হিরো সাইকেল এর দাম কত টাকা ২০২৪

বাইসাইকেলের সাহায্যে আমরা খুব সহজেই কাছের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি। বাংলাদেশে মোটরসাইকেলের মতই বাইসাইকেলের বেশ ভালো চাহিদা রয়েছে। বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি বাইসাইকেল পাওয়া গেলেও হিরো বাইসাইকেল এর চাহিদা তুলনামূলক কিছুটা বেশি। দেশের বিভিন্ন দোকানগুলোতে ও খেলা ঘরগুলোতে হিরো সাইকেল কিনতে পাওয়া যায়।

অনেকে আবার শখের বসেও এ বাইসাইকেল কিনে থাকে। কিন্তু আপনি কি জানেন হিরো বাইসাইকেল এর দাম কত টাকা? হ্যাঁ অনেকেই এই সাইকেলটি কিন্তু ইচ্ছুক, কিন্তু তারা দাম সম্পর্কে জানে না। সুতরাং আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে বাংলাদেশে পাওয়া যায় এরকম হিরো কোম্পানির তৈরি সাইকেল এর দাম শেয়ার করব। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি এরকম পানির তৈরি সকল ধরনের যেমন সাধারণ হিরো সাইকেল গিয়ার হিরো সাইকেল সহ আর অন্যান্য তথ্য জানতে পারবেন।

হিরো সাইকেল এর দাম কত টাকা ২০২৪

বর্তমান বাজারে স্বল্প বাজার থেকে হাই বাজেট পর্যন্ত হিরো কোম্পানির বাইসাইকেল কিনতে পাওয়া যায়। আপনি চাইলে ৬০০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা মূল্যের হিরো সাইকেল ক্রয় করতে পারবেন। কোয়ালিটি এবং আকর্ষণীয় ফিচার এর উপর নির্ভর করে সাইকেলের দাম কম বা বেশি হয়ে থাকে। আপনার বাজেট যদিও তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে তাহলে ৬০০০ টাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের হিরো সাইকেল ক্রয় করতে পারেন।

অন্যদিকে আপনার যদি বাজেটে কোন সমস্যা না থাকে তাহলে আপনি ১২ হাজার টাকা থেকে 15 হাজার টাকা মূল্যের hero সাইকেল কিনতে পারেন। আপনাদের সাথে ধাপে ধাপে সকল ধরনের ফিচারসহ হিরো সাইকেল এর মূল্য তালিকা পোস্টের নিচের অংশে শেয়ার করা হলো।

Hero Jet Eve 28T সাইকেল দাম ও বিবরণ

  • চেইন হুইল এবং ক্র্যাঙ্ক 40T স্টিল x 6″ CP ফিনিশ ।
  • ফ্রি হুইল ১৮ দাঁত ।
  • PEDALS রাবার ব্লক প্যাডেল ।
  • টায়ারের আকারও 28 x 1.5″।
  • হবস 32/40 ঘন্টা ।
  • স্যাডল পিভিসি স্যাডল ।
  • স্ট্যান্ড- সাইড স্ট্যান্ড ।
  • বাহক- হ্যাঁ ।
  • হ্যান্ডেল বার-রোডস্টার ।
  • ব্র্যাকেসেট- লিঙ্কেজ টাইপ ।
  • MUDGUARDS- U আকৃতির ।
  • প্রশিক্ষক চাকা- না ।
  • বাস্কেট- না ।
  • চেইন কভার- ইস্পাত ।
  • ড্রেস গার্ড- না ।
  • ফেন্ডার- না ।
  • মূল্য ৭,৫৭৫ টাকা ।

Hero Hawk 27T Hero সাইকেল এর দাম ও বিবরণ

  • বয়স গ্রুপ: 15+ বছর ।
  • দাম ৮,৯৫০ টাকা
  • এর জন্য আদর্শ: পুরুষ ।
  • গিয়ার: একক গতি ।
  • গিয়ার টাইপ: নন গিয়ারড ।
  • সামনের ব্রেক: তারের ব্রেক ।
  • পিছনের ব্রেক: তারের ব্রেক ।
  • ফ্রেম উপাদান: ইস্পাত চক্র/হালকা ইস্পাত চক্র ।
  • সাসপেনশন: অনমনীয় ।
  • টায়ারের আকার: 27.5 ইঞ্চি ।
  • ফ্রেমের আকার: 23 ইঞ্চি ।

ইন্ডিয়ান হিরো সাইকেল দাম কত

বাংলাদেশের তৈরি বিভিন্ন কোম্পানির সাইকেলের তুলনায় ইন্ডিয়ান কোম্পানির তৈরি সাইকেল গুলো অত্যন্ত ভালো মানের হয়ে থাকে। এ কারণে অনেক বাংলাদেশী লোকজন ইন্ডিয়ান হিরো সাইকেল ক্রয় করতে চায়। যেহেতু পণ্যের গুণগতমানের দিক দিয়ে ইন্ডিয়ান হিরো সাইকেল ভালো হয়ে থাকে সুতরাং এর দামও কিছুটা বেশি। অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান কোম্পানির হিরো সাইকেল কিনতে চান তাহলে আপনাকে কিছু টাকা বেশি খরচ করতে হবে।

অনেকেই কাজের উদ্দেশ্যে বা শখের বসে সাইকেলিং করার জন্য বিভিন্ন কোম্পানির সাইকেল ক্রয় করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিয়ান হিরো সাইকেল দাম কত টাকা তা খুঁজে বেড়ায়। বর্তমানে সাইকেলের মডেল বা এর গুণগত মানের উপর নির্ভর করে বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি ৬ হাজার টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকা পর্যন্ত ইন্ডিয়ান হিরো সাইকেল কিনতে পারবেন।

হিরো গিয়ার সাইকেল ছবি ও দাম

সাইকেল সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, এর মধ্যে একটি হচ্ছে গিয়ার সাইকেল। বর্তমানে হিরো কোম্পানির তৈরি গিয়ার সাইকেলগুলো বাজারে বেশ চলমান রয়েছে। কিশোর কিশোরীদের অন্যতম পছন্দের সাইকেল হচ্ছে হিরো গিয়ার সাইকেল। সাধারণ সাইকেলের তুলনায় এ সাইকেলের গুণগত বৈশিষ্ট্য অনেক পরিমাণে বেশি। যার কারণে সাধারণ সাইকেলের তুলনায় হীরক গিয়ার সাইকেল এর দাম অত্যাধিক পরিমাণে বেশি হয়ে থাকে। আপনারা যারা ইন্টারনেটে হিরো গিয়ার সাইকেল এর দাম কত তা জানতে চেয়েছেন তাদেরকে জানাবো যে বর্তমানে ১০ হাজার টাকা থেকে শুরু করে হিরো গিয়ার সাইকেল কিনতে পাওয়া যায়।

শেষ কথা

আপনারা যারা এরকম পানির তৈরি বাইসাইকেল কিনতে ইচ্ছুক তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে হিরো সাইকেল এর দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতিমধ্যে আপনি এই প্রশ্নের মাধ্যমে হিরো সাইকেল দাম কত তা জানতে পেরেছেন। অবশ্যই কয়েকটি দোকানে যাচাই-বাছাই করার পরেই সাইকেলটি কিনবেন। কারণ দোকান বেঁধে এই বাইসাইকেল গুলোর দাম কিছুটা কম বেশি হয়ে থাকে।

Leave a Comment