ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ২০২৪

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম পর্যটনের জায়গা হল কক্সবাজার। আমরা অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে কিংবা পর্যটন বা ব্যবসা যেকোনো কাজে কক্সবাজার ভ্রমণ করে থাকি। এই ভ্রমণের ক্ষেত্রে আমরা সকলেই বাসে কিংবা ট্রেন জার্নিতে যাতায়াতে অভ্যস্ত। কিন্তু এখন ঢাকা থেকে কক্সবাজারে খুব সহজে এবং কম খরচে বিমানে যাতায়াত করা যায়।

যারা ইতিমধ্যেই ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করেছেন তাদের জন্যই আজকের এই সুন্দরতম প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনারা অনেকেই যাতায়াতের জন্য সব সময় ট্রেন এবং বাস বেছে নিয়ে থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এখন ঢাকা থেকে কক্সবাজার এ খুব সহজেই বিমানে যাতায়াত করা যায়। তাই আজকে আপনাদেরকে জানাবো ঢাকা টু কক্সবাজারের বিমান ভাড়া কত এবং বিমানের যাতায়াতের সময়সূচী।

আপনারা অনেকেই অনলাইনে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ভাড়া এবং যাতায়াতের সময়সূচী জানার জন্য অনলাইনে খুজে থাকেন। আজকের এই আমাদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে জানাবো ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত এবং বিমানের যাতায়াতের সময়সূচী। তাই ধৈর্য সহকারে আমাদের প্রতিবেদনটি সম্পন্ন পড়ে সঠিক তথ্যটি জেনে নিন।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া

আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন ঢাকা টু কক্সবাজারে যাতায়াত করতে আপনাকে অবশ্যই ৭ থেকে ৮ ঘন্টা সময় দিতে হবে ট্রেনে কিংবা বাসে। কিন্তু আপনি যদি বিমানে যাতায়াত করতে চান বা করেন তাহলে আপনার সময় লাগবে ১ থেকে ১.৩০ ঘণ্টা। তো আপনি বুঝতে পারছেন কতটা সময় বাদ দিয়ে এবং কতটা সহজে আপনি ঢাকা টু কক্সবাজারের বিমানে যাতায়াত করতে পারেন।

কিন্তু অনেকের প্রশ্ন জেগে থাকে বিমানে ভাড়া এবং যাতায়াতের সময়সূচী কোথা থেকে পাব। তাই আজকে তাদের জন্যই আমাদের এই সুন্দরতম প্রতিবেদনটি। যারা ঢাকা টু কক্সবাজারের বিমানে যাতায়াত করতে ইচ্ছুক তারা আমাদের এখান থেকে ঢাকা টু কক্সবাজারের বিমান ভাড়া এবং সঠিক তথ্য পেয়ে যাবেন। তবে আপনারা বুঝতেই পারেন যে বাস এবং ট্রেনের চেয়ে বিমানে যাতায়াত করতে একটু খরচ বেশি হবে। ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া প্রতি জনের জন্য খরচ হবে প্রায় ১০ হাজার টাকার মতো।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪

সাধারণত ঢাকা থেকে কক্সবাজারের বেশিরভাগই বিমানে যাতায়াত করে থাকে। কারণ বাংলাদেশের ঢাকা থেকেই কক্সবাজারের দূরত্ব হয়তো সব থেকে বেশি। তাই অনেকেই টাকার কথা চিন্তা না করে শখের বসে এবং ইমারজেন্সি কাজে ঢাকা থেকে কক্সবাজারে বিমানে যাতায়াত করে থাকে। যেহেতু দেশের সকল যানবাহন এবং সকল দ্রব্যমূল্যের দাম পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে সে ক্ষেত্রেও ২০২৪সালে ঢাকা টু কক্সবাজারের বিমান ভাড়া কিছুটা আগের তুলনায় বেড়েছে। ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া একজনের খরচ প্রায় 12000 টাকা।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

নিচে কয়েকটি বিমান সংস্থার নাম এবং সর্বনিম্ন জনগতি ভাড়া এবং সর্বোচ্চ জন্মতি ভাড়া একটি তালিকা উল্লেখ করা হলো। যারা ইতিপূর্বে এবং ইতিমধ্যে ঢাকা টু কক্সবাজার বিমানে যাতায়াত করতে চান বা ইচ্ছুক তারা অবশ্যই সঠিক এবং ন্যায্য ভাড়াটি প্রদান করে সুন্দরতম ভ্রমণটি করুন।

বিমান সংস্থাসরবনিম্ন জনপ্রতি ভাড়াসর্বোচ্চ জনপ্রতি ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৩,৫০০ টাকা১১,০০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স৪,২০০ টাকা১০,৫০০ টাকা
নভোএয়ার৩,৯০০ টাকা৯,০০০ টাকা
রিজেন্ট এয়ারওয়েজ৩,৯৯৯ টাকা৯,৮০০ টাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বাংলাদেশ এয়ারলাইন্স এ প্রতিদিন একটি করে ফ্লাইট রয়েছে সপ্তাহে ৬ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা নিয়মিত যাতায়াত করে থাকে। উল্লেখ্য যে সময় এবং ি পরিস্থিতির উপর নির্ভর করে যে কোন সময় যাতায়াতের সময়সূচী এবং ভাড়ার তালিকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

          ঢাকা টু কক্সবাজার          কক্সবাজার টু ঢাকা 
       ফ্লাইট নংঃ BG-433

টেক-অফ করার সময়ঃ সকাল ১১ঃ০০           মিনিট।

          বিমান ভাড়াঃ

  • ইকোনমি স্পেশাল: ৬,৫০০ টাকা।
  • সুপার সেভার: ৪,২০০ টাকা।
  • ইকোনমি সেভার: ৫,৫০০ টাকা।
  • ইকোনমি ফ্লেক্সিবেল: ৬,৯০০ টাকা।
  • বিজনেস সেভার: ৮,৫০০ টাকা।
  • বিজনেস ফ্লেক্সিবেল: ৯,০০০ টাকা।
          ফ্লাইট নংঃ BG-434

টেক-অফ করার সময়ঃ দুপুর ১২ঃ৩৫ মিনিট।

        বিমান ভাড়াঃ

  • ইকোনমি স্পেশাল: ৬,৫০০ টাকা।
  • সুপার সেভার: ৪,২০০ টাকা।
  • ইকোনমি সেভার: ৫,৫০০ টাকা।
  • ইকোনমি ফ্লেক্সিবেল: ৬,৯০০ টাকা।
  • বিজনেস সেভার: ৮,৫০০ টাকা।
  • বিজনেস ফ্লেক্সিবেল: ৯,০০০ টাকা।

রিজেন্ট এয়ারওয়েজ 

রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন ২ টি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে। উল্লেখ্য যে এখানেও সময়ের উপর নির্ভর করে এমন যেকোনো পরিস্থিতিতে ফ্লাইটের সময় পরিবর্তিত এবং ভাড়া যে কোন সময় বৃদ্ধি পেতে পারে।

                  ঢাকা টু কক্সবাজার           কক্সবাজার টু ঢাকা 
 ফ্লাইট নংঃ RX0741

টেক-অফ করার সময়ঃ সকাল ১০:১৫ মিনিট.

ফ্লাইট নংঃ RX174

টেক-অফ করার সময়ঃ দুপুর ০১ঃ২০ মিনিট.

                   বিমান ভাড়াঃ

  • বিজনেস ফ্লেক্সিবেল: ১১,০০০ টাকা।
  • বিজনেস ডিস্কাউন্ট: ১০,৫০০ টাকা।
  • প্রিমিয়াম ইকোনমি: ৯,৮০০ টাকা।
  • ইকোনমি সুপার প্লাস: ৯,৫০০ টাকা।
  • ইকোনমি সুপার ফ্লেক্সিবেল: ৯,২০০ টাকা।
  • ইকোনমি সুপার: ৮,৫০০ টাকা।
  • ইকোনমি ফ্লেক্সিবেল: ৭,৭৫০ টাকা।
  • ইকোনমি ফ্রিডম: ৭,২০০ টাকা।
  • ইকোনমি রেস্ট্রিকটেড: ৬,৬০০ টাকা।
  • ইকোনমি সেভার: ৫,৮০০ টাকা।
  • ইকোনমি স্পেশাল: ৫,২০০ টাকা।
  • ইকোনমি প্রোমো: ৪,৭০০ টাকা।
  • সুপার সেভার: ৪,৫০০ টাকা।
  • স্পেশাল প্রোমো: ৪,২০০ টাকা।
  • স্পেশাল: ৩,৯৯৯ টাকা।
  • প্রোমো: N/A
  • ডিস্কাউন্ট: N/A
 ফ্লাইট নংঃ RX0742

টেক-অফ করার সময়ঃ সকাল ১১:৪৫ মিনিট

ফ্লাইট নংঃ RX1742

টেক-অফ করার সময়ঃ দুপুর ০২ঃ৫০ মিনিট.

                    বিমান ভাড়াঃ

  • বিজনেস ফ্লেক্সিবেল: ১১,০০০ টাকা।
  • বিজনেস ডিস্কাউন্ট: ১০,৫০০ টাকা।
  • প্রিমিয়াম ইকোনমি: ৯,৮০০ টাকা।
  • ইকোনমি সুপার প্লাস: ৯,৫০০ টাকা।
  • ইকোনমি সুপার ফ্লেক্সিবেল: ৯,২০০ টাকা।
  • ইকোনমি সুপার: ৮,৫০০ টাকা।
  • ইকোনমি ফ্লেক্সিবেল: ৭,৭৫০ টাকা।
  • ইকোনমি ফ্রিডম: ৭,২০০ টাকা।
  • ইকোনমি রেস্ট্রিকটেড: ৬,৬০০ টাকা।
  • ইকোনমি সেভার: ৫,৮০০ টাকা।
  • ইকোনমি স্পেশাল: ৫,২০০ টাকা।
  • ইকোনমি প্রোমো: ৪,৭০০ টাকা।
  • সুপার সেভার: ৪,৫০০ টাকা।
  • স্পেশাল প্রোমো: ৪,২০০ টাকা।
  • স্পেশাল: ৩,৯৯৯ টাকা।
  • প্রোমো: N/A
  • ডিস্কাউন্ট: N/A

ঢাকা টু কক্সবাজার বিমানে যাতায়াতের সময়সূচী

আপনি যে কোন যানবাহনেই চলাচল করেন না কেন অবশ্যই আপনাকে তার নির্দিষ্ট সময়সূচী জানা আবশ্যক। কারণ কোন যানবাহন কখন ছেড়ে যাবে তা যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই সময় মত গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এক্ষেত্রেও ঢাকা টু কক্সবাজার বিমানের যাতায়াতের সময়সূচী আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে আপনি ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্যটি জানতে পারবেন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন একটি ফ্লাইট এবং সপ্তাহে ৬ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা আসে।
  • ফ্লাইট নম্বর BG-433 টেক অফ করার সময় সকাল ১১ঃ০০ মিনিট।
  • ফ্লাইট নম্বর BG-434 টেক অফ করার সময় দুপুর ১২ঃ৩৫ মিনিট।
  • উল্লেখ্য যে সকল এয়ারলাইন্সগুলো তাদের সময় অনুসারে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে বিমানভাড়া এবং সময়সূচী পরিবর্তন হতে পারে।

সর্বশেষ কথা

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত তা অনেকেই জানার আগ্রহ পোষণ করেছেন। তাই আজকের এই প্রতিবেদনে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত তা ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ইতিমধ্যেই আপনারা সঠিক তথ্যটি পেয়েছেন। এ প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো যদি আপনার কোন উপকার আসে তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও সঠিক তথ্য জানার জন্য আগ্রহ পোষণ করবেন, ধন্যবাদ।

2 thoughts on “ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ২০২৪”

Leave a Comment