সৌদি আরবের কোম্পানির নাম

সৌদি আরবে প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে। তাদের কোম্পানির অনুযায়ী শ্রমিক অনেক কম। এ কারণেই প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের কোম্পানি ভিসা শ্রমিক নিয়োগ করে থাকে। বাংলাদেশ থেকে এখন অনেকেই সৌদি আরবের কোম্পানি ভিসা পাড়ি জমাচ্ছে। সবাই সৌদি আরব ভিসা করার আগে কোম্পানির সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে।

অনেকেই সৌদি আরবে কতগুলো কোম্পানি রয়েছে এই তথ্যগুলো খুঁজে থাকে। অনেক সময় দালাল অথবা এজেন্সির মাধ্যমে কোম্পানির ভিসা করলে প্রতারিত হতে হয়। সৌদি আরবে এই কোম্পানিগুলো আছে কিনা এই তথ্য জেনে নেওয়া উচিত। কারণ অনেক সময় সঠিক কোম্পানির ভিসা না হলে আবার দেশে ফেরত আসতে হয়। আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে সৌদি আরবের কোম্পানির নাম এর তালিকা গুলো দেখতে পারবেন।

সৌদি আরবের কোম্পানির নাম

নতুন করে সৌদি আরবে আরো অনেকগুলো কোম্পানি তৈরি হয়েছে। এই কোম্পানিগুলোতে প্রতিনিয়ত অনেক শ্রমিক নিয়োগ করে থাকে। এবং এই কোম্পানিগুলো শ্রমিকদের জন্য অনেক সুযোগ সুযোগ সুবিধা দিয়ে থাকে। থাকা খাওয়া ফ্রি সহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। সৌদি আরবে অনেক উন্নত মানের কোম্পানি রয়েছে। সে কোম্পানিগুলোতে গেলে আপনি প্রতি মাসে বেশি টাকা ইনকাম করতে পারবেন। দেখে নিন সৌদি আরবের কোম্পানির নাম এর তালিকা গুলো।

  • Saudi Chemical Company.
  • National Commercial Bank (NCB).
  • SABIC (Saudi Basic Industries Corporation).
  • Saudi Aramco company.
  • Al-Faris Group.
  • Saudi Telecom Company (STC).
  • Saudi Binladin Group.
  • Al-Hokair Group.
  • Al-Babtain Group.
  • Saudi Electric Company (SEC).
  • Saudi Cable Company.
  • Saudi Ceramic Company.
  • Al-Nahda Group.
  • Al-Othaim Markets.
  • Saudi Arabian Fertilizer Company (SAFCO).
  • Saudi Chemical Company.
  • Al-Rashed Group.
  • Al-Qassim Cement Company.
  • Saudi Dairy and Foodstuff Company (SADAFCO).
  • Al-Sagr Cooperative Insurance Company.
  • Saudi Electricity Company (SEC).
  • Medical Appliances Corporation (SPIMACO).
  • Saudi Basic Industries Corporation (SABIC).
  • Saudi Investment Group.
  • Saudi Industrial Investment Group (SIIG).
  • Saudi Food Industries Company (SFIC).
  • Saudi Cement Company.
  • Saudi Arabian Mining Company (Ma’aden).
  • Saudi Arabian Fertilizer Company (SAFCO).
  • Samba Financial Group
  • Rashed A. Al-Rashed & Sons Group.
  • Saudi Olayan Group.
  • National Industrialization Company (TASNEE).
  • Saudi Industrial Development Fund (SIDF).
  • Ma’aden (Saudi Arabian Mining Company).
  • Saudi Industrial Investment Group (SIIG).
  • Kingdom Holding Company.
  • Saudi International Petrochemical Company (Sipchem).
  • Saudi Iron and Steel Company (HADEED).
  • Jarir Marketing Company.
  • Fawaz Al-Hokair Group.
  • Saudi Arabian Mining Company (Ma’aden).
  • Dar Al-Arkan Real Estate Development Company.
  • Saudi National Gas Company (NGC).
  • Saudi Bin Laden Group.
  • Al-Zamil Group.
  • Saudi Paper Manufacturing Company.
  • Al-Yusr Industrial Group.
  • Saudi Petroleum Services Company (SPSC).
  • Al-Watania Poultry.
  • Saudi Yanbu Cement Company.
  • Al-Tekyeen Group.
  • Saudi Industrial Services Company (SISCO).
  • Al-Yamama Cement Company.
  • Saudi Yanbu Petrochemical Company (YANPET).
  • Saudi Research and Marketing Group (SRMG).
  • Saudi Steel Pipe Company.
  • Saudi Real Estate Company (Al Akaria).
  • Saudi Vetonit Company (SAVETO).
  • Nesma partners Company.
  • Sabic agri nutrients Company.
  • Jabal omar Devlopment Company.
  • United electronics Company.
  • Sheera holding group.
  • Taiba investment company.

সৌদি আরবের কোম্পানির ভিসা ২০২৪

আপনারা যারা সৌদি আরব কোম্পানির বিষয় যেতে চাচ্ছেন। কিন্তু কোম্পানি বিষয় গেলে কত টাকা খরচ হবে এই তথ্যগুলো জানেন না। বর্তমান সময়ে সৌদি আরবে অনেকগুলো কোম্পানি রয়েছে। তাদের কোম্পানি অনুযায়ী শ্রমিক কম থাকায় বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করে দিয়েছেন।

বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ সৌদি আরব কোম্পানির কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। কোম্পানির কাজের ভিত্তি করে ভিসার খরচ বেশি হতে পারে। আপনি যদি সরকারিভাবে কোম্পানির ভিসা পেয়ে যান তাহলে কম খরচে যেতে পারবেন। কোন দালাল অথবা এজেন্সির মাধ্যমে সৌদি আরবের কোম্পানির ভিসা করতে চাইলে সর্বনিম্ন ৪ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত লাগবে।

সৌদি আরব বলদিয়া কোম্পানি

বলদিয়া কোম্পানির মধ্যে দুটি সেক্টর রয়েছে। একটি হলো সরকারিভাবে মিনিস্টার বলদিয়া কোম্পানি এবং আরেকটি শুধু বলদিয়া কোম্পানি। মিনিস্টার বলদিয়া কোম্পানি তে চাকরি করলে আমি একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এবং বেতন অনেক ভালো। সৌদি আরবের মধ্যে বলদিয়া কোম্পানি অনেক জনপ্রিয়।

বর্তমান সময়ে বলদিয়া কোম্পানিতে যেতে আপনার খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা। এবং ডিউটি করতে হবে ৮ ঘন্টা। এ কোম্পানিতে আপনি সর্বনিম্ন বেতন উত্তোলন করতে পারবেন ৩৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এবং ওভারটাইমের উপর ভিত্তি করে বেতন বেশি তুলতে পারবেন।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

আপনার কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হবে। আপনার কাজের অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে বেশি টাকা বেতন উত্তোলন করতে পারবেন। আপনার কাজের ধরন অনুযায়ী বেতন কম বেশি হতে পারে। বর্তমান সৌদি আরবের কোম্পানি ভিসা গেলে আপনি সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন। এবং আপনার কাজের ধরন এবং অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আরো বেশি টাকা বেতন উত্তোলন করতে পারবেন।

শেষ কথা

অনেকেই সৌদি আরবের কতগুলো কোম্পানি রয়েছে এই তথ্যগুলো জানার চেষ্টা করে। আগের তুলনায় এখন সৌদি আরবের কোম্পানির তালিকা অনেক বৃদ্ধি হয়েছে। ইতিমধ্যে আমরা এই পোষ্টের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির নাম উল্লেখ করেছি। এবং কোম্পানির ভিসা গেলে কত টাকা বেতন পাওয়া যায় এ তথ্যগুলো জানিয়েছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে সৌদি আরবের কোম্পানির নাম এবং বিস্তারিত তথ্য গুলো জানতে পেরেছেন। ধন্যবাদ

Leave a Comment