম ও ততটা বেশি।

আজকে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম

বেশ কয়েকটি মাস ধরে কোন পণ্যের দামে স্থির থাকছে না। প্রত্যেক মাসেই কোন না কোন পণ্যের দাম বেড়েই চলেছে, কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের দামও বেড়েই চলেছে। এলপিজি গ্যাসের দাম নির্ধারিত না থাকায় গ্রাহক ন্যায্য মূল্যে সিলিন্ডার গ্যাস ক্রয় করতে পারছে না। বাজারে বেশ কয়েক ধরনের সিলদার গ্যাস পাওয়া যাচ্ছে। ওজনের উপর ভিত্তি করে একেক সিলিন্ডার গ্যাস একক রকমের হয়ে থাকে। ১২ কেজি একটি সিলিন্ডার গ্যাসের দাম ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে,আজকে থেকে বাজারে এই দামে ক্রেতারা সিলিন্ডার গ্যাস নিতে পারবেন।

বর্তমানে এলপিজি গ্যাসের দাম কত

বেশ কিছুদিন আগেও এলপিজি গ্যাসের দাম ছিল ১০৫০টাকা। বর্তমানে ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে। একই গ্যাসের মূল্য ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ওজনের উপর নির্ধারণ করে এর দাম নির্ধারণ করা হয়। বিভিন্ন জেলা এবং বিভাগে ১৩০০ টাকা পর্যন্ত এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে। বর্তমানে এলপিজি গ্যাসের মূল্য ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশে এলপিজি গ্যাস কোম্পানি ঠিকানা

  • বসুন্ধরা এলপিজি গ্যাস লি.
  • ওজন : ১২, ৩০ এবং ৪৫ কেজি।
  • ঠিকানা: প্লট # 56/এ, ব্লক# সি, ২য় এভিনিউ, বসুন্ধরা আর/এ, ঢাকা 1229।
  • ফোন: +880 2 8431256, +880 2 8431257, 8431258, +88 01938-873244, 01938-878795, 01975-559914, 01938-878713
  • কারখানা: বসুন্ধরা এলপিজি গ্যাস লিমিটেড, মংলা বন্দর শিল্প এলাকা, মংলা, বাগেরহাট, বাংলাদেশ।
  • ফোন: 04662-75377, 75134-5
  • হটলাইনঃ ১৬৩৩৯
  • অফিশিয়াল ওয়েবসাইট: www.bashundharalpgas.com

এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন ও বিক্রয় মূল্য ২০২৪

নিচে এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন এবং বিক্রয় মূল্য ২০২৪ এর তালিকা টুকু দেওয়া হলো, আপনারা চাইলে তালিকার থেকে এলপিজি গ্যাসের ওজন এর উপর নির্ধারিত যে বিক্রয় মূল্য তা দেখে সকল ধরনের সিলিন্ডার ক্রয় করুন। তবে নিচে যে বিক্রয় মূল্যের তালিকা দেওয়া আছে সে অনুযায়ী বাজারে কিছুটা কম বেশি হতে পারে।

সিলিন্ডারদাম
সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারদাম ৫৯৪ টাকা
১২ কেজি ওজনের সিলিন্ডারদাম  ১০৭৪ টাকা
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারদাম ১৩৫১ টাকা
১৫ কেজি সিলিন্ডারদাম ১৬২১ টাকা
১৬ কেজি সিলিন্ডারদাম ১৭২৯ টাকা
১৮ কেজি সিলিন্ডারদাম ১৯৪৬ টাকা
২০ কেজি সিলিন্ডারদাম ২১৬২ টাকা
২২ কেজি সিলিন্ডারদাম ২৩৭৮ টাকা
২৫ কেজির সিলিন্ডারদাম ২৭০২ টাকা
৩০ কেজির সিলিন্ডারদাম ৩১২৮ টাকা
৩৩ কেজির সিলিন্ডারদাম ৩২৪৩ টাকা
৩৫ কেজির সিলিন্ডারদাম ৩৭৮৩ টাকা
৪৫ কেজির সিলিন্ডারদাম ৪৮৬৪ টাকা

ইন্ডিয়ান এলপিজি গ্যাসের মূল্য তালিকা

নিচে ইন্ডিয়ান এলপিজি গ্যাসের মূল্য তালিকা ছক আকারে দেওয়া হল, ইন্ডিয়ান বিভিন্ন শহরের এলপিজি গ্যাসের মূল্য তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি, যারা ইন্ডিয়ায় বসবাসরত আছেন এবং বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় আছেন তারা এখান থেকে মূল্য তালিকা দেখে সিলিন্ডার ক্রয় করতে পারবেন। তবে বাংলাদেশের মূল্য থেকে বেশ কিছুটা পার্থক্য রয়েছে।

CityLPG (₹/Cylinder)
কোলকাতা1,079.00
গুয়াহাটি1,102.00
পাটনা1,151.00
বেঙ্গালুরু1,055.50
মুম্বই1,052.50
দিল্লী1,053.00
রাঁচি1,110.50
মাইসুরু1,057.50
নাগপুর1,104.50
নাসিক1,056.50
নয়ডা1,050.50
পুণে1,056.00
রায়পুর1,124.00
রাজকোট1,058.00
লখনউ1,090.50
সালেম1,086.50
সিমলা1,098.50
শ্রীনগর1,169.00
সুরাট1,058.50
থানে1,052.50
তিরুঅনন্তপুরম1,062.00
বদোদরা1,059.00
বারাণসী1,116.50
বিশাখাপত্তনম1,062.00
গাজিয়াবাদ1,050.50
আহমেদাবাদ1,060.00
এলাহাবাদ1,105.50
ভূূবণেশ্বর1,079.00
চণ্ডীগড়1,062.50
চেন্নাই1,068.50
কোয়েম্বাতুর1,082.00
দেরাদুন1,072.00
এরোডে1,087.50
ফরিদাবাদ1,054.50
মাদুরাই1,094.00
গুরুগ্রাম1,061.50
হায়দরাবাদ1,105.00
জয়পুর1,056.50
জম্মু1,104.50
কানপুর1,068.00
কোলাপুর1,055.50
কোঝিকোড়1,061.50
আগ্রা1,065.50
লুধিয়ানা1,080.00

সর্বশেষ কথা

এলপিজি গ্যাসের দাম কত ২০২৪ তা এই প্রতিবেদন মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা এলপিজি গ্যাসের দাম এবং বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পেরেছেন। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ান এলপিজি গ্যাসের মূল্য তালিকা ছক আকারে দেওয়া হয়েছে। এ প্রতিবেদন মাধ্যমে যদি আপনারা কোনভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও এলপিজি গ্যাসের দাম কত তা জানার সুযোগ করে দিন।

Leave a Comment