গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

প্রথমবারের মতো গ্যাস সিলিন্ডারের ১২ কেজির দাম ছিল ১১৪০ টাকা। তার দ্বিতীয়বার পরিবর্তন হয়ে সে দাম বৃদ্ধি পেয়ে  দাঁড়িয়ে ছিল ১২৮৪ টাকা। অতঃপর সর্বশেষ বিআরসি অনুযায়ী নতুন ঘোষিত ১২ কেজি গ্যাস সিলিন্ডার দাম বেশি ৭৯ টাকা। দ্বিতীয়বার গ্যাসের দাম বৃদ্ধির মূল্য ছিল ১৪৪ টাকা।

পূর্বের থেকে এই গ্যাস সিলিন্ডারের দাম এর বৃদ্ধি হার কিছুটা কম হলেও জনগণের জন্য অনেকটা হয়রানি সৃষ্টি হচ্ছে। দৈনন্দিন কাজে বর্তমান সময়ের মানুষ এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে প্রতিনিয়তই এই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। তাই এই দাম বেশি হয়েছে বলে জনগণের বক্তব্য।

গ্যাস সিলিন্ডারের দাম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১১৩ টাকা ৬১ পয়সা। আর এই হিসেবেই সকল গ্যাসের মূল্য নির্ধারণ করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা এ দাম মানছে না বলে জানিয়েছেন বিআরসির চেয়ারম্যান।  কিছু জায়গায় অপ্রত্যাশিতভাবে তাদের কাছ থেকে ১৪০০ টাকা পর্যন্ত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য রাখা হয়েছে।

যা একজন সাধারণ জনগণের জন্য এ দাম অনেক বেশি। তবে পাইকারি দোকানগুলোতে 12 কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১৩৫০ থেকে ১৩৬০ টাকা রাখা হয়। তবে যে দোকানেই বা ব্যবসায়ীরা এর থেকে গ্যাস সিলিন্ডারের মূল্য বেশি রাখছে তাদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিআরসির চেয়ারম্যান।

১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

যেকোনো দোকান থেকে গ্যাসের বোতল কেনার পূর্বে অবশ্যই এখান থেকে সঠিক মূল্য জেনে নিন।  আজকের আপডেট তথ্য অনুযায়ী 12 কেজি গ্যাস সিলিন্ডারের সঠিক মূল্য ১৩৬৩ টাকা। তবে কিছু দোকানে আপনার কাছ থেকে ১৩৭০ টাকা রাখতে পারে। অথবা কিছু দোকানে 12 কেজি Gas Cylinder এর দাম ১৩৫০ টাকা রাখতে পারে।

আজকের গ্যাস সিলিন্ডারের দাম কত

সব থেকে বেশি বিক্রি করা হয় 12 কেজি গ্যাস সিলিন্ডার। আর এবার কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ৭৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা করা হয়েছে। যদি কোন দোকানে আপনার কাছ থেকে এই মূল্য থেকে বেশি টাকা হাকাতে চায় তাহলে বুঝবেন সে অসাধু ব্যবসায়ী। 

নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত ২০২৪

পূর্বে গ্যাস সিলিন্ডারের ১২ কেজির মূল্য ছিল ১২৮৪ টাকা। তবে অসাধু ব্যবসায়ীরা তাদের দোকানগুলোতে ১৩০০ থেকে ১৩২০ টাকায় বিক্রি করতো এই ১২ কেজি গ্যাস। তবে নতুন  নির্ধারিত অনুযায়ী  ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বর্তমান মূল্য ১৩৬৩ টাকা। তবে কিছু দোকানগুলোতে এই নতুন গ্যাস সিলিন্ডারের মূল্য ১৪০০ টাকা রাখা হচ্ছে।

খালি গ্যাস সিলিন্ডারের দাম কত

ভর্তুকি দেওয়ার পর একটি খালি গ্যাসের বোতলের দাম পরে ৬০০ থেকে ৭০০ টাকা। প্রথম অবস্থায় এই গ্যাসের বোতলের নির্ধারিত মূল্যের থেকে  ১৫০০ থেকে ২০০০ টাকা বেশি রাখা হয়। 

যমুনা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

অন্যান্য গ্যাসের সাথে যে সকল গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ১২ কেজি যমুনা গ্যাসের Cylinder দাম ১৩৬৩ টাকা। এবং ১৫ কেজির যমুনা Gas Cylinder দাম ১৭০৪ টাকা। এবং ২৫ কেজি যমুনা গ্যাস Cylinder দাম ২৮৪০ টাকা।

বসুন্ধরা ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম কত?

বাংলাদেশে অনেকগুলো গ্যাসের থেকে বসুন্ধরা গ্যাস অনেকটা জনপ্রিয়। গ্রামে এবং শহরে এ গ্যাসের বোতল অনেক বেশি ব্যবহার করতে দেখা যায়। পূর্বের থেকে উনি আশি টাকা বৃদ্ধিতে বসুন্ধরা 12 কেজি এলপি গ্যাসের দাম হয়েছে  ১৩৬৩ টাকা। তবে বিভিন্ন দোকানগুলোতে এই নির্ধারিত দামের পরিবর্তন লক্ষ্য করা যায়।

১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত

তো তৃতীয় দফায় সকল এলপি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় ১৪ কেজি গ্যাসের বোতলের দাম ১৫৯০ টাকা। এই ১৪ কেজি গ্যাসের মূল্য বিআরসি কর্তৃক নির্ধারিত। তেমনি বসুন্ধরা ১৪ কেজি Gas Cylinder মূল্য এই 1590 টাকা। অর্থাৎ পূর্বের দামের থেকে ৭৯ টাকা বর্তমানে বৃদ্ধি পেয়েছে।

১৫ কেজি এলপি গ্যাসের দাম কত

বিআরসি কর্তৃক নির্ধারিত ১৫ কেজি গ্যাসের বোতলের দাম এত ১৭০৪ টাকা। যা পূর্বে এই 15 কেজি গ্যাসের মূল্য ছিল দাম ১৬২১ টাকা।আর এই গ্যাসের বোতল আপনার এলাকার দোকানগুলোতে ১৭২০ টাকা থেকে ১৭৩০  টাকায় পেয়ে যাবেন। তবে ১৫ কেজি এলপি গ্যাসের সঠিক দাম ১৭০৪ টাকা।

বর্তমানে এলপিজি গ্যাসের দাম কত

যদি প্রতি কেজি এলপি গ্যাসের মূল্য ছুটির দিনে থাকেন তাহলে বর্তমানের সকল এলপি গ্যাসের মূল্য জানতে পারবেন। অর্থাৎ বিআরসি করতে কে নির্ধারিত প্রতি কেজি গ্যাসের মূল্য ১১৩ টাকা ৬১ পয়সা।  সেই হিসেবে পাঁচ কেজি এলপি গ্যাসের মূল্য 568 টাকা। ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩৬৩ টাকা। ১৫ কেজি এলপি গ্যাসের মূল্য ১৭০৪ টাকা। এবং ১৪ কেজি এলপি গ্যাসের মূল্য ১৫৯০ টাকা। এবং ৩৫ কেজি এলপি গ্যাসের মূল্য ৩৯৭৬ টাকা।

বাংলাদেশে এলপিজি গ্যাস কোম্পানি ঠিকানা

বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার বাংলাদেশের প্রতিনিয়ত উৎপাদিত হয়। যমুনা গ্যাস, কিন্তু বসুন্ধরা গ্যাস আরো ইত্যাদি ইত্যাদি। তো কোথায় এ সকল গ্যাসের ভান্ডার অনেকে জানেন না। অর্থাৎ নিচে বাংলাদেশ এলপিজি গ্যাসের কোম্পানি ঠিকানা উল্লেখ করা হলো।

  • বসুন্ধরা এলপি গ্যাস লি.
  • ওজন : ১২, ৩০ এবং ৪৫ কেজি।
  • ঠিকানা: প্লট # 56/এ, ব্লক# সি, ২য় এভিনিউ, বসুন্ধরা আর/এ, ঢাকা 1229।
  • ফোন: +880 2 8431256, +880 2 8431257, 8431258, +88 01938-873244, 01938-878795, 01975-559914, 01938-878713
  • কারখানা: বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, মংলা বন্দর শিল্প এলাকা, মংলা, বাগেরহাট, বাংলাদেশ।
  • ফোন: 04662-75377, 75134-5
  • হটলাইনঃ ১৬৩৩৯
  • অফিশিয়াল ওয়েবসাইট: www.bashundharalpgas.com

শেষ কথা

আশা করছি আজকের নতুন গ্যাস সিলিন্ডারের দাম জানতে পেরেছেন। এবং এই পোস্ট থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। কয়েক দফায় এ গ্যাস সিলিন্ডার এর মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই সঠিক দাম জেনে গ্যাস সিলিন্ডার ক্রয় করুন। অতঃপর এই পোস্ট আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment