ইনফিনিক্স 4 64 দাম কত ২০২৪

ইনফিনিক্স দিচ্ছে সর্বোচ্চ কম দামের ভালো মানের স্মার্টফোন। ইনফিনিক্স ব্যান্ডের সকল ফোন রয়েছে অসাধারণ সব আধুনিক ফিচার। দেখতে যেমন আকর্ষণীয় ব্যবহারের দিক থেকেও ইনফিনিক্স অনেক ভালো মানের স্মার্টফোন। ভিবো ,শাওমি, রিয়েলমি, স্যামসাং এর পাশাপাশি বর্তমান সময়ে ইনফিনিক্স অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে।

যাদের স্বল্প বাজেট রয়েছে তারা চাইলে ইনফিনিক্স কোম্পানির ফোন ক্রয় করতে পারেন। ইনফিনিক্স তাদের যাত্রা শুরু করে ২০১৩ সালে। যা আজ পর্যন্ত বাংলাদেশের অনেকের মাঝে শুভ জনপ্রিয় একটি স্মার্টফোন কোম্পানি। যেকোন বাজেটের মধ্যে আপনি ইনফিনিক্স মোবাইল পেয়ে যাবেন।

নূন্যতম ৮০০০ থেকে ৭ হাজার টাকায় অনেক ভালো মানের ইনফিনিক্স মোবাইল পেয়ে যাবেন। এমনকি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম এ দুর্দান্ত সব ফিউচারে ভরা অল্প টাকা ইনফিনিক্স মোবাইল পেয়ে যাচ্ছেন। তাই যারা ১০ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো মানের ইনফিনিক্স 4 64 দাম কত সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা এই পোস্ট বিস্তারিত পড়ুন।

ইনফিনিক্স 4 64 দাম কত

যারা 4gb র‌্যামের এবং 64gb রম ক্যাপাসিটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় সব ফিচারের মোবাইল ক্রয় করতে চাচ্ছেন। তারা নূন্যতম ৮০০০ টাকা হলেই অনেক ভালো মানের একটি মোবাইল করতে পারবেন। বর্তমানে সর্বোচ্চ এই ইনফিনিক্স 4 64 দাম সর্বোচ্চ ১৫ থেকে ১৬ হাজার টাকা। এবং ন্যূনতম দামে ইনফিনিক্স মোবাইল পেয়ে যাবেন ১০ থেকে ১২ হাজার টাকায়।

যেমন বর্তমান সময়ে ১০ হাজার টাকার মধ্যে 4gb ram এবং 64gb রমের infinix hot 10 play অনেক বেশি জনপ্রিয় এবং ব্যবহারের দিক থেকে অনেক ভালো। অর্থাৎ অন্যান্য ফোনের থেকে এই ইনফিনিক্স মোবাইলের ব্যাটারি ৬০০০ মিলিএম্পিয়ার। অতএব কম দামের ভিতরে আপনি 4 gb এবং ৬৪ জিবি রমের অনেক ভালো মোবাইল পেয়ে যাবেন। যা নিচে বিস্তারিত মোবাইলের তালিকা উল্লেখ করা হয়েছে।

ইনফিনিক্স 4 64 দাম ও তালিকা

খুবই অল্প সময়ের মধ্যে ইনফিনিক্স ব্র্যান্ডের সকল মোবাইল অনেক বেশি হয়ে গিয়েছে। খুবই কম দামের ভিতরে অনেক ভালো মানের মোবাইল পাওয়া যায় ইনফিনিক্স ব্র্যান্ডের। বর্তমানে ৪ জিবি এবং ৬৪ জিবি রম এর স্মার্টফোনগুলো ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে অনেক ভালো পাওয়া যায়। তাই যারা অল্প টাকার মধ্যে ইনফিনিক্স 4gb এবং 64gb স্টোরেজের ভালো মোবাইল অনুসন্ধান করছেন তারা নিচের তালিকাটি লক্ষ্য করুন।

ইনফিনিক্স 4GB RAM/64GB ROMবর্তমান দাম
Infinix S4 4GB RAM/64GB১২ হাজার ৯৯০ টাকা।
Infinix Smart 8১০ হাজার ৪৯০ টাকা।
Infinix Smart 8 Pro১২ হাজার টাকা।
Infinix Smart 6 Plus১০ হাজার ৯৯৯ টাকা।
Infinix Hot 30i১০ হাজার ৯৯৯ টাকা।
Infinix Hot 20i১১ হাজার ৪৯৯ টাকা।
Infinix Hot 9 Play৯ হাজার ৯৯০টাকা।
Infinix Hot 11s১৪ হাজার ৯৯০ টাকা।
Infinix Smart 7৮ হাজার ৬১৫ টাকা।
Infinix Hot 12 Play১২ হাজার ৪৯৯ টাকা।
Infinix Hot 12i১২ হাজার ৪৯৯ টাকা।

সেরা Infinix মোবাইলের দাম কত

উপরে উল্লেখিত স্বল্প বাজেটের মধ্যে বেশ সব থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের সেরা মোবাইল এর তালিকা উল্লেখ করা হয়েছে। নূন্যতম ৮ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকায় আপনি অনেক ভালো মানের ইনফিনিক্স মোবাইল পেয়ে যাবেন। যেমন ১০ হাজার টাকার মধ্যে Infinix Hot 9 Play অনেক ভালো মানের একটি মোবাইল।

এছাড়াও এই অল্প বাজেটের মধ্যে সবথেকে সেরা মোবাইল হচ্ছে infinix hot 10 play. এছাড়া ব্যবহারের দিক থেকে মোটামুটি ভালো Infinix Hot 12 Play.। এছাড়া স্বল্প বাজেটের মধ্যে আপনি চাইলে Infinix S4 মাত্র ১২ হাজার টাকায় ক্রয় করতে পারেন। এছাড়াও ইনফিনিক্স মোবাইলের দাম বিস্তারিত নিচে লক্ষ্য করুন।

ইনফিনিক্স মোবাইলের দাম ২০২৪

আশেপাশে ইনফিনিক্স মোবাইল ব্যবহারকারীদের কাছ থেকে মোটামুটি খারাপ রিভিউ জানা যায়। তবে অল্প দামের মধ্যে ভালো মানের মোবাইল খুব কমই পাওয়া যায়। বিশেষ করে প্রসেসর একটু খারাপ হয়ে থাকে। এবং ক্যামেরা ইনস্টলেশন অনেকটা দুর্বল। তবে মোটামুটি আপনি ৯ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

তবে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকায় আপনি ইনফিনিক্স কোম্পানির সবথেকে ভালো মানের একটি মোবাইল ক্রয় করতে পারবেন। মোবাইলের সবথেকে বড় আকর্ষণীয় দিক হচ্ছে দেখতে সুন্দর এবং ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো। অতএব ১০ থেকে ১৪ হাজার টাকায় অনেক ভালো মানের ইনফিনিক্স মোবাইল পেয়ে যাবেন।

ইনফিনিক্স Hot 20i 4 64 দাম কত 2024

Infinix Hot 20i এর 4gb এবং 64gb স্টোরেজের মোবাইলটির দাম বর্তমানে পাওয়া যাচ্ছে ১১ হাজার ৪৯৯ টাকা। এতে রয়েছে Quad-core 2.0 GHz Cortex প্রসেসর। এবং ৫০০০ মিলিএম্পিয়ার দুর্দান্ত ব্যাটারী। অল্প দামের ভিতরে ইনফিনিক্স হট 20i মোবাইলটি অনেক ভালো। নেট প্রাইস ১১৪৯৯ টাকা রয়েছে। তবে নিকটস্থ যে কোন মোবাইল দোকান থেকে ১১১০০ থেকে ১১২০০ টাকা পেয়ে যাবেন।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। এবং বিস্তারিত ভাবে ইনফিনিক্স 4 64 দাম কত জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে ভালো লেগে থাকে এবং উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে দিন। ধন্যবাদ

Leave a Comment