রাইস কুকারের দাম কত ২০২৪

যারা রান্না করাটাকে অনেকটাই সহজ করতে চাচ্ছেন তাদের জন্য বর্তমান সময়ে রাইস কুকার অনেকটাই প্রয়োজনীয় একটি পণ্য। খুব অল্প সময়ের মধ্যে কোন রকম পরিশ্রম ছাড়া আপনি কয়েক মিনিটের ভিতরে আপনার রান্নার কাজ সমাধান করতে পারবেন। এই রাইস কুকারে শুধুমাত্র সঠিক পরিমাণে পানি এবং চাল দিলেই অটোমেটিক আপনার রান্না সম্পন্ন করে দিবে।

এক্ষেত্রে শহরের পাশাপাশি বাংলাদেশের সকল গ্রামেও এখন এই বিদ্যুৎ চালিত রাইস কুকার ব্যবহার করে দেখা যায়। তবে আপনার বাজেট এবং চাহিদা মাফিক বিভিন্ন কোম্পানির রাইস কুকার আপনি কিনতে পারবেন। তবে রাইস কুকার ক্রয় করার পূর্বে জেনে রাখা উচিত রাইস কুকারের দাম কত । জনপ্রিয় ওয়ালটন কোম্পানি, সিঙ্গার সহ বিভিন্ন  কোম্পানির রাইস কুকারের মূল্য তালিকা জানতে এই পোস্টটি সম্পন্ন পড়ুন।

রাইস কুকারের দাম কত

এই রাইস কুকার মূলত ভাত রান্নার কাজে ব্যবহার করা হয়। অতএব বর্তমান সময়ে আপনি এ রাইস কুকার আরো ডিজিটাল পেয়ে যাবেন। অর্থাৎ আর অটোমেটিক সিস্টেম নিয়ে তৈরি এ রাইস কুকার পেয়ে যাবেন। যা রান্নার কাজ অতি দ্রুত এবং অনেকটাই সহজ করে দিয়েছে। শুধুমাত্র সঠিক পরিমাণে পানি এবং চাল উল্লেখ করলেই কয়েক মিনিটের মধ্যে আপনার ভাত রান্না সম্পন্ন করবে।

আজকের আলোচনায় বাংলাদেশের বিভিন্ন কোম্পানির জনপ্রিয় রাইস কুকারের মূল্য তালিকা উল্লেখ করা হয়েছে। রাইস কুকার ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই পোস্ট সম্পূর্ণ দেখবেন। এবং কোন দোকান থেকে রাইস কুকার ক্রয় করার পূর্বে অবশ্যই দাম সম্পর্কে সঠিক ধারণা রাখুন। অতএব নিচে বিভিন্ন কোম্পানির রাইস কুকারের মূল্য তালিকা জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।

কিয়াম রাইস কুকারের দাম কত

আপনার রাইস কুকার ক্রয় করতে যদি বাজেট কম হয়ে থাকে, তাহলে ২০০০ থেকে ২৫০০ টাকায় ভালোমানের আপনি রাইস কুকার ক্রয় করতে পারবেন। যেমন ১.৮ লিটারের এই KIAM Rice Cooker Delux Full Body DJB-202 মডেলের কিয়াম রাইস কুকারের মূল্য ২১০০ টাকা। এছাড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকায় কিয়াম রাইস কুকার কিনতে পারবেন।

ওয়ালটন রাইস কুকারের দাম কত

এই ওয়ালটন কোম্পানিকে বলতে গেলে বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইলেকট্রনিক্স ১৫ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য তৈরি করে থাকেন। যা অনেক টেকসই এবং দীর্ঘমেয়াদী, তবে বহুদিন যাবত এই ওয়ালটন কোম্পানি রাইস কুকার তৈরি করে আসছেন।

অর্থাৎ বাংলাদেশের বাজারে ২৫০০ থেকে ৩০০০ টাকা দিয়ে ভালো মানের ওয়ালটন রাইস কুকার ক্রয় করতে পারবেন। এবং বাজেট যদি চার থেকে পাঁচ হাজার টাকা হয় তাহলে আরো ভালো কোয়ালিটির রাইস কুকার ক্রয় করতে পারবেন।

ভিশন রাইস কুকারের দাম কত

বাংলাদেশের অতি জনপ্রিয় এবং পরিচিত আরও একটি কোম্পানি হচ্ছে ভিশন কোম্পানি। তাই আপনি যদি ভীষণ রাইস কুকার ক্রয় করতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। এতে কিছুটা ছাড় এবং ডিসকাউন্ট পেতে পারেন। তবে ভিশন রাইস কুকার সর্বনিম্ন মূল্য ২৫০০ টাকা থেকে ২৭০০ টাকা। এবং সর্বোচ্চ ৩৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

সিঙ্গার রাইস কুকারের দাম কত

বাংলাদেশের অতি জনপ্রিয় কোম্পানির মধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি সেলাই মেশিন প্রস্তুতকারক কোম্পানি। ১৯০৫ সালে সিঙ্গার বাংলাদেশের প্রথম কার্যক্রম শুরু হয়। যা আজ পর্যন্ত এই কোম্পানির অস্তিত্ব অনেকটাই স্থিতিশীল। যদি এই কোম্পানির রাইস কুকার কিনতে চান তাহলে সর্বনিম্ন ২৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। এবং সর্বোচ্চ এই সিঙ্গার রাইস কুকারের দাম হবে ৫০০০ টাকা পর্যন্ত বা এর থেকেও বেশি।

নোভা রাইস কুকারের দাম কত

এই নোভা বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড। খুব অল্প দামের মধ্যে নোভা রাইস কুকার ভালো মানে ক্রয় করতে পারবেন। বাংলাদেশের জনগণের কাছে নোভা কুকার অনেকটাই পরিচিত। যদি কেউ ক্রয় নোভা রাইস কুকার ক্রয় করতে চান তাহলে সর্বনিম্ন ১৯০০ থেকে ২ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। এছাড়াও একটু বাজেট বেশি হলে অর্থাৎ ৩৫০০ থেকে ৪০০০ টাকা হলে ভালো মানের নোভা রাইস কুকার ক্রয় করতে পারবেন।

মিয়াকো রাইস কুকারের দাম কত

যদি দীর্ঘদিন যাবত এবং ভালো মানের রাইস কুকার কিনতে চান। তাহলে অবশ্যই আপনার এলাকার দোকান থেকে মিয়াকো রাইস কুকার ক্রয় করুন। তবে এ রাইস কুকার আপনি অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন। যেমন জনপ্রিয় এবং বিশ্বাসী অনলাইন দারাজ অ্যাপ থেকে আপনি ভালো মানের রাইস কুকার পেয়ে যাবেন।

তবে মিয়াকো রাইস কুকারের দাম সর্বনিম্ন ৩০০০ থেকে ৩৫০০ টাকা। তবে এই মিয়াকো আর রাইস কুকারের মডেলের উপর ভিত্তি করে দামের পরিবর্তন হতে পারে। যেমন ৩.৬ লিটারের Miyako Rice Cooker ASL-702 এর বর্তমান বাজার মূল্য ৪৬০০ টাকা। অর্থাৎ সর্বোচ্চ ৫ হাজার টাকা টাকা দিয়ে মিয়াকো রাইস কুকার পেয়ে যাবেন।

lg রাইস কুকারের দাম কত

এ সকল কোম্পানির রাইস কুকার আপনি লিটার অনুযায়ী ক্রয় করতে পারবেন। যেমন ১.৮ লিটারের এলজি রাইস কুকার বাজারে পাবেন। আবার ৩.২ লিটারের রাইস কুকার পাবেন। অর্থাৎ এলজি রাইস কুকারের সর্বনিম্ন মূল্য ৯০০ থেকে ২৫০০ টাকা। আবার সর্বোচ্চ বাজেট রাখলে এলজি রাইস কুকার আপনি ৩৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে ভালো মানের পাবেন।

ভালো মানের রাইস কুকার কোনটি

বাংলাদেশের যেহেতু বিভিন্ন কোম্পানির রাইস কুকার পাওয়া যায়। সে ক্ষেত্রে বৈশিষ্ট্যতা এবং কার্যকারিতা অনেকটা ভিন্ন হয়ে থাকে। তাই দীর্ঘদিন যাবত রাইস কুকার ব্যবহার করতে চাইলে অবশ্যই ভালো মানের এবং ভাল কোম্পানির রাইস কুকার ক্রয় করা উচিত।

তবে বাংলাদেশে অবস্থিত ওয়ালটন রাইস কুকার, মিয়াকো রাইস কুকার অনেক বেশি ভালো। এছাড়া উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে তালিকায় ভুক্ত রয়েছে শিমিজু রাইস কুকার, প্যানাসনিক রাইস কুকার, এল জি রাইস কুকার এবং নোভা রাইস কুকার।

শেষ কথা

আজকের আলোচনায় বিস্তারিত আপনাদেরকে রাইস কুকারের দাম কত তা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করতেছি আপনারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। তবে এসব পণ্যগুলো অবশ্যই দোকান থেকে ভালোভাবে দেখে দামাদামি করে ক্রয় করুন। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment