ওয়ালটন আইপিএস এর দাম ২০২৪

প্রতিবছর গরমের সময় আইপিএসগুলোর দাম অনেকটা বৃদ্ধি পায়। কারণ এ সময়ে বাংলাদেশের বেশিরভাগ লোডশেডিং লক্ষ্য করা যায়। আর এই লোডশেডিং থেকে মুক্তি পেতে অনেকেই বিকল্প হিসেবে দেশীয় পণ্য ওয়ালটন আইপিএস ব্যবহার করছেন। এবং অনেকেই এই আইপিএস গুলো ক্রয় করছেন। তবে সঠিক দাম কত তা অনেকের কাছে অজানা।

তাইতো আজকের আলোচনায় ওয়ালটন আইপিএস এর দাম সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর এই ওয়ালটন কোম্পানি বাংলাদেশের মানুষের কাছে অনেকটা জনপ্রিয় এবং বিশ্বস্ত। বাংলাদেশের বেশিরভাগ নাগরিক দেশীয় পণ্য হিসেবে আইপিএস সহ বিভিন্ন পণ্য এই কোম্পানি থেকে ক্রয় করে থাকেন। অতএব ওয়ালটন আইপিএস মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।

ওয়ালটন আইপিএস এর দাম ২০২৪

এই ওয়ালটন কোম্পানী দ্বারা উৎপাদিত আইপিএসে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ ও শর্ট সার্কিট প্রটেকসন সিস্টেম সহ আর ভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ন্যূনতম ১০০০ থেকে ১২০০ টাকায় ওয়ালটন আইপিএস অর্থাৎ স্টেবিলাইজার করতে পারবেন। এবং আউটপুট ভোল্টেজ সঠিক মানে পেয়ে যাবেন।

তাই বর্তমানে এই লোডশেডিং থেকে মুক্তি পেতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ ব্যাকআপ পেতে ওয়ালটন আইপিএস ক্রয় করুন। তবে অবশ্যই এই ওয়ালটন আইপিএস গুলো নিজের দোকানে উপস্থিতিতে দোকানদারের সাথে দরদাম করে ক্রয় করুন। আর অনলাইনে এ সকল পণ্য ক্রয় করার সময় অবশ্যই সাবধানতার সাথে ক্রয় করবেন।

ওয়ালটন স্টেবিলাইজার দাম ২০২৪

অনেকে অনলাইনে এসে ওয়ালটন আইপিএস থেকে অনুসন্ধান করে থাকেন। কিন্তু বিস্তারিতভাবে অনলাইনে আপনি ওয়ালটন স্টেবিলাইজার এ সকলের দাম জানতে পারবেন। যেগুলো রেফ্রিজারেটরের সঠিক ভোল্টেজ আউটপুট হিসেবে ব্যবহার করার জন্য তৈরি। তবে এই ওয়ালটন স্টেবিলাইজার গুলো ১০০০ থেকে শুরু করে ৩০০০ থেকে ৫০০০ টাকা পাওয়া যায়।

ওয়ালটন আইপিএস এর দামের তালিকা ২০২৪

এই ওয়ালটন কোম্পানির আইপিএস গুলো নূন্যতম ১০০০ থেকে ১২০০ টাকায় পাওয়া যায়। এবং মোটামুটি ভালো বৈশিষ্ট্যপূর্ণ এবং ভালো ক্যাপাসিটির আইপিএস গুলোর দাম ৩০০০ থেকে ৫ হাজার টাকা হয়ে থাকে। এছাড়াও দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়ার উদ্দেশ্যে যারা ওয়ালটন আইপিএস কিনতে চাচ্ছেন। তাদের ন্যূনতম বাজেট রাখতে হবে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা।

তবে আপনাদের উদ্দেশ্যে ওয়ালটন আইপিএস এর দামের কয়েকটি তালিকা উল্লেখ করা হলো। তার প্রত্যেকটি ওয়ালটন আইপিএস এর ডিজাইন, ইনপুট আউটপুট বলতেছে এবং ফ্রিকুয়েন্সি ও বৈশিষ্ট্য সবথেকে ভালো এবং উন্নত মানের। তাই নিচে এর কয়েকটি দামের তালিকা দেখে নিন। অতএব দাম গুলো হচ্ছেঃ

মডেলদাম
Walton WVP-SG15১,৩০০-১৪০০ টাকা
Walton WVS-600 SD৩,৩০০-৩৪০০ টাকা
Walton WVS-1000SD৪,৭০০-৪৮৫০ টাকা
Walton WVP-JV200১,৫০০-১৭০০ টাকা
Walton WVS-1000HSD৩,৪০০-৩৫০০ টাকা
Walton WVS-1000SDR80V৩,৯০০-৪০০০ টাকা

কম দামের ভালো মানের ওয়ালটন আইপিএস এর তালিকা

প্রতি বছর গ্রীস্মের সময় সকল ব্র্যান্ডের আইপিএস গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পায়। তবে এখানে আপনাদের জন্য শুধুমাত্র ওয়ালটন কোম্পানির কম দামের ভালো মানে ওয়ালটন আইপিএস এর তালিকা উল্লেখ করেছি। দামে কম হলেও ব্যবহার এবং বৈশিষ্ট্যের দিক থেকে অনেক বেশি এ আইপিএস গুলো ভালো হয়ে থাকে। তাই কম দামের আইপিএস গুলোর তালিকা দেখে নিন।

  • WVP-SG15 এই মডেলের দাম ১,২০০-১৩০০ টাকা।
  • WVP-JV200 এই মডেলের দাম ১,৫০০-১৬০০ টাকা।
  • Walton High Voltage Ips WVS-600 SD এই মডেলের দাম ১২০০-১৩০০ টাকা।
  • Walton WIP-400SS (SLIM IPS) এই মডেলের দাম ১১০০ থেকে ১২০০ টাকা।
  • Walton WVS-1000HSD (Mini Ips) এ মডেলের দাম মাত্র ১৬০০ থেকে ১৭০০ টাকা।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের আলোচনা থেকে আপনারা ওয়ালটন আইপিএস এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং বৃদ্ধি পায়। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ

Leave a Comment