ধান কাটার মেশিনের দাম কত ২০২৪

বাংলাদেশে এখন আধুনিক যুগ। আগে যেগুলো কাজ হাতে করা লাগতো এখন মানুষ সবাই মেশিনের মাধ্যমে করে থাকে। আধুনিক মেশিনের মাধ্যমে করলে আমাদের খরচ এবং সময় দুইটাই কম লাগে।বর্তমানে এখন সবাই মেশিনের মাধ্যমে ধান কেটে থাকে। আগের মত অনেক সময় নিয়ে আর ধান কাটতে হয় না। অনেক সময়ে বদলি পাওয়া যেতো না ধান কাটার সময় অনেক দুশ্চিন্তা পড়ে যেত। আধুনিক ধান কাটার মেশিন বের হওয়ার কারণে আমাদের আর কোন সমস্যা হয় না। আজকে আপনাদের কে ধান কাটার মেশিনের দাম কত? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বর্তমানে অনেক মানুষ আছে প্রতি বছর অনেক জমি চাষ করে। ধান কাটার সময়ে বদলি পাওয়া যায় না। পাওয়া গেলেও অনেকটা দাম বেশি থাকে। প্রায় ১ মন ধান বিক্রি করলে যে টাকা আসবে সেই টাকা ধান কাটার সময় একটা বদলি খরচ দিতে হয়। আপনি ধান কাটার আধুনিক মেশিন দিয়ে ধান কাটলে আপনার অনেকটাই খরচ কম হয়ে যাবে। এবং ধান কাটার সময় অনেক কম লাগবে।

যারা প্রতি বছর অনেক জমি চাষ করেন তারা একটি ধান কাটার মেশিন কেনার কথা ভাবতাছেন, কিন্তু ধান কাটা মেশিনের সঠিক দাম জানেন না। আবার অনেকেই ব্যবসা করার জন্য ধান কাটার মেশিন কিনতে চাইতেছেন। বিভিন্ন রকমের ধান কাটার মেশিন রয়েছে। আজকে আপনাদের কে ধান কাটার মেশিন সম্পর্কে সঠিক তথ্য জানাবো।

ধান কাটার মেশিনের দাম

বাংলােদেশ আধুনিক যুগ। প্রতিনিয়ত নুতন নতুন মেশিন তৈরি হতে চলেছে। বর্তমানে বাংলাদেশে সব যায়গাতে ধান কাটার মেশিন চলে এসেছে। এই মেশিন মুলত দেশের বাহিরে থেকে আসে। তারপর মেশিন কিনে আনতে হয়। আপনি যদি ধান কাটার মেশিন কেনার কথা ভাবেন তাহলে আপনাকে সঠিক দাম জানতে হবে। অনেকই ধান কাটার মেশিন ব্যবসা করার জন্য কিনে থাকে। আজকে আপনাদের কে ধান কাটার মেশিন এর দাম জানাবো। ধান কাটার মেশিন বিভিন্ন রকমের হয়ে থাকে। মেশিনের মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে। আজকে আপনাদের কে বিভিন্ন রকম ধান কাটার মেশিন এর মডেল সহ দাম জানিয়ে দিবো।

মিনি ধান কাটার মেশিনের দাম কত ২০২৪

অনেকেই আছেন ধান আবাদ করে থাকেন। ধান কাটার সময় বদলি নিয়ে অনেক ঝামেলা পরতে হয়। ঠিক মত বদলি পাওয়া যায় না। অনেকই আছেন ধান কাটার জন্য ছোট মেশিন কিনতে চান। ধান কাটার মেশিন কিনলে আপনি অতি দ্রুত ধান কেটে ফেলতে পারবেন। আজকে আপনাদের কে মিনি ধান কাটার মেশিনের দাম কত সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি যদি মিনি ধান কাটার মেশিন কিনতে চান তাহলে আপনাকে ১ লক্ষ ২৬ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার এর টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি মিনি ধান কাটার মেশিন কিনতে পারবেন।

হারবেষ্টার মেশিন কত টাকা

বর্তমানে বাংলোদেশে ধান কাটার মেশিনের মধ্যে অন্যতম মেশিন হলো হারবেষ্টার মেশিন। এই মেশিনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক শতাংশ জমি ধান কেটে ফেলা যায়। হারবেষ্টার মেশিন দিয়ে ধান কাটলে আপনার কোন কষ্ট হবে না। কারণ এই মেশিন ধান কাটার সময় অটোমেকিট ভাবে শুধু ধান আলাদা হয়ে যায় এবং ধানে অগোছালো খর অন্য এক যায়গায় রয়ে যায়। পরে শুধু ধান হারবেষ্টারে ট্যাংকি থেকে যায়। ১টি হারবেষ্টারে ট্যাংকিতে প্রায় ১০ মন এর মত ধান থাকে। তারপর কোন রকম কোন ঝামেলা ছাড়াই সহজেই ধান সাথে সাথেই বস্তায় তুলে নিয়ে যাইতে পারে। বর্তমানে এই হারবেষ্টার মেশিনের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আপনি ধান কাটার হারবেষ্টার মেশিন কিনতে চাইলে আপনাকে ২৩ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা বাজেট রাখতে হবে।

চায়না হারবেষ্টার ধান কাটার মেশিন দাম কত ২০২৪

অনেকেই আছেন চায়না হারবেষ্টার কেনার কথা ভাবতাছেন। চায়না হারবেষ্টার একটু কম দামে কিনতে পারবেন। কারন অন্যান্য কম্পানি থেকে চায়না কম্পানির হারবেষ্টার একটু কম হয়ে থাকে। আপনি যদি চায়না হারবেষ্টার ধান কাটার মেশিন কিনতে চান তাহলে আপনাকে ২৩ লক্ষ থেকে ২৬ লক্ষ বাজেট রাখতে হবে। তাহলে আপনি একটি চায়না ধান কাটার হারবেষ্টার মেশিন কিনতে পারবেন।

জাপানি হারবেষ্টার ধান কাটার মেশিন দাম কত ২০২৪

বর্তমানে জাপানি ধান কাটার মেশিন এর একটু চাহিদা বেশি। দাম একটু বেশি হলেও সার্ভিস টা অনেক ভালো দেয়। আজকে আপনাদের কে জাপানি হারবেষ্টার এর দাম জানাবো। আপনি জাপানি ধান কাটার হারবেষ্টার মেশিন কিনতে চাইলে আপনাকে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি ভালো মানের একটি জাপানি হারবেষ্টার মেশিন কিনতে পারবেন।

এসি আই ধান কাটার মেশিন দাম কত ২০২৪

অনেকেই আছেন কম দামের ধান কাটার মেশিন খুঁজে থাকেন। ছোট মেশিনের মাধ্যমে হাত দিয়ে ধান কাটা যায়। অনেকই আছেন এসি আই ধান কাটার মেশিন খুঁজে থাকেন। এসি আই কম দামের ধান কাটার মেশিন বানিয়ে থাকে। আজকে আপনাদের কে এসি আই ধান কাটার মেশিন এর দাম জানিয়ে দিবো। এসি আই ধান কাটার মেশিনের নাম ইয়ামাহা হারবেষ্টার নামে পরিচিত। এই মেশিন কিনতে হলে আপনাকে ৩৬ হাজার থেকে ৩৮ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি এসি আই ধান কাটার মেশিন কিনতে পারবেন।

রিপার ধান কাটার মেশিনের দাম ২০২৪

বর্তমান সময়ে সবাই কম দামের মধ্যে বিভিন্ন রকম ধান কাটার মেশিনের দাম খুজে থাকে। আজকে আপনাদের কে রিপার ধান কাটার মেশিনের দাম জানাবো। এই রিপার ধান কাটার মেশিন মুলত পাওয়ার টিলার সাথে ব্যবহার করতে হয়। পাওয়ার টিলার এর সাথে ব্যবহার করে ধানের পাশাপাশি গম কাটা যায়। তাই অনেকেই কম দামের মধ্যে কিনতে চায়। আপনি রিপার ধান কাটার মেশিন কিনতে চাইলে আপনাকে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি একটি রিপার ধান কাটার মেশিন কিনতে পারবেন।

ধান কাটার মেশিন কোথায় পাওয়া যাবে

অনেকই আছে ধান কাটার মেশিন কিনতে চায়। কোথায় থেকে কিনতে হবে এই তথ্য জানে না। আজকে আপনাদের কে ধান কাটার মেশিন কোথায় থেকে কিনতে পারবেন। সেই তথ্য জানোবো। ধান কাটার মেশিন সব গুলো সেব সময় পাওয়া যায় না। প্রথমে আপনাকে কাছের কোন বড় কৃষি যন্ত্র পাতি দোকানে খোজ নিতে হবে। তাদের সাথে কন্টাক করে কিনতে পারবেন। সেখানে না পেলে আপনাকে উপজেলা কৃষি অফিসে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ধান কাটার মেশিন কিনতে পারবেন।

শেষ কথা

আমরা আপনাকে ধান কাটার মেশিন এর দাম জানিয়েছি। এবং সঠিক তথ্য প্রদান করেছি। আশা করি, আপনি আমাদের সম্পূর্ন পোষ্ট পড়ে বিভিন্ন রকম ধান কাটার মেশিনের দাম কত ২০২৪ সঠিক ভাবে জানতে পেরেছেন। আপনি আমাদের পোষ্টের মাধ্যমে অতি সহজেই ধান কাটার সমস্ত তথ্য পেয়েছেন। আমাদের এই পোষ্ট পড়ে ভালো লাগলে আশে পাশের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment