সাবমারসিবল পাম্প দাম কত ২০২৪

বাংলাদেশে এখন বিভিন্ন প্রকার এবং বিভিন্ন কোম্পানির সাবমারসিবল পাওয়া যায়। সাবমারসিবল পাম্প দিয়ে খুব সহজেই মাটির গভীর থেকে পরিষ্কার পানি উত্তোলন করা যায়। তবে বর্তমানে অনেক মানুষ ক্ষেতে খামারের কাজের জন্য সাবমারসিবল পাম্প ক্রয় করছেন। আপনি যদি ভালো মানের সাবমারসিবল পাম্প কিনতে চান। তাহলে অবশ্যই ভালো কোম্পানি এবং ভাল বাজেট রাখতে হবে।

তবে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সাবমারসিবল পাম্প রয়েছে। এর মধ্যে উল্লেখিত গাজী ও আরএফএল এর মধ্যে একটি সাবমারসিবল কিনতে পারেন। কারণ এই দুই কোম্পানি এখন বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আর সবাই চায় যে ভালো মানের একটি সাবমারসিবল কিনতে। তবে এই সকল পাম্পের দাম ন্যূনতম ০৬ হাজার থেকে ০৮ হাজার টাকা। এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা।

সাবমারসিবল পাম্প দাম কত

বিভিন্ন কোম্পানির সাবমারসিবল রয়েছে। এই সাবমারসিবল পাম্প দিয়ে অতি সহজেই মাটির গভীরতা থেকে পরিষ্কার পানি উত্তলন করা যায়। অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য সাবমারসিবল পাম্প খুঁজে থাকেন। আবার অনেকেই আছে এই সাবমারসিবল পাম্প বাসা বাড়িতেও ব্যবহার করে থাকে।

তাই পরিচিত ভালো মানের কয়েকটি কোম্পানির সাবমারসিবল পাম্প রয়েছে। তবে কোম্পানি বেধে সাবমারসিবল পাম্প এর দাম ভিন্ন হয়ে থাকে। যেমন ন্যূনতম দাম হিসেবে সাবমারসিবল পাম্প পাওয়া যায় ৪ হাজার থেকে ৬ হাজার টাকা। এবং সর্বোচ্চ দাম রয়েছে ১০-১৫ হাজার টাকা থেকে ২৫-৩০ হাজার টাকা।

এসিএই সাবমারসিবল পাম্প এর দাম

বাংলাদেশের বর্তমান সময়ে এসিআই কোম্পানি অনেকটাই সুনাম অর্জন করেছে। এসিআই কোম্পানী মটরের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে। অনেকেই এখন এসিআই কোম্পানির সাবমারসিবল মটর কেনার কথা ভাবতেছেন। বর্তমানে কৃষি কাজের জন্য এসিআই কোম্পানি অনেকগুলো পণ্য তৈরি করেছে।

আপনি যদি এসিআই কোম্পানী সাবমারসিবল পাম্প  কিনতে চান। তাহলে আপনাকে সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ৬০ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাবমারসিবল কিনতে পারবেন। এর মধ্যে উল্লেখিত এসিআই কোম্পানির সাবমার্স পাম্পের কয়েকটি মডেল ও দাম উল্লেখ করা হয়েছে। যেমনঃ

  • ACI 4Sm 0.5-6/5= হর্স পাওয়ার 0.5 দাম ৯,৭৯০ টাকা
  • ACI 3Sm 1.0 /3 .21 (S) New= হর্স পাওয়ার দাম ১০,৮৩০ টাকা
  • ACI 4Sm 2.0 -16/6)= হর্স পাওয়ার 2 দাম ১৫,৮০০ টাকা
  • ACI 6Sm-3.0-25/2= হর্স পাওয়ার 3 দাম ২৬,২৫৭ টাকা
  • ACI6 -500B-502- SP=হর্স পাওয়ার5.5 দাম ৬০,৫০০ টাকা

১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত ২০২৪

বাংলাদেশে অনেকগুলো সাবমারসিবল পাম্প কোম্পানি রয়েছে। আর ১ ঘোড়া সাবমারসিবল পাম্প বিভিন্ন কোম্পানি উৎপাদন করে থাকে। অনেকেই ছোট কাজ করার জন্য ১ ঘোড়া সাবমারসিবল পাম্প করে থাকেন। আবার অনেকেই বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এক ঘোড়া সাবমারসিবল পাম্প করে থাকেন।

গত বছরের তুলনায় এ বছর অনেকটাই মোটরের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আরএফএল ও গাজী কোম্পানি এক ঘোড়া মটর কিনতে চান। তাহলে আপনাকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি ০১ ঘোড়া সাবমারসিবল পাম্প কিনতে পারবেন।

সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ

প্রতিনিয়ত সাবমারসিবল পাম্প এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে অনেকগুলো সাবমারসিবল এর কোম্পানি রয়েছে। সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে আরএফএল,এসিআই ও গাজী। আপনি যদি এই তিন কোম্পানির মধ্যে একটি সাবমারসিবল পাম্প কিনতে চান তাহলে আপনাকে ৬ হাজার থেকে ৬০ হাজার টাকা বাজেট রাখতে হবে।

পেডরোলো সাবমারসিবল পাম্প দাম

অনেকে আছে তারা পেডরোলো সাবমারসিবল পাম্প খুঁজে থাকেন। পেডরোলো সাবমারসিবল পাম্প কিনলে অনেকগুলো সুযোগ-সুবিধা পাওয়া যায়। এই কোম্পানির মটর অনেক দ্রুত পানি উত্তোলন করে থাকে। আপনি অল্প সময়ের মধ্যে আপনার পানি দিতে পারবেন।

অনেকেই বাসা বাড়ির জন্য এই কোম্পানির মোটর ব্যবহার করে থাকে। এই সাবমারসিবল মটরটি ডিজেলের সাহায্যে ব্যবহার করতে পারবেন। ০১ ঘোড়া পেডরোলো সাবমারসিবল পাম্প এর দাম ন্যূনতম ৪ হাজার থেকে ৬ হাজার টাকা বাজেট রাখতে হবে। এবং সর্বোচ্চ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম কত

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি হলো গাজী কোম্পানি। বর্তমানে প্রায় সব মানুষের গাজী কোম্পানির সাবমারসিবল পাম্প খুঁজে থাকেন। বেশিরভাগ মানুষ কৃষি কাজে পানি দেওয়ার জন্য গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প খুঁজে থাকেন।

বর্তমানে গত বছরের তুলনায় সব রকম সাবমারসিবল পাম্পের দাম প্রায় ২ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমান বাজার প্রেক্ষাপটে গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা। এবং সর্বোচ্চ ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

সাবমারসিবল পাম্প বসানোর খরচ

অনেকে আছেন তারা সাবমারসিবল পাম্প কিনবেন কিন্তু বসানোর খরচ জানেন না। আপনি যদি খেতে খামারে পানি দেওয়ার জন্য একটি সাবমারসিবল পাম্প কিনে থাকেন। তাহলে আপনি আমাদের লেখাটি পড়লে সাবমারসিবল পাম্প বসানোর কত টাকা খরচ হবে সে সম্পর্কে জানতে পারবেন।

আপনি যদি একটি এক ঘোড়া মোটর কিনে থাকেন তাহলে আপনার সাবমারসিবল পাম্প বসানোর খরচ কেনার খরচ দিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা পড়বে। অর্থাৎ মোট ৫০ হাজার টাকা বাজেট রাখলে সাবমারসিবল পাম্প কেনা এবং বসানোর খরচ হয়ে যাবে।

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম কত ২০২৪

আরএফএল কোম্পানি মোটরের পাশাপাশি অনেকগুলো পণ্য তৈরি করে থাকে। আরএফএল কোম্পানির মটর তৈরি করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আপনি যদি একটি আরএফএল কোম্পানির সাবমারসিবল পাম্প কিনতে চান তাহলে ৯ হাজার থেকে ৩০ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি আরএফএল কোম্পানির একটি সাবমারসিবল পাম্প কিনতে পারবেন। 

সাবমারসিবল পাম্প কোনটা ভালো

বাংলাদেশে বর্তমান অনেকগুলো সাবমারসিবল পাম্পের কোম্পানি রয়েছে। তার মধ্যে অন্যতম তিনটি কোম্পানি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এই তিনটি কোম্পানির সাবমারসিবল পাম্প ব্যবহার করে কম খরচের মধ্যে অনেক গভীর থেকে পরিষ্কার পানি উত্তোলন করা যায়। বর্তমানে বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটি কোম্পানি প্রায় অনেক ভালো মানের পাম্প তৈরি করছে।

তাই বিভিন্ন কোম্পানির মধ্যে সেরা ৩টি কোম্পানি হল আরএফএল, এসিআই ও গাজী। আপনি এই তিন কোম্পানির মধ্যে যে কোন একটি কোম্পানির সাবমারসিবল পাম্প কিনলে অবশ্যই ভালো সার্ভিস পাবেন। বর্তমানে বাংলাদেশে এই তিন কোম্পানির সাবমারসিবল পাম্প সবাই ব্যবহার করে ভালো সার্ভিস পাচ্ছে।

সতর্কতা বার্তা হিসেবে সর্বপ্রথম ভালো ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প ক্রয় করুন। এবং বিদ্যুৎ খরচ এবং দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে সাবমারসিবল পাম্প কোনটি ভালো তা যাচাই-বাছাই করুন। এবং দোকানে নিজে উপস্থিত থেকে ভালোভাবে দেখে তারপর সাবমারসিবল পাম্প ক্রয় করুন। ধন্যবাদ

আরও দেখুনঃ

গাজী পানির পাম্প দাম কত ২০২৪

এক ঘোড়া মটরের দাম কত ২০২৪

১ ইউনিট বিদ্যুতের দাম কত ২০২৪

1 thought on “সাবমারসিবল পাম্প দাম কত ২০২৪”

Leave a Comment