ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

ইউরোপ মহাদেশে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ইউরোপ যাওয়ার আগে বিভিন্ন সম্পর্কে জানার চেষ্টা করে। মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে। সবগুলো দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত। মূলত ইউরোপ মহাদেশ বৃহত্তম ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিম উপদ্বীপ নিয়ে গঠিত।

বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিসিএস পরীক্ষা অথবা চাকরির পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। হঠাৎ করে ইউরোপ মহাদেশে মোট কতটি দেশ রয়েছে এ তথ্যগুলো জানার দরকার পড়ে। অনেকে ইউরোপের দেশ সম্পর্কে কোন তথ্য জানেন না। আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম গুলো জানতে পারবেন।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

অনেকেই ধারণা নেওয়ার জন্য অথবা বিভিন্ন প্রয়োজনে ইউরোপের দেশগুলোর নাম খুঁজে থাকে। অনেক সময় অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য খুঁজে পান না। ইউরোপের মধ্যে মোট ৫০ টি দেশ রয়েছে। মূলত এই ৫০ টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। এর মধ্যে সেনজেন দেশ এবং নন সেনজেন দেশ রয়েছে। আপনাদের সুবিধার্থে ইউরোপের মোট ৫০টি দেশের নাম উল্লেখ করেছি। দেখে নিন  ইউরোপের দেশগুলোর নাম সমূহ।

  1. স্পেন।
  2. ইতালি।
  3. ফ্রান্স।
  4. রাশিয়া।
  5. জার্মানি।
  6. ইউক্রেন
  7. যুক্তরাজ্য।
  8. পোল্যান্ড।
  9. রোমানিয়া।
  10. চেক প্রজাতন্ত্র।
  11. বেলজিয়াম।
  12. নেদারল্যান্ডস।
  13. গ্রীস।
  14. পর্তুগাল।
  15. সুইজারল্যান্ড।
  16. সুইডেন
  17. সার্বিয়া।
  18. অস্ট্রিয়া।
  19. বেলারুশ।
  20. হাঙ্গেরি।
  21. আলবেনিয়া।
  22. বসনিয়া।
  23. মোলদোভা।
  24. ক্রোয়েশিয়া।
  25. আয়ারল্যান্ড।
  26. নরওয়ে।
  27. বুলগেরিয়া।
  28. ডেনমার্ক।
  29. ফিনল্যান্ড।
  30. স্লোবাসিয়া।
  31. এস্তোনিয়া।
  32. লাটভিয়া।
  33. স্লোভেনিয়া।
  34. উত্তর মেসিডোনিয়া।
  35. লিথুয়ানিয়া।
  36. অ্যান্ডোরা।
  37. আইসল্যান্ড।
  38. মাল্টা
  39. লুক্সেমবার্গ।
  40. মন্টিনিগ্রো ।
  41. কসোভো।
  42. ভ্যাটিকান সিটি।
  43. সান মারিনো ।
  44. লিচেনস্টাইন।
  45. মোনাকো ।
  46. জর্জিয়া।
  47. আর্মেনিয়া।
  48. সাইপ্রাস।
  49. এনডোরা।
  50. ইংল্যান্ড।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী

বিশেষ করে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এইরূপ দেশগুলো রাজধানীর নাম জানার দরকার পড়ে। কিছু সময় প্রাইমারির চাকরির পরীক্ষার প্রশ্ন ইউরোপ মহাদেশের দেশগুলোর রাজধানী নিয়ে প্রশ্ন থাকে। অনেকে তখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের রাজধানীর নাম জানার চেষ্টা করে। বর্তমান ইউরোপ মহাদেশে মোট 50 টি দেশ রয়েছে। আজকে আপনাদের সুবিধার্থে ইউরোপ মহাদেশের ৫০টি দেশের নাম ও রাজধানী সহ উল্লেখ করেছি।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নামরাজধানী
আর্মোনিয়াইয়েরেভান
অ্যান্ডোরাআন্দরা লা ভেলিয়া
আস্ট্রিয়াইয়েরেভান
আলবেনিয়াতিরানা
বেলজিয়ামব্রাসেলস
আজারবাইজানবাকু
বেলারুশমিনস্ক
বসনিয়াসায়ায়েভো
চেক প্রজাতন্তপ্রাগ
সাইপ্রাসনিকোসিয়া
ডেনমার্ককোপেনহেগেন
বুলগেরিয়াসফিয়া
ইস্তোনিয়াতাল্লিন
জর্জিয়াতিবিলিসি
ক্রোয়েশিয়াজাগরেব
গ্রিসঅ্যাথেন্স
ইতালিরোম
ফ্রান্সপ্যারিস
হাঙ্গেরিবুদাপেস্ট
লাতভিয়ারিগা
জার্মানিবার্রিন
কাজাখস্তানআস্তানা
আয়ারল্যান্ডডাবলিন
লুক্সেমবুর্গলুক্সেমবুর্গ
মাল্টাভল্লোত্তা
আইসল্যান্ডরেইকিয়াভিক
লিশটেনস্টাইনফাড়ুৎস
লিথুনিয়াভিলনিউস
মোনাকোমোনাকো
মলদোভাকিশিনেভ
মন্টিনিগ্রোপোডগোরিকা
পর্তুগাললিসবন
নেদারল্যান্ডসআমস্টারডাম
পোল্যান্ডওয়ার্‌শ
নরওয়েআসলো
রাশিয়ামস্কো
রোমানিয়াবুখারেস্ট
স্লোভেনিয়ালিউব্লিয়ানা
সুইডেনস্টকহোম
সার্ভিয়াবেলগ্রেড
স্পেনমাদ্রিদ
সুইজারল্যান্ডজেনেভা
তুরস্কআনকারা 
স্লোভেকিয়াব্রাতিস্লাভা
ইউক্রেনকিয়েভ
ভ্যাটিক্যান সিটিভ্যাটিক্যান সিটি
ইংল্যান্ডলন্ডন 
এনডোরাভিল্লা

ইউরোপের ধনী দেশের তালিকা

অনেকে ইউরোপের ধনী দেশের তালিকা জানার চেষ্টা করে। এই রোগের মধ্যে মোট 50 টি দেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ধনী দেশ রয়েছে। এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। অনেকে ধারনা নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে এই তথ্যগুলো খোঁজাখুঁজি করে থাকে। দেখে নিন ইউরোপের ধনী দেশের তালিকা গুলো।

  • লুক্সেনবার্গ।
  • আয়ারল্যান্ড।
  • সুইজারল্যান্ড।
  • সান মারিনো। 
  • নরওয়ে।
  • ইনল্যান্ড।
  • রাশিয়া।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

আপনি যদি ইউরোপ মহাদেশের সবগুলো দেশ মনে রাখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশল ছাড়া আপনি কখনোই এই দেশগুলো মুখস্ত রাখতে পারবেন না। আসলে আপনার মনের এবং মস্তিষ্কের উপর ভিত্তি করে কৌশলগুলো অবলম্বন করতে হবে। মূলত মনে রাখার কোন কৌশল নাই। আপনার মস্তিষ্ক এবং মন যদি ভালো থাকে তাহলে আপনি এই দেশগুলোর নাম কয়েকবার পরেই মুখস্ত রাখতে পারবেন।

শেষ কথা

আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে ইউরোপ মহাদেশের সেবগুলো দেশের নাম জানতে চাচ্ছিলেন। কিন্তু সঠিকভাবে দেশগুলোর নাম খুঁজে পাচ্ছেন না। ইতিমধ্যেই আমরা এই পোস্টের মাধ্যমে ইউরোপ মহাদেশের সবগুলো দেশের নাম ও রাজধানী সহ উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোষ্টটি পড়ে  ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম গুলো জানতে পেরেছেন। এই রকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করে রাখুন। ধন্যবাদ

Leave a Comment