ন্যাপ্রোসিন 500 এর দাম কত 2024

আপনার নিকটস্থ যে কোন ফার্মেসির দোকান থেকে প্রতি পিস ন্যাপ্রোসিন 500 ক্রয় করতে পারবেন ১৬ টাকায়। আর এই ন্যাপ্রোসিন ওষুধটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত। আপনার আশেপাশের যে কোন নিকটস্থ ফার্মেসির দোকান থেকে ন্যাপ্রোসিন 250mg ন্যাপ্রোসিন 500mg এবং  ন্যাপ্রোসিন 1000mg খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।

এই ন্যাপ্রোসিন 500 ওষুধটি মূলত মানুষের শরীরে ব্যথা উপষমকারী ঔষধ হিসেবে কাজ করে। দীর্ঘস্থায়ী অবস্থা যেমন অস্টিওআর্থারাইটিস / রিউমাটয়েড আর্থ্রাইটিস / অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস / দীর্ঘস্থায়ী ব্যথায় নির্দিষ্ট পরিমাণ ডোজ রোগীদেরকে প্রদান করা হয়ে থাকে। তাই ওষুধটি অনেক প্রয়োজনীয় ও উপকারী বিধায় ন্যাপ্রোসিন 500 এর দাম কত তা অনেকে জানতে চান। তাই বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।

ন্যাপ্রোসিন 500 এর দাম কত

এই ন্যাপ্রোসিন 500mg একটি ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ (NSAID) যা বেদনানাশক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য সম্পূর্ণ ঔষধ। মূল কথা এই ওষুধটি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা উপশমে সাহায্য করে। বিভিন্ন জয়েন্ট এর ব্যাথা ক্ষেত্রেও এ ওষুধ প্রযোজ্য।

অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এমনকি কিছু রোগের রোগীর গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। আপনার শরীরের পেশীর ব্যথা, পিঠের ব্যথা ও দাঁতের ব্যথা বা কান এবং গলার ব্যথা উপশম করতেও ডাক্তারের পরামর্শের ন্যাপ্রোসিন 500mg গ্রহণ করতে পারেন। তবে এই ন্যাপ্রোসিন 500mg এর দাম প্রতি পিস মাত্র ১৫ থেকে ১৬ টাকা।

ন্যাপ্রোসিন ট্যাবলেট এর দাম কত ২০২৪

৫০০ মিলিগ্রাম ন্যাপ্রোসিন এর প্রতি পিস ট্যাবলেটের দাম ১৬ টাকা। এবং একটি পাতায় ১০ টি ন্যাপ্রোসিন ট্যাবলেট থাকে। এবং প্রতি পাতার দাম ১৬০ টাকা। এবং আপনার নিগ্রস্ত ফার্মেসীর দোকান থেকে পুরো একটি বক্স ৮০০ টাকায় ক্রয় করতে পারেন। তবে পাইকারি মূল্যে আপনার থেকে কিছু কম নিতে পারে।

প্রতি পিস ন্যাপ্রোসিন ৫০০ এর দাম কত?

Naprosyn 500Mg এর প্রতি প্লিজ ট্যাবলেট এর দাম মাত্র ১৬ টাকা। তবে কিছু কিছু দোকানে আপনার কাছ থেকে ১৫ টাকা রাখতে পারে। তবে একটি পাতায় ১০টি ট্যাবলেট থাকে যার মূল্য ১৬০ টাকা। অতএব প্রতি পিস Naprosyn 500Mg ১৫ টাকা অথবা ১৬ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

ন্যাপ্রোসিন 500 এর কাজ কি

রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, টেন্ডোনাইটিস, বার্সাইটিস, গেটে বাতের লক্ষণসমূহ নিরাময়ে ন্যাপ্রোসিন 500 কঠিন ভাবে ব্যবহার করা হয়। এই ওষুধের কাজ শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা নিরাময় করা। যেকোনো রোগীর গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ব্যবহার করা যায়।

এছাড়া দাঁতের ব্যথা এবং মাথা ব্যথা কমানোর ক্ষেত্রেও কিছু ডাক্তার রোগীকে এই ঔষধ প্রদান করে থাকেন। তবে সব থেকে বেশি পরিচিত অস্টেরিওডাল বিরোধী-প্রদাহজনক ড্রাগ, যা ব্যথ্যা নিবারক হিসেবে। অর্থাৎ ন্যাপ্রোসিন ৫০০ একটি শক্তিশালী ব্যথ্যানাশক ঔষধ।

এছাড়াও পা ব্যথ্যা, কব্জি ব্যথ্যা, পিঠে ব্যথ্যা, সায়াটিকা, চিকুনগুনিয়া, স্লিপ ডিস্ক, জরায়ুর ব্যথ্যা, হাড় ব্যথ্যা, হাড়ের বৃদ্ধি, মেরুদণ্ডে ব্যথা, মাংস ফেটে যাওয়া, স্নায়ু তে চাপ, উপরের পায়ে ফাটল, হাড় ব্যাথা সহ আরো বিভিন্ন কাজ করে থাকে এই ন্যাপ্রোসিন 500।

ন্যাপ্রোসিন 500 খাওয়ার নিয়ম

এই ওষুধটি রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ডাক্তারগণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে সকালে এবং সন্ধ্যে 500mg অনুযায়ী প্রতিদিন 1000mg মিলিগ্রাম গ্রহণ করতে পারবেন। অর্থাৎ সকালে 500mg এবং সন্ধ্যায় 500mg গ্রাম। তবে এ ডোজ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। যেহেতু ঔষধি শরীরের ব্যথা নাশক বা ব্যথা উপশম কারী হিসেবে গ্রহণ করতে হয়। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ গ্রহণ করুন।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং জানতে পেরেছেন ন্যাপ্রোসিন ৫০০ এর দাম কত সম্পর্কে। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যাক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment