ঢাকা টু মাসকাট টিকেট দাম ২০২৪

বাংলাদেশের অনেক মানুষ আছে তারা বিদেশে ভ্রমন করতে পছন্দ করে। আসলেই ভ্রমন করা হলো একটা শখ। ভ্রমন করলে শরীর ও মন ভালো থাকে। বিশেষ করে বিদেশ ভ্রমন টা যদি বন্ধু দের সাথে হয়। তাহলে তো মজাই আলাদা। আবার অনেকেই নতুন বিয়ে করে বউকে নিয়ে বিদেশে ঘুরতে চায়। আপনি যদি ভ্রমনে ঢাকা থেকে মাসকাট যাইতে চান তাহলে আপনাকে অবশ্যই মাসকাট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হবে। অনেকেই আছেন ঢাকা থেকে মাসকাট টিকিট এর দাম জানতে চান। আজকে আপনাদেরকে ঢাকা টু মাসকাট টিকেট দাম  জানাবো এবং মাসকাট ভ্রমন সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করবো।

বর্তমানে সবাই ঢাকা বিমান বন্দর থেকে মাসকাট ভ্রমন করতে চায়। মাসকাট ভ্রমন করতে গেলে কি কি দেখেতে পারবেন। সেগুলো আপনাদেরকে জানাবো। এবং মাসকাট এ ভ্রমন করতে গেলে কেমন খরচ হতে পারে। সেগুলো আপনাদের কে আইডিয়া দিবো। ঢাকা থেকে মাসকাট যাওয়ার আগে অনলাইনে আগে বিমান এর টিকিট এর দাম ও বিভিন্ন খরচ কত হবে সেগলো খুজে থাকেন। আজকে আপনাদেরকে ঢাকা টু মাসকাট যাওয়ার বিমান ভাড়া ও বিভিন্ন খরচ জানাবো। আপনি যদি মাসকাট বিষয়ে বিমান এর টিকিটি এর দাম ও বিভিন্ন খরচ জানতে চান তাহলে আমাদের দেওয়া পোষ্ট পড়তে থাকুন।

ঢাকা টু মাসকাট টিকেট দাম

বাংলাদেশের সবাই ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাসকাট যায়। আবার অনেকেই আছে ভ্রমনের জন্য মাসকাট যেতে চায়। এবং অনেকই কাজের ভিসার জন্য মাসকাট যাওয়ার জন্য বিমান এর টিকিটি এর দাম খুজে থাকে।  আজকে আপনাদের কে ঢাকা টু মাসকাট যাওয়ার টিকিটি এর দাম জানাবো। আগের বছরের তুলনায় বর্তমানে টিকেট এর দাম অনেকটাই বেড়ে গেছে। এখন সব কিছুর দাম বেশি হয়ে গেছে। বিমানের টিকেট গুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আপনাকে ঢাকা থেকে মাসকাট যেতে হলে টিকেট এর মল্য AED = ২,০৫০ বাংলাদেশি টাকায় ৭৪২২৩.৩২ টাকা বাজেট রাখতে হবে। অনেক সময় ডলার এর রেট কম বেশি হয়ে থাকে। যে কোন টাইমে টিকিট এর মুল্য কম বেশি হতে পারে।

মাস্কাট টু ঢাকা ফ্লাইট ২০২৪

অনেক বাংলাদেশি মানুষ ভ্রমন বা কাজের জন্য মাসকাট যায়। আবার আসার সয়ম কত টাকা খরচ হবে সে তথ্য জানে না। মাসকাট এ টাকা কে রিয়েল বলে। তাই আজকে আপনাদের কে জানাবো মাসকাট থেকে আবার বাংলাদেশে আসতে কত টাকা খরচ হতে পারে। বর্তমানে সব যায়গাতে ডলারের রেট বেশি হওয়ার কারনে বাংলাদেশি টাকায় টিকিট এর দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। আজকে আপনাদের কে জানাবো মাসকাট থেকে ঢাকায় আসতে কত টাকা খরচ হবে। আপনি যদি বাংলাদেশ বিমানে আসতে চান তাহলে আপনার একটু কম খরচ হবে। বাংলাদেশি টাকায় ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি ঢাকায় পৌছাতে পারবেন। আর যদি আসা যাওয়ার টিকেট কাটেন তাহলে ৪৫ হাজার থেকে ৫০ হাজার বাজেট রাখলেই হবে। তাহলে আপনি কম টাকায় ঢাকা থকে  ‍ঘুরে আসতে পারবেন।

সালাম এয়ার ঢাকা থেকে মাস্কাট টিকেটের মুল্য

বাংলাদেশ থেকে মাস্কাট ভ্রমনের জন্য অনেকই কম খরচের টিকেট খুজে থাকেন। আপনি চাইলে কম খরচে মাস্কাট ঘুরতে পারবেন। আপনি যদি সালাম এয়ারলাইন্স থেকে যেতে চান তাহলে আপনার টিকেট এর মুল্য অনেকটাই কম হবে। আজকে আপনাদের কে কম খরচের টিকেট এর মুল্য জানাবো। যারা ঢাকা থেকে মাসকাট  সালাম এয়ারলাইন্স এ যেতে চান তাদেরকে বাংলাদেশি টাকায় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাক বাজেট রাখতে হবে। আপনি যদি আরো একটু কম দামে ঢাকা থেকে মাস্কাট যেতে চান তাহলে আপনাকে ১ মাস আগে টিকেট ক্রয় করতে হবে। তাহলে আপনি ৪৪ হাজার থেকে ৪৫ হাজার টাকা একটা টিকেট পেয়ে যাবেন।

ঢাকা টু মাসকাটের বিমান ভাড়া

আমরা পোষ্ট এ বিমান ভাড়া দাম জানিয়েছি। অনেকেই আছেন ঢাকা থেকে মাসকাট এ যাওয়ার বিমান ভাড়া খুজে থাকেন। আমরা আপনাকে আজকে কম দাম থেকে বিভিন্ন দামের বিমান ভাড়া জানাবো। কম খরচের মধ্যে যেতে চাইলে আপনকে ৪৪,৬৯২ টাকা বাজেট রাখতে হবে। এবং অন্যান্য ভালো এয়ারলাইন্স আছে সেগুলো তে গেলে আপনাকে সর্বোচ্চ ৭৪২২৩.৩২ টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি মাসকাট এ ভ্রমন করতে পারবেন।

ঢাকা টু মাসকাটে যাওয়ার সময়সূচি

বাংলাদেশে অনেক লোক আছে মাসকাটে ভ্রমন করে থাকে। আবার অনেকই কাজের ভিসাতে মাসকাটে চলে যায়। কিন্তু কখন বিমানের সময়সূচি হবে এই গুলো তথ্য তাদের জানা থাকে না। তখন সবাই অনলাইনে ঢাকা থেকে মাস্কাটে যাওয়ার সময়সূচি খুঁজে থাকে। আজকে আপনাদের কে ঢাকা টু মাসকাটে যাওয়ার সঠিক সময়সূচি জাানবো। বাংলাদেশে আন্তর্জাতিক সময় অনুযায়ী ৯:৫৫ তে ফ্লাইট শুরু হবে এবং এই সময়ের মাঝে ইয়ার এরাবিয়া এয়ারলাইন্স ১ ঘন্টা বিরতী নিবে। তারপর ১৯:১০ মাসকাট বিমান বন্দরে বিমান পৌছাবে।

মাসকাটে ভ্রমন স্থান

বাংলাদেশ থেকে অনেকই ভ্রমন করার উদ্দেশ্য মাসকাট এ রওনা হয়ে থাকে। কিন্তু মাসকাটে অনেক সুন্দর্য্য স্থান রয়েছে সেগুলো জানে না। আজকে আপনাদের সাথে মাসকাট এর ভ্রমন স্থান সম্পের্কে আলোচনা করবো। প্রথমে আপনাদের কে শপিংমল সম্পর্কে জানাবো। মাস্কাট বিমান বন্দর থেকে প্রায় ১.৮৬ মাইল দুরে সুন্দর যায়গা নাম মুত্রা স্যুকের। সেখানে চার পাশে ঘুরতে পারবেন। এবং সিটি তে অনেক বড় একটি শপিং মল আছে সেখানে যা ইচ্ছা কিনতে পারবেন এবং ঘুরতে পারবেন।

মাসকাটে ভ্রমন স্থান আল কুরুম

আপনি যদি আরেকটি সুন্দর যায়গা ঘুরতে চান তাহলে আপনাকে আরেকটি শহরে যাইতে হবে। ওই শহরের নাম আল কুরুম । সব চাইতে সুন্দরতম শহর । সেখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সেখানে সব চাইতে জনপ্রিয় স্থান হলো সাগর এর ঢেউ। সেই যায়গা আল কুরুম বিচ নামে পরিচিত। বিশেষ করে আমরা সবাই সাগরের বিচ এ ঘুরতে পছন্দ করি। তাই আপনি যদি মাসকাট এ ভ্রমনের জন্য যান তাহলে  আল কুরুম বিচ ঘুরে দেখেতে পারেন।

 শেষ কথা

আমরা আপনাকে ঢাকা টু মাসকাট যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়েছি। এবং ঢাকা টু মাসকাট টিকেট দাম ২০২৪ এই সম্পর্কে সঠিক দাম জানিয়েছি এবং মাস্কাট এর কয়েকটি সুন্দর ভ্রমন স্থান গুলোর নাম আলোচনা করেছি। আশা করি, আপনি আমাদের সম্পূর্ন পোষ্ট পড়েছেন।  ইতি মধ্যেই আপনি ঢাকা টু মাসকাট যাওয়ার সকল তথ্য গুলো জানতে পেরেছেন। পোষ্ট টি পড়ে ভালো লাগলে আশে পাশের বন্ধুদের কে শেয়ার করে দিবেন। ধন্যবাদ

Leave a Comment