ইসবগুলের ভুসির দাম কত ২০২৪

যাদের শরীরে হজমের সমস্যা বা মলত্যাগের সমস্যা রয়েছে তারা এই ইসবগুলের ভুসি নিয়মিত খেতে পারেন। এখন এই সমস্যা প্রায় মানুষের মধ্যেই দেখা দিয়ে থাকে। এখন আপনি যদি ইসুবগুলের ভুসি ক্রয় করতে চান আপনাকে অবশ্যই এই ইসুবগুলের ভুসির দাম সম্পর্কে জানতে হবে। তবে আপনাদের ইসুবগুলের ভুসির মূল্য সম্পর্কে জানানোর সুবিধার্থে আজকের আর্টিকেলটি শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে। অতএব ইসবগুলের ভুসির দাম কত জানতে সম্পূর্ণ  পোস্ট পড়ুন।

এই ইসবগুলের ভুসিকে আমরা অনেকেই সাইলিয়াম হাস্ক নামে চিনে থাকি। যেটি উৎপাদিত হয় প্রাকৃতিকভাবে ফাইবার যা প্লান্টাগো ওভাটা উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত। এই ইসুবগুলের ভুসিকে অনেকের রোগ নিরাময়ের জন্য প্রতিনিয়ত সেবন করে থাকেন। এখন আপনি এই ইসবগুলের ভুসি খাবেন অথচ এর দাম সম্পর্কে জানবেন না তা কি করে হয়। অতঃপর আপনাদেরকে এই ইসবগুলের ভুসির দাম কত জানানোর জন্য শুধুমাত্র আজকের আর্টিকেলটি উপস্থাপন করেছি। অতএব সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন।

ইসবগুলের ভুসির দাম কত ২০২৪

অনলাইনে ইসুবগুলের ভুসি মূল্য সম্পর্কে নির্ধারিত সঠিক মূল্য উল্লেখ না থাকলেও  আজকে আমাদের আর্টিকেল দ্বারা একদম নির্ভুল এবং সঠিক মূল্য জানতে পারবেন। বর্তমান বাজারে এই ইসবগুলের ভুসির দাম কত টাকা এবং কিভাবে বিক্রি হচ্ছে সে বিষয়টিও এখানে উল্লেখ করেছি। এছাড়াও আজকের আর্টিকেল দ্বারা জানতে পারবেন এই ইসবগুলের ভুসি কত টাকা কেজি বিক্রি হয়। এবং কোথায় এই ইসবগুলের ভুসি পাওয়া যায় তা নিয়েও আলোচনা করেছি।  অতএব সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।

ইসবগুলের ভুসির কত টাকা কেজি ২০২৪

সচরাচর এই ইসবগুলের ভুসির দাম একটু বেশি হয়ে থাকে। তবে একটু তারা যখনই এই ভুসি সাধারণভাবে ক্রয় করেন তখন অল্প পরিমাণে ক্রয় করে থাকেন।  যেমন কেউ ক্রয় করার ১০০ গ্রাম আবার কেউ ক্রয় করেন ২০০ থেকে ৩০০ গ্রাম। তবে আপনাদের জানাবো ইসবগুলের ভুসি কত টাকা কেজি। অর্থাৎ বাজারের দরদাম অনুযায়ী আজকের ইসবগুলের ভুসির দাম ১১০০ থেকে ১২০০ টাকা কেজি।

ইসবগুলের ভুসি কোথায় পাওয়া যায়

এই ইসবগুলের ভুসি আপনি আপনার নিকটস্থ অনেক বড় বাজার অথবা দোকান থেকে ক্রয় করতে পারবেন। তবে সাধারণত দোকানগুলিতে ভালো মানের ইসবগুলের ভুসি পাওয়া যায় না। সব সময় বেশি ইসবগুলের ভুসি ক্রয় করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন।

এছাড়া আপনি অনলাইন থেকে এই ইসবগুলের ভুসি কেজি বা গ্রাম অনুযায়ী ক্রয় করতে পারবেন। যেমন বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম হচ্ছে দারাজ। নতুবা অনলাইনে সার্চ করলে বিভিন্ন প্রার্থন দেখতে পাবেন। তবে আপনার জন্য উপদেশ এসব অনলাইন প্লাটফর্ম ব্যবহার না করে সরাসরি বাজারে গিয়ে ইসবগুলের ভুসি কিনে ফেলুন।

১০০ গ্রাম ইসবগুলের ভুসির দাম কত ২০২৪

বিভিন্ন দোকানিতে বা বাজারে ১০০ গ্রাম ইসবগুলের ভুসি পাওয়া যাচ্ছে মাত্র ১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে এই ইসবগুলের ভুসির মধ্যে মানের অনেক পার্থক্য হয়ে থাকে। আপনি বাজারে ভালো মানে ইসবগুলের ভুসি পেয়ে যাবেন আবার খারাপ মানের ইসবগুলের ভুসি পাবেন। তাই ক্রয় করার সময় ভালোভাবে এই ইসবগুলের ভুসি ক্রয় করবেন।

তবে কিছু কিছু দোকানে ইসবগুলের ভুসির মানের পার্থক্য অনুযায়ী এর  ১০০ গ্রাম ভুসির দাম ৮০ থেকে ১২০ টাকা। তবে কিছু কিছু অনলাইন প্লাটফর্মে ১০০ গ্রাম ইসবগুলের ভুসির দাম ২০০ থেকে ২২০ টাকা কেজি।

৫০০ গ্রাম ইসবগুলের ভুসির দাম কত ২০২৪

এছাড়া যারা ৫০০ গ্রাম ইসবগুলের ভুসির বর্তমান বাজার মূল্য হবে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা। বা এর বেশি অথবা কম হতে পারে। তবে যারা বাজার থেকে এই ইসবগুলের ভুসির ক্রয় করতে চাচ্ছেন। তারা কিছুটা কম অথবা বেশি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই এই ইসবগুলের ভুসি নিজের হাতে দেখে ক্রয় করবেন।

ইসবগুলের ভুসির ক্ষতি

আমরা সকলেই বিভিন্ন উপকারের আশায় এই ইসবগুলের ভুসি প্রতিনিয়ত একটা নিয়ম অনুযায়ী খেয়ে থাকি। তবে অতিরিক্ত সেবনের ফলে এসব ইসবগুলের ভুসি আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। যেমন ইসবগুলের ভুসিতে অনেকটা ফাইবার থাকে যা সেবনে ফলে আমাদের শরীরে গ্যাসের ভাব দেখা দিতে পারে।

নতুবা অতিরিক্ত সেবনের ফলে শরীর ফুলে যেতে পারে। এছাড়াও ইসবগুলের ভুসি খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানির সাথে মিশে খেয়ে ফেলুন  নতুবা গলায় বা  খাদ্যনালীতে বাধার সৃষ্টি করতে পারে। এছাড়াও কারো ক্ষেত্রে এলার্জি সমস্যা দেখা দিতে পারে। যদিও এ সমস্যাটি অনেকটাই বিরল, তাও সাবধানে এবং সতর্কতার সাথে ইসবগুলের ভুসির খাওয়া উচিত।

ইসবগুলের ভুসির উপকারিতা

প্রত্যেক খাবারের কিছু না কিছু উপকারিতা থাকে।  আবার কিছু অপকারিতা থাকে। তবে এখানে আপনাদেরকে ইসবগুলের ভুসি খাওয়ার যে উপকারিতা রয়েছে তা জানাবো। আশা করছি উপকারগুলো জানলে ইসবগুলের ভুসি খেতে অনেকটা আগ্রহ পাবে। ইসবগুলের ভুসি খাওয়ার কিছু উপকারিতা নিম্নে উল্লেখ করা হলো।

  • হজমের সমস্যা দূর করতে ইসবগুলের ভুসি খেতে পারেন।
  • যাদের মধ্যে কত সমস্যা হয় তারা এই ইসবগুলের ভুসি খেতে পারেন। এটা অনেক ভালো ঔষধ হিসেবে কাজ করে।
  • এছাড়াও যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য এবং ফোলাভাব রয়েছে তা দূর করতে ইসবগুলের ভুসি অনেকটা সাহায্য করে।
  • প্রাকৃতিক উপায়ে আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর করতে ইসবগুলের ভুষির উপকারিতা অনেক।
  • এছাড়াও স্বাস্থ্যকর কোলেস্টরলের মাত্রা বজায় রাখতে ইসবগুলের ভুসি অনেকটা উপকারে আসে।
  • শরীরের বর্জ্য টক্সিন পরিষ্কার করা তো একটা সমস্যা যেমন ব্রণ এবং বিভিন্ন দাগ কমাতে এই ইসবগুলের ভুসি সাহায্য করে।

ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম

ইতিমধ্যে আমরা ইসবগুলের ভুসি উপকারিতা এবং অপকারিতা বা ক্ষতি সম্পর্কে জানতে পেরেছি।  এখন জানাবো কিভাবে এই ইসবগুলের ভুসি আপনারা খাবেন। এর সঠিক নিয়ম কি ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ইসবগুলের ভুসি খেলেই হবে না, একটি নিয়ম অনুযায়ী প্রত্যেক কে সেবন করতে হবে।  তাহলেই উপকার পাওয়া যাবে না হলে অপকার হবে। চলুন ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন।

  • ইসবগুলের ভুসি আপনি বাজারে পাউডার হিসেবে পেয়ে যাবেন। যেটা আপনাকে পানির সাথে মিশিয়ে সকালে অথবা রাত্রে খেতে হবে।
  • এছাড়াও এই ইসবগুলের ভুসি ক্যাপসুল আকারে পাওয়া যায়। যদি ডাক্তারদের কাছ থেকে  ক্যাপসুল আকারে এই ইসবগুলের ভুসি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে নিবেন কিভাবে খেতে হবে।
  • ইসবগুলের ভুসি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটা জেলের মত পদার্থ তৈরি করে। যা খাওয়ার সময় গলায় বাধা বা প্রতিরোধ করার চেষ্টা করতে পারে। এজন্য অত্যন্ত পরিমাণে পানি মিশিয়ে সেবন করুন।
  • আর এই ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম এবং পদ্ধতি মেনে চলা উচিত।  তাহলেই এই ইসবগুলের ভুসি দ্বারা আমরা উপকার পেয়ে থাকবো।

শেষ কথা

একটা নির্দিষ্ট সময় এবং নিয়ম অনুযায়ী প্রতিদিন বা কার্যবার অনুযায়ী এই ইসবগুলের ভুসি খাওয়া উচিত। তবে আজকের আর্টিকেলের যারা ইসবগুলের ভুসির দাম কত ২০২৪ বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা এখান থেকে ইসবগুলের গুলের দাম জানতে পেরেছেন। যদি এ পোস্ট পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment