প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম

গর্ভধারণ নিশ্চিত হতে পারলেই সন্তানের সুস্থতা কামনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা খুব সহজেই মেনে চলা যায়। গর্ভধারণ হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা বা পরীক্ষা করাকে প্রেগনেন্সি টেস্ট বলে। এই প্রেগনেন্সি টেস্ট করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সবথেকে সহজ মাধ্যম প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করা।

আপনার প্রেগনেন্সি টেস্ট করার জন্য বিভিন্ন কিট এবং প্রেগনেন্সি টেস্ট পেপার কিনতে পারেন। তবে দাম গুলো জেনে রাখা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম নিচে বিস্তারিত রয়েছে। তবে আপনার নিকটস্থ ফার্মেসির দোকান থেকে সর্বনিম্ন ২৫ টাকা দিয়ে একটি প্রেগনেন্সি টেস্ট কিনতে পারবেন।

প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম

নরমাল প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ গুলোর দাম ২০ থেকে ৩০ টাকা। আর ডিজিটাল গুলোর দাম ৪০ থেকে ৭০ টাকা। তবে সাধারণত প্রেগনেন্সি টেস্টগুলো সর্বনিম্ন ২০ টাকা থেকে ১৫০ টাকায় পেয়ে যাবেন। তবে এই কিট গুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম NOVA প্রেগন্যান্সি টেস্ট কিট।

  • Moon Digital Pregnancy Test Cassette এর দাম মাত্র ৫৬ টাকা।
  • Pregna News Pregnancy Cassette এই কীটের দাম ৬০ টাকা।
  • Good News Digital Cassette Pregnancy Test এই  কীটের দাম ৫৫ টাকা
  • NOVA TEST এর দাম ৪০ টাকা।
  • I-Can Pregnancy Strip (One Step Pregnancy Test Kit) এর একটি প্যাকেজের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। 
  • Freedom Pregnancy Test Strip 1pc এর দাম ৩০ থেকে ৩৫ টাকা।
  • Freedom Pregnancy Test Cassette 5 Pcs এর দাম ৭৫ থেকে ৮৫ টাকা।
  • Freedom pregnancy test device 1pc এর দাম ৫৭ থেকে ৬৫ টাকা। 
  • First Response Early Result Pregnancy Test এর বাংলাদেশী মূল্য ২৮০০ টাকা।
  • Clearblue Rapid Detection Pregnancy Test এর দাম বাংলাদেশি টাকায় ১৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। 

ওভুলেশন টেস্ট কিট এর দাম কত

এই কিটের দাম মাত্র ৮৫ টাকা। তবে এই Ovulation ৫ পিস কিনলে এর দাম হবে ২০০ থেকে ৪০০ টাকা। এমনকি এই Ovulation প্রেগনেন্সি টেস্ট পেপার ১০ পিস কিনে এর দাম হবে এবং ৫০০ থেকে ৭০০ টাকা। এবং ৬০ পিস Ovulation টেস্ট পেপারের দাম ৭০০ টাকা।

তবে এই ওভুলেশন টেস্ট কিট কোম্পানির বেদে বিভিন্ন মূল্য হতে পারে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়। ২ হাজার থেকে ২৫০০ টাকা দিয়েও একটি ওভুলেশন টেস্ট কিট  কিনতে পারবেন।

প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করার নিয়ম 

আপনার মাসিকের সম্ভাব্য তারিখ অনুযায়ী মাসিক মিস হওয়ার প্রথম দিনই আপনি এই প্রেগন্যান্সি টেস্ট করে গর্ভবতী কি না সে বিষয়টি নিশ্চিত হতে পারেন। প্রেগন্যান্সি টেস্টে সাধারণত গর্ভবতী নারীদের প্রস্রাবে একটি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয়। যার দরুন ফলাফল প্রদর্শন করে থাকে।

যেভাবে এই প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করবেন তা হচ্ছে, সর্বপ্রথম সকালের প্রস্রাব সংগ্রহ করুন। তবে অবশ্যই একটি পরিষ্কার কাঁচের পাত্রে সংগ্রহ করুন। যদি নোভা প্রেগনেন্সি টেস্ট ব্যবহার করে থাকেন। তাহলে এরমধ্যে থাকা কাঠিটি বের করুন।

তারপর স্ট্রপের যে প্রান্তে তীর চিহ্ন নেই সেই প্রান্তে ধরুন। এবং অন্য প্রান্তে আপনার নমুনায় ডুবান। এভাবে দুই মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখুন কাঙ্খিত ফলাফলের উদ্দেশ্যে। যদি নোভা টেস্টের একটিমাত্র রঙিন দাগ দেখায় তাহলে আপনি গর্ভবতী বা অন্তঃসত্ত্ব নন।

আর যদি কন্ট্রোল এলাকায় দুটি রঙিন দেখতে পারেন তাহলে আপনি অন্তঃসত্তা ভাগ গর্ভবতী বলে নিশ্চিত হবে। আর যদি কোন দাগ স্পষ্ট না দেখা যায় তাহলে পুনরায় পরীক্ষা করা সিদ্ধান্ত নিতে হবে। আশা করি এর ব্যবহার জানতে পেরেছেন। আর প্রত্যেকটি ব্যবহারের একটি নিয়ম সেখানে উল্লেখ করা থাকে। অথবা সেটি ফলো করুন।

প্রেগনেন্সি টেস্ট কতদিন পর করতে হয়

কমপক্ষে সহবাসের ২১ দিন পরে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। নতুবা আপনার মাসিকের সম্ভাব্য তারিখ অনুযায়ী মাসিক মিস হওয়ার প্রথম দিনই আপনি এই প্রেগন্যান্সি টেস্ট করে গর্ভবতী কি না সে বিষয়টি নিশ্চিত হতে পারেন। তবে অনেকেই সহবাসের পরপরই এই টেস্ট করে থাকেন। তবে টেস্ট অন্যান্যতম ২১ দিন পর করলে এর কাঙ্খিত ফলাফল পেতে পারেন।

প্রেগনেন্সি কিট কোনটা ভালো

বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ধরনের প্রেগনেন্সি টেস্ট কিট আপনি কিনতে পারবেন। তবে সবগুলো দিয়েই মোটামুটি ভালো কাঙ্খিত ফলাফল পাওয়া যায়। তবে এর মধ্যে আপনি ডিজিটাল স্ট্রিপকাটি নিতে পারেন যেটার নাম good news. এছাড়া নোভা টেস্ট কিট এবং ওভুলেশন টেস্ট কিট আপনি ব্যবহার করতে পারেন।

প্রেগনেন্সি টেস্ট কিট এর ব্যবহার

প্রায় প্রত্যেক ধরনের প্রেগনেন্সি কিট গুলোতে একটি লম্বা কাঠি বা বক্স থাকে। সেই কাঠি বা বক্সে ‘S’ লেখা থাকে। অতঃপর এই লেখাটুকুতে কয়েক ফোঁটা প্রস্রাব দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। অতঃপর সেখানে দুইটি ঘর ‘C’ ও ‘T রয়েছে।

যদি সি গরে একটি দাগ দেখতে পারেন তাহলে ফলাফল নেগেটিভ। অর্থাৎ আপনি অন্তসত্ত্বা নন। এবং আপনি যদি দুটি ঘরে দুটি দাগ দেখতে পারেন। তাহলে বুঝবেন আপনি অন্তসত্ত্বা বা গর্ভবতী।

শেষ কথা

আশাকরি এই পোস্ট থেকে আপনি প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম জানতে পেরেছেন। খুব অল্প দামে এই প্রেগনেন্সি টেস্ট আপনি কিনতে পারবেন আপনার এলাকার যে কোন ফার্মেসির দোকান থেকে। তবে প্রথমবারের মতো যারা প্রেগনেন্সি টেস্ট কিনতে চান তারা হয়তো এর সঠিক নাম সম্পর্কে জেনে থাকেন না। আশা করি কাঙ্খিত ফলাফল এখান থেকে পেয়েছেন। যদি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আশেপাশের ব্যক্তিদের শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment